হরিদ্বার, 24 জানুয়ারি : তাজা প্রাণের ঝুঁকি নেওয়ার স্পর্ধাই পেল স্বীকৃতি । আগামীর সামনে উদাহরণ রেখে রাজপাট সামলালেন সৃষ্টি । হোক না একদিনের জন্য । তাতে কী ? তাঁর যে আঠারো বছর বয়স ! মাথা উঁচু করে দেখিয়ে দিলেন, মেয়েরাও পারে ।
জাতীয় কন্যাসন্তান দিবসে উত্তরাখণ্ড সরকারের মুখ্যমন্ত্রী হলেন সৃষ্টি গোস্বামী । দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিভিন্ন চলতি সরকারি প্রকল্পের রিপোর্টের পর্যালোচনা করলেন হরিদ্বারের এই যুবতি । কৃষিবিদ্যা নিয়ে রুরকির স্নাতক স্তরের ছাত্রী সৃষ্টি গোস্বামীকে জাতীয় কন্যাসন্তান দিবসে একদিনের জন্য মুখ্য়মন্ত্রীর আসনে বসানোর সিদ্ধান্ত নেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত ।
মুখ্যমন্ত্রীর পদে বসার আগে উত্তরাখণ্ড সরকারের অধীনে বিভিন্ন বিভাগের কর্তারা তাঁদের পরিকল্পনার বিষয়ে পাঁচ মিনিট করে বলেন । এই কর্মসূচিতে সমস্ত শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন । চিলড্রেন'স অ্যাসেম্বলি বসার আগেই উত্তরাখণ্ড শিশু অধিকার সংরক্ষণ কমিশন মুখ্যসচিবকে একটি চিঠি দেয় । উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৃষ্টি জানান, জনগণের কল্যাণে কাজ করার উদ্দেশে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন ।
আরও পড়ুন : জাতীয় কন্যাসন্তান দিবসে কেন্দ্রের প্রকল্পের গুণগান মোদির, কন্যাশ্রীর জয়গান মমতার
আর বাস্তবের 'নায়ক' (অনিল কাপুর অভিনীত হিন্দি চলচ্চিত্র) হতে পেরে খুশি সৃষ্টিও ।
এদিকে জাতীয় কন্য়াসন্তান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জাতীয় কন্য়াসন্তান দিবসে টুইট করে, দেশের মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা সকলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, আজ টুইটে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরেন মমতা ।