ETV Bharat / bharat

হায়দরাবাদ এনকাউন্টারে মৃত অভিযুক্তদের শব-ব্যবচ্ছেদের নির্দেশ তেলাঙ্গানা হাইকোর্টের - hyderabad encounter case

হায়দরাবাদে এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদের (অটোপসি) নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট । 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে ।

rape
ছবি
author img

By

Published : Dec 21, 2019, 2:45 PM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । আজ এই নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট । আদালতের নির্দেশ, 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে । দিল্লি AIIMS-র ফরেনসিক অফিসাররা অটোপসি করবেন । পুরো অটোপসির ভিডিয়ো করে তা কোর্টে জমা দিতে হবে । অটোপসির পর মৃতদেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । বর্তমানে গান্ধি হাসপাতালে সংরক্ষিত রয়েছে মৃতদেহগুলি ।

হায়দরাবাদে 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে পুলিশ জানায় । এই ঘটনায় অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

5 ডিসেম্বর, পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20) ও চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং 8 ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । 6 ডিসেম্বর তেলাঙ্গানা হাইকোর্ট চার অভিযুক্তের মৃতদেহ 9 ডিসেম্বর (সোমবার) রাত 8টা পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দেয় ৷ আদালতের নির্দেশ ছিল দেহগুলির ময়নাতদন্ত ও অটোপসির ভিডিয়ো রেকর্ড করতে হবে ৷ সোমবার সকাল 10টা 30 মিনিটে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ এদিনই তেলাঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় ৷ 12 ডিসেম্বর হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে । এই কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে । এছাড়া কমিটিতে ছিলেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রেখা বালডোটা ও প্রাক্তন CBI ডিরেক্টর ডি আর কার্তিকেয়ন ।

আরও পড়ুন : অভিযুক্তরা পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করছিল : সজ্জনর

এরপর আজ তেলাঙ্গানা হাইকোর্ট অটোপসি করার নির্দেশ দেয় ।

হায়দরাবাদ, 21 ডিসেম্বর : হায়দরাবাদ গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের শব-ব্যবচ্ছেদ (অটোপসি) করা হোক । আজ এই নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট । আদালতের নির্দেশ, 23 ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে এই অটোপসির কাজ শেষ করতে হবে । দিল্লি AIIMS-র ফরেনসিক অফিসাররা অটোপসি করবেন । পুরো অটোপসির ভিডিয়ো করে তা কোর্টে জমা দিতে হবে । অটোপসির পর মৃতদেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । বর্তমানে গান্ধি হাসপাতালে সংরক্ষিত রয়েছে মৃতদেহগুলি ।

হায়দরাবাদে 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে পুলিশ জানায় । এই ঘটনায় অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

5 ডিসেম্বর, পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20) ও চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং 8 ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । 6 ডিসেম্বর তেলাঙ্গানা হাইকোর্ট চার অভিযুক্তের মৃতদেহ 9 ডিসেম্বর (সোমবার) রাত 8টা পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দেয় ৷ আদালতের নির্দেশ ছিল দেহগুলির ময়নাতদন্ত ও অটোপসির ভিডিয়ো রেকর্ড করতে হবে ৷ সোমবার সকাল 10টা 30 মিনিটে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ এদিনই তেলাঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয় ৷ 12 ডিসেম্বর হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে । এই কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে । এছাড়া কমিটিতে ছিলেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রেখা বালডোটা ও প্রাক্তন CBI ডিরেক্টর ডি আর কার্তিকেয়ন ।

আরও পড়ুন : অভিযুক্তরা পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা করছিল : সজ্জনর

এরপর আজ তেলাঙ্গানা হাইকোর্ট অটোপসি করার নির্দেশ দেয় ।

Mumbai, Dec 21 (ANI): Bollywood celebrities attended the launch of book 'Words Sounds Images: A History of Media and Entertainment in India' in Mumbai. The book has been authored by noted lyricist Amit Khanna. Director Karan Johar, Mahesh Bhatt and lyricist Javed Akhtar attended the book launch. Boney Kapoor, Sudhir Mishra and Kabir Bedi were also among the attendees. A panel discussion was hosted by Karan Johar. The book which provides the history of Indian cinema is a must read for every cinephile.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.