ETV Bharat / bharat

3000 মাস্ক তৈরি করে বিলি তেলাঙ্গানার রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তা অফিসারের - telengana governor

প্রায় 3000 মাস্ক তৈরি করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন তেলাঙ্গানার রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 17, 2020, 1:50 PM IST

তেলাঙ্গানা, 17 এপ্রিল: কোরোনায় দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে । এই অবস্থায় এগিয়ে এলেন তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার । তিনি প্রায় 3000 মাস্ক তৈরি করে তা বিতরণ করলেন দুস্থদের মধ্যে ।

এই বিষয়ে সুরক্ষা কর্মকর্তা অমরেশ্বরী বলেন, "লকডাউন ঘোষণার পরেই আমি মাস্ক তৈরি করতে শুরু করি । এই সময় বাজারে মাস্কের সংকট দেখা দেয় । তখন থেকেই রাজ্যপাল ও তেলাঙ্গানার DGP মহেন্দ্র রেড্ডি মাস্ক তৈরি করা শুরু করেন । লকডাউনের সেই সময় থেকেই আমি এই প্রকল্পটির দেখাশুনা করছি । "

তিনি আরও বলেন, " আমি প্রথম থেকেই দুস্থদের সাহায্য করার জন্য কিছু করব ভেবেছিলাম । তারপরই এই চিন্তাটি আমার মাথায় আসে । বর্তমানে বাজারে মাস্কের ঘাটতি প্রচুর । তাই এই পরিস্থিতিতে মাস্কের বিতরণ সবচেয়ে জরুরি কাজ ।"

এখনও পর্যন্ত প্রায় 3000 মাস্ক তৈরি করে তা দুস্থদের বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি । অমরেশ্বরীর বক্তব্য, "আমার লক্ষ্য প্রায় 5000 মাস্ক তৈরি করা । চেষ্টা চলছে সেই লক্ষ্য পূরণের ।"

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত তেলাঙ্গানায় প্রায় 698 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 120 সুস্থ হয়ে উঠেছেন এবং মৃত্যু হয়েছে 18 জনের ।

তেলাঙ্গানা, 17 এপ্রিল: কোরোনায় দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে । এই অবস্থায় এগিয়ে এলেন তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার । তিনি প্রায় 3000 মাস্ক তৈরি করে তা বিতরণ করলেন দুস্থদের মধ্যে ।

এই বিষয়ে সুরক্ষা কর্মকর্তা অমরেশ্বরী বলেন, "লকডাউন ঘোষণার পরেই আমি মাস্ক তৈরি করতে শুরু করি । এই সময় বাজারে মাস্কের সংকট দেখা দেয় । তখন থেকেই রাজ্যপাল ও তেলাঙ্গানার DGP মহেন্দ্র রেড্ডি মাস্ক তৈরি করা শুরু করেন । লকডাউনের সেই সময় থেকেই আমি এই প্রকল্পটির দেখাশুনা করছি । "

তিনি আরও বলেন, " আমি প্রথম থেকেই দুস্থদের সাহায্য করার জন্য কিছু করব ভেবেছিলাম । তারপরই এই চিন্তাটি আমার মাথায় আসে । বর্তমানে বাজারে মাস্কের ঘাটতি প্রচুর । তাই এই পরিস্থিতিতে মাস্কের বিতরণ সবচেয়ে জরুরি কাজ ।"

এখনও পর্যন্ত প্রায় 3000 মাস্ক তৈরি করে তা দুস্থদের বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি । অমরেশ্বরীর বক্তব্য, "আমার লক্ষ্য প্রায় 5000 মাস্ক তৈরি করা । চেষ্টা চলছে সেই লক্ষ্য পূরণের ।"

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত তেলাঙ্গানায় প্রায় 698 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 120 সুস্থ হয়ে উঠেছেন এবং মৃত্যু হয়েছে 18 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.