ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, 3 জওয়ানের মৃত্যু - জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, 3 জওয়ানের মৃত্যু

বারামুলা জেলার সোপোরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন তিন CRPF জওয়ান ৷ জখম আরও দুই জওয়ান ৷

image
জম্মু-কাশ্মীর
author img

By

Published : Apr 18, 2020, 7:01 PM IST

Updated : Apr 18, 2020, 7:58 PM IST

বারামুল্লা, 18 এপ্রিল : বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক ৷ তার মধ্যেই ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে ৷ প্রাণ হারালেন 3জন CRPF জওয়ান ৷ জখম আরও দুই জওয়ান ৷

জঙ্গি দমনে আজ CRPF ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই হামলা চালায় এই জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে বারামুলা জেলার সোপোর এলাকায় ৷ জখম জওয়ানকে দ্রুত স্থানীয় SDH হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

একটি বিবৃতি দিয়ে CRPF-এর তরফে জানানো হয়, তাদের তিন জওয়ান শহিদ হয়েছেন ৷ দুই জন জওয়ান গুরুত্বর জখম হয়েছেন ৷ পুরো এলাকা সিল করে তল্লাশি চালাচ্ছে CRPF ৷

তিন মৃত জওয়ানকে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁরা হলেন হেড কনস্টেবল রাজীব শর্মা, কনস্টেবল খারাদে ও কনস্টেবল শতপল ৷ জখম হয়েছেন কনস্টেবল এম সি ঘোষ ও কনস্টেবল জাভেদ ৷

সোপোরের SP জানান, ‘‘জঙ্গি হামলায় তিন CRPF জওয়ানের মৃত্যু হয়েছে ৷ গাড়ির চালকও জখম হয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘সোপোর শহরে CRPF-এর গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনার পর নিরাপত্তারক্ষীরা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷’’

বারামুল্লা, 18 এপ্রিল : বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক ৷ তার মধ্যেই ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে ৷ প্রাণ হারালেন 3জন CRPF জওয়ান ৷ জখম আরও দুই জওয়ান ৷

জঙ্গি দমনে আজ CRPF ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই হামলা চালায় এই জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে বারামুলা জেলার সোপোর এলাকায় ৷ জখম জওয়ানকে দ্রুত স্থানীয় SDH হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

একটি বিবৃতি দিয়ে CRPF-এর তরফে জানানো হয়, তাদের তিন জওয়ান শহিদ হয়েছেন ৷ দুই জন জওয়ান গুরুত্বর জখম হয়েছেন ৷ পুরো এলাকা সিল করে তল্লাশি চালাচ্ছে CRPF ৷

তিন মৃত জওয়ানকে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁরা হলেন হেড কনস্টেবল রাজীব শর্মা, কনস্টেবল খারাদে ও কনস্টেবল শতপল ৷ জখম হয়েছেন কনস্টেবল এম সি ঘোষ ও কনস্টেবল জাভেদ ৷

সোপোরের SP জানান, ‘‘জঙ্গি হামলায় তিন CRPF জওয়ানের মৃত্যু হয়েছে ৷ গাড়ির চালকও জখম হয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘সোপোর শহরে CRPF-এর গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনার পর নিরাপত্তারক্ষীরা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷’’

Last Updated : Apr 18, 2020, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.