ETV Bharat / bharat

'অপরাধীদের ফাঁসি চাই '! গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল তেলাঙ্গানায় - veterinarian rape and murder in hyderabad

গণধর্ষণের ঘটনায় অপরাধীদের ফাঁসি চেয়ে আজ সকালে শামশাবাদে প্রতিবাদ মিছিল হয় ৷ ঘটনার প্রতিবাদে সরব হয় দিল্লিও ৷ সেখানে অনু দুবে নামে এক যুবতি অপরাধীদের বিচার চেয়ে সংসদের সামনে একা অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷

telangana
telangana
author img

By

Published : Nov 30, 2019, 3:02 PM IST

হায়দরাবাদ , 30 নভেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হল তেলাঙ্গানা ৷ আজ সকালে শামশাবাদে অপরাধীদের ফাঁসি চেয়ে প্রতিবাদ মিছিল করে বহু মানুষ ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি তোলা হয় মিছিল থেকে ৷ এর আগে শেষবার তেলাঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের পক্ষে এত বড় মিছিলের সাক্ষী ছিল রাজ্য ৷

মিছিলে প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৷ তাঁরা এই ঘটনায় অপরাধীদের ফাঁসি চেয়ে সরব হন । বিভিন্ন সংস্থার তরফেও অনেকে এই প্রতিবাদ মিছিলে যোগ দেন ৷ তাঁরা দাবি করেন, অপরাধীদের তাঁদের হাতে তুলে দেওয়া হোক ৷ মিছিলে অংশগ্রহণকারীরা শাদনগর থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় ৷ ওই এলাকায় যানজট সামলাতে অনেক গাড়ির রুট বদলে দেয় পুলিশ ৷

shadnagar
শাদনগর পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ

তেলাঙ্গানার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দিল্লি ৷ আজ সকালে অনু দুবে নামে এক যুবতি অপরাধীদের বিচার চেয়ে সংসদের সামনে একা অবস্থান বিক্ষোভ করেন ৷ ঘটনাস্থানে পুলিশ গিয়ে তাঁকে আটক করে ৷ এরপর দিল্লি কমিশন ফর উওমেন-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল সেখানে গিয়ে অনুর প্রতিবাদকে সমর্থন জানান ৷ এরপর আরও কয়েকজন সেখানে অবস্থানে বসেন ৷ এদিকে, ন্যাশনাল কমিশন ফর উওমেন -এর এক প্রতিনিধি দল তেলাঙ্গানায় নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করেন ৷

anu
অনু দুবে , আজ সকালে সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করেন

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরে একটি আন্ডারপাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ গণধর্ষণের পর খুন করা হয় তাঁকে ৷ তারপর কেরোসিন ঢেলে দেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ সেই ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ অভিযুক্তদের শাদনগর আদালতে তোলা হবে ৷

delhi
দিল্লিতেও শুরু হয়েছে প্রতিবাদ

হায়দরাবাদ , 30 নভেম্বর : পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হল তেলাঙ্গানা ৷ আজ সকালে শামশাবাদে অপরাধীদের ফাঁসি চেয়ে প্রতিবাদ মিছিল করে বহু মানুষ ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি তোলা হয় মিছিল থেকে ৷ এর আগে শেষবার তেলাঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের পক্ষে এত বড় মিছিলের সাক্ষী ছিল রাজ্য ৷

মিছিলে প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৷ তাঁরা এই ঘটনায় অপরাধীদের ফাঁসি চেয়ে সরব হন । বিভিন্ন সংস্থার তরফেও অনেকে এই প্রতিবাদ মিছিলে যোগ দেন ৷ তাঁরা দাবি করেন, অপরাধীদের তাঁদের হাতে তুলে দেওয়া হোক ৷ মিছিলে অংশগ্রহণকারীরা শাদনগর থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় ৷ ওই এলাকায় যানজট সামলাতে অনেক গাড়ির রুট বদলে দেয় পুলিশ ৷

shadnagar
শাদনগর পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ

তেলাঙ্গানার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দিল্লি ৷ আজ সকালে অনু দুবে নামে এক যুবতি অপরাধীদের বিচার চেয়ে সংসদের সামনে একা অবস্থান বিক্ষোভ করেন ৷ ঘটনাস্থানে পুলিশ গিয়ে তাঁকে আটক করে ৷ এরপর দিল্লি কমিশন ফর উওমেন-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল সেখানে গিয়ে অনুর প্রতিবাদকে সমর্থন জানান ৷ এরপর আরও কয়েকজন সেখানে অবস্থানে বসেন ৷ এদিকে, ন্যাশনাল কমিশন ফর উওমেন -এর এক প্রতিনিধি দল তেলাঙ্গানায় নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করেন ৷

anu
অনু দুবে , আজ সকালে সংসদের সামনে অবস্থান বিক্ষোভ করেন

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরে একটি আন্ডারপাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ গণধর্ষণের পর খুন করা হয় তাঁকে ৷ তারপর কেরোসিন ঢেলে দেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ সেই ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ অভিযুক্তদের শাদনগর আদালতে তোলা হবে ৷

delhi
দিল্লিতেও শুরু হয়েছে প্রতিবাদ
Mumbai, Nov 30 (ANI): BJP state president of Maharashtra, Chandrakant Patil on Saturday said that the Maharashtra government of the Shiv Sena-NCP-Congress alliance led by CM Uddhav Thackeray is violating all the rules. He said, "They (MahaVikasAghadi) changed Protem Speaker from Kalidas Kolambkar to Dilip Walse Patil, this is legally wrong, the oath was also not taken as per rules, the new government is violating all rules." "Kisan Kathore will be BJP candidate for Assembly Speaker," he announced. Maha Vikas Aghadi government of the Shiv Sena-NCP-Congress alliance will face floor test in the Maharashtra Assembly today. Governor BS Koshyari has asked Thackeray to prove majority by December 03.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.