ETV Bharat / bharat

"ডবল ইঞ্জিন"-এর বিরুদ্ধে কড়া টক্কর, তেজস্বীর নেতৃত্বেই বিহারের একক বৃহত্তম দল RJD

author img

By

Published : Nov 11, 2020, 12:48 PM IST

"ডবল ইঞ্জিন"-এর সঙ্গে সমানে সমানে লড়াই করে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে RJD । 75টি আসন পেয়েছে তারা ।

Tejashwi Yadav
Tejashwi Yadav

পটনা, 11 নভেম্বর : প্রচারে পাশে পাননি বাবাকে । একাই একের পর এক সভা করেছেন । একদিনে 17টি সভা করে রেকর্ড করেছেন । "ডবল ইঞ্জিন"-এর বিরুদ্ধে লড়াইয়ে মহাজোটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । এত কিছুর পর ক্ষমতায় আসতে না পারলেও তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে RJD ।

বাবার ছায়া থেকে বের হয়ে এসেছেন । নিজে হাতে তুলে নিয়েছেন দায়িত্ব । আর তা পালনে যে তিনি সফল তা প্রমাণ করে দিল বিহারের ফলাফল । নিঃসন্দেহে বিহার নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ তেজস্বীই ।

রাজ্যে 75টি আসন পেয়েছে RJD ৷ তা সত্ত্বেও ক্ষমতায় আসার মতো আসন পায়নি মহাজোট । এরজন্য অনেকেই কংগ্রেসের পারফরম্যান্সকে দায়ি করছেন । বামেরা অপ্রত্যাশিত ভালো ফল করলেও কংগ্রেস পেয়েছে মাত্র 19টি আসন ।

BJP যতই তাঁকে জঙ্গলের যুবরাজ বলে কটাক্ষ করুক না কেন তিনি দমে যাননি । প্রচার ময়দানে মারকাটারি ইনিংস খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার । বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রে 38 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি ।

2010 সালে RJD-র হয়ে প্রথম প্রচারে দেখা যায় তেজস্বী যাদবকে । নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীত্বেই 2015 থেকে 2017 সাল পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি । 2015-র বিধানসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে রাঘোপুর কেন্দ্র থেকেই ভোটে লড়েন এবং জিতেও যান । 2008 সালে IPL-এ দিল্লি ডেয়ারডেভিলস দলে ছিলেন । 2013 সালে ক্রিকেট থেকে অবসর নেন ।

পটনা, 11 নভেম্বর : প্রচারে পাশে পাননি বাবাকে । একাই একের পর এক সভা করেছেন । একদিনে 17টি সভা করে রেকর্ড করেছেন । "ডবল ইঞ্জিন"-এর বিরুদ্ধে লড়াইয়ে মহাজোটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । এত কিছুর পর ক্ষমতায় আসতে না পারলেও তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহারে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে RJD ।

বাবার ছায়া থেকে বের হয়ে এসেছেন । নিজে হাতে তুলে নিয়েছেন দায়িত্ব । আর তা পালনে যে তিনি সফল তা প্রমাণ করে দিল বিহারের ফলাফল । নিঃসন্দেহে বিহার নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ তেজস্বীই ।

রাজ্যে 75টি আসন পেয়েছে RJD ৷ তা সত্ত্বেও ক্ষমতায় আসার মতো আসন পায়নি মহাজোট । এরজন্য অনেকেই কংগ্রেসের পারফরম্যান্সকে দায়ি করছেন । বামেরা অপ্রত্যাশিত ভালো ফল করলেও কংগ্রেস পেয়েছে মাত্র 19টি আসন ।

BJP যতই তাঁকে জঙ্গলের যুবরাজ বলে কটাক্ষ করুক না কেন তিনি দমে যাননি । প্রচার ময়দানে মারকাটারি ইনিংস খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার । বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রে 38 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি ।

2010 সালে RJD-র হয়ে প্রথম প্রচারে দেখা যায় তেজস্বী যাদবকে । নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীত্বেই 2015 থেকে 2017 সাল পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি । 2015-র বিধানসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে রাঘোপুর কেন্দ্র থেকেই ভোটে লড়েন এবং জিতেও যান । 2008 সালে IPL-এ দিল্লি ডেয়ারডেভিলস দলে ছিলেন । 2013 সালে ক্রিকেট থেকে অবসর নেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.