ETV Bharat / bharat

অপরাধীদের এনকাউন্টারে মরতে হবেই, হুমকি তেলেঙ্গানার মন্ত্রীর - minister of Telengana

তেলাঙ্গানার পশুপালন দপ্তরের মন্ত্রী বলেন, অপরাধ করলে এনকাউন্টারে মরতে হবেই ৷ তাঁকে সমর্থন জানিয়েছেন পরিবহন মন্ত্রী পি অজয় কুমার ৷ বলেন, "আমরা দেখিয়েছি, কেউ আমাদের মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে, আমরা তার চোখ উপড়ে নেব ৷"

তালাসানি শ্রীনিবাস যাদব
তালাসানি শ্রীনিবাস যাদব
author img

By

Published : Dec 8, 2019, 9:16 AM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর : কেউ অপরাধ করলে সে পুলিশের এনকাউন্টারে মরে যাওয়ার কথা ভাবতে পারে ৷ হায়দরাবাদে এনকাউন্টারের ঘটনাকে সমর্থন জানিয়ে এমন মন্তব্য করলেন তেলাঙ্গানার পশুপালন দপ্তরের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা একটা শিক্ষা ৷ যদি আপনার আচরণ ভুল হয়, তবে মামলা চলার সঙ্গে আপনি কোনও আদালতের বিচার, জেলের সাজা বা পরবর্তী জামিনে উপকৃত হবেন না ৷ এরকম আর কিছু হবে না ৷ এর মাধ্যমে, আমরা একটি বার্তা দিয়েছি যে, আপনি যদি এমন কিছু করেন যা ভুল ও ভয়ানক, তাহলে একটি এনকাউন্টার হবেই ৷"

এ বিষয়ে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে গিয়ে কোনও লাভ নেই ৷ কারণ, তাঁদের সমর্থনে অনেকে রয়েছেন বলে জানান তিনি ৷ বলেন, "দেশের জন্য আমরা এই আদর্শকে নির্ধারিত করেছি ৷ শুধুমাত্র কয়েকটি কল্যাণকারী যোজনার দ্বারা নয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনার মাধ্যমে আমরা একটি মডেল স্থাপন করেছি ৷"

হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় কোনও রকম মন্তব্য না করায় বা নির্যাতিতার পরিবারের সঙ্গে একবারও দেখা না করায় রাজনৈতিক মহলের সমালোচনার মুখে পড়তে হয় চন্দ্রশেখর রাওকে ৷

একই রকম দাবি জানান তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় কুমার ৷ তাঁর দাবি, দ্রুত বিচার নিশ্চিত করতে নিজেকে রোল মডেল হিসেবে প্রমাণ করেছে ৷ "আমরা দেখিয়েছি, কেউ আমাদের মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে, আমরা তার চোখ উপড়ে নেব ৷" তিনি আশা করেন, এই এনকাউন্টার নির্যাতিতার পরিবারে শান্তি নিয়ে আসবে ৷

হায়দরাবাদ, 8 ডিসেম্বর : কেউ অপরাধ করলে সে পুলিশের এনকাউন্টারে মরে যাওয়ার কথা ভাবতে পারে ৷ হায়দরাবাদে এনকাউন্টারের ঘটনাকে সমর্থন জানিয়ে এমন মন্তব্য করলেন তেলাঙ্গানার পশুপালন দপ্তরের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব ৷

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা একটা শিক্ষা ৷ যদি আপনার আচরণ ভুল হয়, তবে মামলা চলার সঙ্গে আপনি কোনও আদালতের বিচার, জেলের সাজা বা পরবর্তী জামিনে উপকৃত হবেন না ৷ এরকম আর কিছু হবে না ৷ এর মাধ্যমে, আমরা একটি বার্তা দিয়েছি যে, আপনি যদি এমন কিছু করেন যা ভুল ও ভয়ানক, তাহলে একটি এনকাউন্টার হবেই ৷"

এ বিষয়ে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে গিয়ে কোনও লাভ নেই ৷ কারণ, তাঁদের সমর্থনে অনেকে রয়েছেন বলে জানান তিনি ৷ বলেন, "দেশের জন্য আমরা এই আদর্শকে নির্ধারিত করেছি ৷ শুধুমাত্র কয়েকটি কল্যাণকারী যোজনার দ্বারা নয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনার মাধ্যমে আমরা একটি মডেল স্থাপন করেছি ৷"

হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় কোনও রকম মন্তব্য না করায় বা নির্যাতিতার পরিবারের সঙ্গে একবারও দেখা না করায় রাজনৈতিক মহলের সমালোচনার মুখে পড়তে হয় চন্দ্রশেখর রাওকে ৷

একই রকম দাবি জানান তেলাঙ্গানার পরিবহন মন্ত্রী পি অজয় কুমার ৷ তাঁর দাবি, দ্রুত বিচার নিশ্চিত করতে নিজেকে রোল মডেল হিসেবে প্রমাণ করেছে ৷ "আমরা দেখিয়েছি, কেউ আমাদের মেয়েদের দিকে খারাপ নজরে তাকালে, আমরা তার চোখ উপড়ে নেব ৷" তিনি আশা করেন, এই এনকাউন্টার নির্যাতিতার পরিবারে শান্তি নিয়ে আসবে ৷

New Delhi, Dec 08 (ANI): Google has announced that it will end support for the Explorer Edition its augmented reality Glass device. As Engaged notes, Google will roll out one more update before ending its support for the Explorer version. However, it will continue supporting the Enterprise Edition. Users will be required to manually download, unzip, and install the file for the latest and final update which will remain available only until February 25, 2022. Google Glass, announced first in 2012, is widely considered a failed product for being a half-finished and anti-privacy device.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.