হায়দরাবাদ, 28 জুন : তেলাঙ্গানা শিশু অধিকার সুরক্ষা কমিশন(TSCPCR)- এর সাম্প্রতিক সমীক্ষায় বাল্যবিবাহ নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । গত তিনমাসে তেলাঙ্গানায় 204টি বাল্যবিবাহের অভিযোগ পেয়েছে রাজ্য সরকার ।
TSCPCR-এর তরফে গতকাল এক বিবৃতি জারি করা হয় । তাতে বলা হয়, এই বিষয়ে যেন কড়া নজরদারি চালান জেলাশাসকরা । বাল্য বিবাহের অভিযোগ পেলে প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ (2006) আইনের অধীনে যেন উপযুক্ত পদক্ষেপ করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় ।
তেলাঙ্গানা চাইল্ড লাইন কমিশনের কাছে 24 মার্চ থেকে 31 মে পর্যন্ত মোট 204টি বাল্য বিবাহের অভিযোগ এসেছে । এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না কমিশন । কমিশন বিবৃতিতে জানিয়েছে, বাল্যবিবাহের সরাসরি প্রভাব পড়ে নাবালিকাদের উপর । COVID-19 এর কারণে দু'মাসের বেশি লকডাউন চলেছে । এই সময়ে তেলাঙ্গানায় বাল্যবিবাহ অধিক হারে বেড়েছে বলে মনে করছে কমিশন ।
কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়টি সবাইকে দায়িত্ব নিয়ে আটকাতে হবে । নাবালিকাদের বাল্যবিবাহ থেকে রক্ষা করতে হবে । তা না হলে তাদের জীবনে যথেষ্ট প্রভাব পড়বে । বিশেষত স্বাস্থ্য এবং শিক্ষায় ।