হায়দারাবাদ, 7 জুন : কোরোনা ভাইরাসের কাছে হার মানলেন সাংবাদিক । তেলুগুসংবাদমাধ্যমে কর্মরত ছিলেন তিনি । গান্ধি হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ তাঁঁরমৃত্যু হয় । নিজ়ামের শহরে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কোনওসাংবাদিকের ।
দীর্ঘদিন ধরে কঠিন জিনগত সমস্যায় ভুগছিলেন 36 বছর বয়সী ওই সাংবাদিক । মাদারপেট এলাকার বাসিন্দা ছিলেন তিনি । কোরোনা সংক্রান্ত বহু খবর করেছেন । হাসপাতাল সূত্রে খবর, ওই সাংবাদিকের নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল ।
গত সপ্তাহে হায়দরাবাদের বহু সাংবাদিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে তেলঙ্গানায় বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রাজ্যে মোট 3,496 জন কোরোনা আক্রান্ত ।