হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর : তেলাঙ্গানায় দৈনিক আক্রান্তের তুলনায় বাড়ল সুস্থের সংখ্যা ৷ এখানে 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 72 জন ৷ যেখানে সুস্থ হয়েছে 2 হাজার 259 জন ৷ মৃত্যু হয়েছে 9 জনের ৷
এই রাজ্যে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 লাখ 89 হাজার 283 জন ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 116 জনের ৷ সুস্থতার হার 83.83 শতাংশ ৷ যেখানে দেশে সুস্থতার হার 82.88 শতাংশ ৷ কোরোনামুক্ত হয়েছে 1 লাখ 58 হাজার 690 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 29 হাজার 477 ৷
রাজ্যে এখনও পর্যন্ত 29 লাখ 40 হাজার 642টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 17টি সরকারি ল্যাবরেটরি , 43টি বেসরকারি ল্যাবরেটরি এবং 1 হাজার 76 টি ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার রয়েছে ৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, মোট আক্রান্তের 70 শতাংশ উপসর্গহীন ও 30 শতাংশের উপসর্গ আছে ৷ আরও দেখা গেছে যে, কোরোনা আক্রান্তদের মধ্যে 64.13 শতাংশ 21 থেকে 50 বছর বয়সি এবং 51 বছরের বেশি রয়েছে 22.76 শতাংশ ৷ 20 বছরের নিচে রয়েছে 13.13 শতাংশ ৷
জেলার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত রয়েছে হায়দরাবাদে ৷ এখানে এখনও পর্যন্ত 283 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ এরপরই রয়েছে রঙ্গারেড্ডি জেলা ৷ এখানে আক্রান্তের সংখ্যা 161 ৷