ETV Bharat / bharat

মন্দির-মসজিদে ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখপ্রকাশ কে সি রাওয়ের - কে সি রাও

নতুন বিল্ডিং নির্মাণের জন্য রাজ্য সরকার চলতি মাসের শুরুতেই পুরোনো সেক্রেটারিয়েট কমপ্লেক্স ভেঙে ফেলার কাজ শুরু করে । সেই কাজ চলাকালীন কমপ্লেক্সের মন্দির ও মসজিদে ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখপ্রকাশ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ।

building demolition
K C Rao
author img

By

Published : Jul 11, 2020, 6:43 AM IST

Updated : Jul 11, 2020, 6:55 AM IST

হায়দরাবাদ, 10 জুলাই : পুরোনো ও বিপজ্জনক বাড়ি ভাঙার সময় সেক্রেটারিয়েট কমপ্লেক্সের মন্দির ও মসজিদে ক্ষয়ক্ষতির ঘটনায় শুক্রবার দুঃখপ্রকাশ করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । অন্যদিকে, বড় জায়গায় একটি মন্দির ও মসজিদ গড়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি ।

মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, "পুরোনো বহুতলগুলি ভেঙে ফেলার সময় ওই ধ্বংসস্তূপ পড়ে মন্দির ও মসজিদের ক্ষতি হয়েছে । যা হওয়া উচিত ছিল না । আমি দুঃখিত । মন্দির ও মসজিদের কোনও ক্ষয়ক্ষতি না করেই পুরোনো বহুতলগুলি ভেঙে নতুন আবাসন গড়তে চায় সরকার ।''

কোটি টাকা খরচ হলেও আরও বড় জায়গায় একটি নতুন মন্দির ও মসজিদ গড়়ে দেওয়া হবে বলেও জানান তিনি । এ'বিষয়ে মন্দির ও মসজিদ কর্তৃপক্ষের মতামত চেয়ে শীঘ্রই একটি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী । নতুন সেক্রেটারিয়েট কমপ্লেক্সের সঙ্গেই মন্দির ও মসজিদ গড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি । “তেলাঙ্গানা একটি ধর্মনিরপেক্ষ রাজ্য । যাই হোক না কেন এর তাৎপর্য অটুুুট থাকবে । এই ঘটনা অপ্রত্যাশিত ।” বলেন মুখ্যমন্ত্রী কে সি রাও ।

তেলাঙ্গানার প্রবীণ কংগ্রেস নেতা মহম্মদ আলি শাব্বির এর আগে অভিযোগ করেন, “সেক্রেটারিয়েট কমপ্লেক্সে ধর্মীয়স্থানগুলি ধ্বংস করা হচ্ছে এবং পুরোনো ভবনগুলিও ভেঙে ফেলা হয়েছে ।” এরপরই আজ মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতিতে এই কথা জানান চন্দ্রশেখর রাও । একটি নতুন বিল্ডিং নির্মাণের জন্য রাজ্য সরকার চলতি মাসের শুরুতেই পুরোনো সেক্রেটারিয়েট কমপ্লেক্স ভেঙে ফেলার কাজ শুরু করে । এর কয়েকদিন পরে নতুন সেক্রেটারিয়েট কমপ্লেক্স গঠন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে তেলাঙ্গানা হাইকোর্ট ।

হায়দরাবাদ, 10 জুলাই : পুরোনো ও বিপজ্জনক বাড়ি ভাঙার সময় সেক্রেটারিয়েট কমপ্লেক্সের মন্দির ও মসজিদে ক্ষয়ক্ষতির ঘটনায় শুক্রবার দুঃখপ্রকাশ করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । অন্যদিকে, বড় জায়গায় একটি মন্দির ও মসজিদ গড়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি ।

মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, "পুরোনো বহুতলগুলি ভেঙে ফেলার সময় ওই ধ্বংসস্তূপ পড়ে মন্দির ও মসজিদের ক্ষতি হয়েছে । যা হওয়া উচিত ছিল না । আমি দুঃখিত । মন্দির ও মসজিদের কোনও ক্ষয়ক্ষতি না করেই পুরোনো বহুতলগুলি ভেঙে নতুন আবাসন গড়তে চায় সরকার ।''

কোটি টাকা খরচ হলেও আরও বড় জায়গায় একটি নতুন মন্দির ও মসজিদ গড়়ে দেওয়া হবে বলেও জানান তিনি । এ'বিষয়ে মন্দির ও মসজিদ কর্তৃপক্ষের মতামত চেয়ে শীঘ্রই একটি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী । নতুন সেক্রেটারিয়েট কমপ্লেক্সের সঙ্গেই মন্দির ও মসজিদ গড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি । “তেলাঙ্গানা একটি ধর্মনিরপেক্ষ রাজ্য । যাই হোক না কেন এর তাৎপর্য অটুুুট থাকবে । এই ঘটনা অপ্রত্যাশিত ।” বলেন মুখ্যমন্ত্রী কে সি রাও ।

তেলাঙ্গানার প্রবীণ কংগ্রেস নেতা মহম্মদ আলি শাব্বির এর আগে অভিযোগ করেন, “সেক্রেটারিয়েট কমপ্লেক্সে ধর্মীয়স্থানগুলি ধ্বংস করা হচ্ছে এবং পুরোনো ভবনগুলিও ভেঙে ফেলা হয়েছে ।” এরপরই আজ মুখ্যমন্ত্রীর অফিসের তরফে একটি বিবৃতিতে এই কথা জানান চন্দ্রশেখর রাও । একটি নতুন বিল্ডিং নির্মাণের জন্য রাজ্য সরকার চলতি মাসের শুরুতেই পুরোনো সেক্রেটারিয়েট কমপ্লেক্স ভেঙে ফেলার কাজ শুরু করে । এর কয়েকদিন পরে নতুন সেক্রেটারিয়েট কমপ্লেক্স গঠন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে তেলাঙ্গানা হাইকোর্ট ।

Last Updated : Jul 11, 2020, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.