হায়দরাবাদ, 8 ডিসেম্বর : কেউ অপরাধ করলে সে পুলিশের এনকাউন্টারে মরে যাওয়ার কথা ভাবতে পারে ৷ হায়দরাবাদে এনকাউন্টারের ঘটনাকে সমর্থন জানিয়ে এমন মন্তব্য করলেন তেলাঙ্গানার পশুপালন দপ্তরের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব ৷
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা একটা শিক্ষা ৷ যদি আপনার আচরণ ভুল হয়, তবে মামলা চলার সঙ্গে আপনি কোনও আদালতের বিচার, জেলের সাজা বা পরবর্তী জামিনে উপকৃত হবেন না ৷ এরকম আর কিছু হবে না ৷ এর মাধ্যমে, আমরা একটি বার্তা দিয়েছি যে, আপনি যদি এমন কিছু করেন যা ভুল ও ভয়ানক, তাহলে একটি এনকাউন্টার হবেই ৷"
এ বিষয়ে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে গিয়ে কোনও লাভ নেই ৷ কারণ, তাঁদের সমর্থনে অনেকে রয়েছেন বলে জানান তিনি ৷ বলেন, "দেশের জন্য আমরা এই আদর্শকে নির্ধারিত করেছি ৷ শুধুমাত্র কয়েকটি কল্যাণকারী যোজনার দ্বারা নয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনার মাধ্যমে আমরা একটি মডেল স্থাপন করেছি ৷"
হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় কোনও রকম মন্তব্য না করায় বা নির্যাতিতার পরিবারের সঙ্গে একবারও দেখা না করায় রাজনৈতিক মহলের সমালোচনার মুখে পড়তে হয় চন্দ্রশেখর রাওকে ৷
একই রকম দাবি জানান তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় কুমার ৷ তাঁর দাবি, দ্রুত বিচার নিশ্চিত করতে নিজেকে রোল মডেল হিসেবে প্রমাণ করেছে ৷ "আমরা দেখিয়েছি, কেউ আমাদের মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে, আমরা তার চোখ উপড়ে নেব ৷" তিনি আশা করেন, এই এনকাউন্টার নির্যাতিতার পরিবারে শান্তি নিয়ে আসবে ৷