ETV Bharat / bharat

পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো অক্ষত, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ রোখা নতুন চ্যালেঞ্জ : BSF - পাকিস্তানে সন্ত্রাসবাদ

20 জুন সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) কাঠুয়া জেলার রথুয়া গ্রামে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি হেক্সা ড্রোনকে গুলি করে নিচে নামায় ৷ সেখান থেকে অ্যামেরিকান এম 4 আধা-স্বয়ংক্রিয় কার্বাইন ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ গত সপ্তাহে রাজৌরি জেলার LoC-র কাছে ড্রোনে অস্ত্রসহ তিন লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয় ।

Pakistan Terrorism
ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ রোখা নতুন চ্যালেঞ্জ
author img

By

Published : Sep 20, 2020, 8:11 PM IST

জম্মু , 20 সেপ্টেম্বর : পাকিস্তানের সন্ত্রাসবাদ এবার নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভারতীয় সেনাকে ৷ পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো যে অক্ষত তা উল্লেখ করে BSF-র তরফ থেকে জানানো হয়েছে , জম্মু-কাশ্মীর এলাকায় ড্রোনের মাধ্যমে এখন অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ রোখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷

সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) , জম্মু সীমান্তের ইন্সপেক্টর জেনেরাল এন এস জামওয়াল বলেছেন , সমস্ত সুরক্ষা সংস্থাগুলি নতুন সুরক্ষা চ্যালেঞ্জের জন্য তৈরি আছে এবং শত্রু বাহিনীর সন্ত্রাসের নকশাগুলি রদ করার জন্য কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে । পাশাপাশি , তিনি আরএস পুরা সেক্টরের অর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে (IB) দু'টি পিস্তল , তিনটি ম্যাগাজ়িন এবং 100 রাউন্ড সহ কোটি টাকার 62 কেজি হেরোইন উদ্ধার করার বিষয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন ৷

এরপরেই তিনি জানান , পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো যে অক্ষত রয়েছে , তা অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা ও সীমান্তে গুলি চালানোর ঘটনার মতো বর্ধিত কর্মকাণ্ড থেকে বোঝা যায় । তিনি বলেন , ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ এখন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ৷

জামওয়াল আরও বলেন , "আমরা সজাগ রয়েছি এবং এর মোকাবিলার জন্য পালটা ব্যবস্থা নেওয়ার কাজ চলছে ৷ এই জাতীয় ক্রিয়াকলাপ প্রথম পঞ্জাবে ঘটেছিল এবং পরে জম্মু ও কাশ্মীরে তা ঘটতে দেখা যায় । এই বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং গত কয়েক মাসে সফলভাবে এই জাতীয় দু’টি প্রচেষ্টা বানচাল করা হয়েছে । "

উল্লেখ্য , 20 জুন সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) কাঠুয়া জেলার রথুয়া গ্রামে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি হেক্সা ড্রোনকে গুলি করে নিচে নামায় ৷ সেখান থেকে অ্যামেরিকান এম 4 আধা-স্বয়ংক্রিয় কার্বাইন ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ গত সপ্তাহে রাজৌরি জেলার LoC-র কাছে ড্রোনে অস্ত্রসহ তিন লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয় ।

জম্মু , 20 সেপ্টেম্বর : পাকিস্তানের সন্ত্রাসবাদ এবার নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভারতীয় সেনাকে ৷ পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো যে অক্ষত তা উল্লেখ করে BSF-র তরফ থেকে জানানো হয়েছে , জম্মু-কাশ্মীর এলাকায় ড্রোনের মাধ্যমে এখন অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ৷ সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ রোখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷

সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) , জম্মু সীমান্তের ইন্সপেক্টর জেনেরাল এন এস জামওয়াল বলেছেন , সমস্ত সুরক্ষা সংস্থাগুলি নতুন সুরক্ষা চ্যালেঞ্জের জন্য তৈরি আছে এবং শত্রু বাহিনীর সন্ত্রাসের নকশাগুলি রদ করার জন্য কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে । পাশাপাশি , তিনি আরএস পুরা সেক্টরের অর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে (IB) দু'টি পিস্তল , তিনটি ম্যাগাজ়িন এবং 100 রাউন্ড সহ কোটি টাকার 62 কেজি হেরোইন উদ্ধার করার বিষয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন ৷

এরপরেই তিনি জানান , পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো যে অক্ষত রয়েছে , তা অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা ও সীমান্তে গুলি চালানোর ঘটনার মতো বর্ধিত কর্মকাণ্ড থেকে বোঝা যায় । তিনি বলেন , ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ এখন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ৷

জামওয়াল আরও বলেন , "আমরা সজাগ রয়েছি এবং এর মোকাবিলার জন্য পালটা ব্যবস্থা নেওয়ার কাজ চলছে ৷ এই জাতীয় ক্রিয়াকলাপ প্রথম পঞ্জাবে ঘটেছিল এবং পরে জম্মু ও কাশ্মীরে তা ঘটতে দেখা যায় । এই বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং গত কয়েক মাসে সফলভাবে এই জাতীয় দু’টি প্রচেষ্টা বানচাল করা হয়েছে । "

উল্লেখ্য , 20 জুন সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) কাঠুয়া জেলার রথুয়া গ্রামে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি হেক্সা ড্রোনকে গুলি করে নিচে নামায় ৷ সেখান থেকে অ্যামেরিকান এম 4 আধা-স্বয়ংক্রিয় কার্বাইন ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে ৷ গত সপ্তাহে রাজৌরি জেলার LoC-র কাছে ড্রোনে অস্ত্রসহ তিন লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.