দিল্লি, 24 জুলাই : দক্ষিণ দিল্লির ছত্তরপুরে একটি কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক 14 বছর বয়সী কিশোরী ওই সেন্টারে চিকিৎসাধীন এক 19 বছরের যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে । জানা গেছে,ঘটনার সময় আরও এক চিকিৎসাধীন 19 বছরের যুবক মোবাইল ফোনে তাদের অশ্লীল ছবি তুলছিল। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত দুইজনই কোরোনা পজ়়িটিভ হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
জানা গেছে, 15 জুলাই রাতে মেয়েটিকে ওই সংশ্লিষ্ট কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করকরে অভিযুক্ত যুবকটি। আআর অপর অভিযুক্ত মোবাইলে তাদের দুই জনের অশ্লীল ছবি তুলছিল। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের DSP পরবিন্দর সিং বলেন, "আমরা দুই জন অভিযুক্তকে POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হবে। এক সাক্ষাৎকারে তিনি জানান, "সাধারণত কোভিড -19 কেন্দ্রে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। তবে এখানে, এই প্রোটোকলগুলি অনুসরণ করা হয়নি কেন, সেটার জিজ্ঞাসাবাদ চলছে। সুরক্ষারক্ষীদের জেরা করা হচ্ছে ঘটনাটি সময় তারা কোথায় ছিল। বিষয়টিকে আমরা খতিয়ে দেখছি। "
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) এর দ্বারা এই কেন্দ্র পরিচালিত হয়। এই কেন্দ্রে বিশেষত্ব তাদেরকেই ভরতি করা হয় যারা কোরোনা পজ়িটিভ অথচ উপসর্গহীন । পুলিশ জানিয়েছে, সামনের একটি বস্তিতে অভিযোগকারী কিশোরীর বাড়ি । বেশকিছু দিনদিন আগে সে এই কোভিড সেন্টারে আসে ওই কিশোরীর এক আত্মীয় সংশ্লিষ্ট সেন্টারটিতে ভরতি । কিশোরীটি ঘটনাটি তার ওই আত্মীয়কে প্রথমে জানায়। পরে বিষয়টি ওই আত্মীয় ITBP-র এক কর্মকর্তাকে জানিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ওই দু'জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 376 ধারা (যৌন নিপীড়নের শাস্তি) এবং যৌন অপরাধ থেকে শিশু নির্যাতন সুরক্ষা আইন(POCSO) মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার পরে দু'জন বিচারাধীন অভিযুক্তকে অন্য একটি কেন্দ্রে পাঠানো হয়েছে । অভিযোগকারী কিশোরীকে অন্য কোভিড কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে । বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।