ETV Bharat / bharat

লক্ষ্মণ রাও : যিনি চা বিক্রেতা তিনিই বেস্টসেলার লেখক ! - বেস্ট সেলার লেখক

দিল্লি শহরের ফুটপাথে খোলা আকাশের নিচে চায়ের দোকান লক্ষ্মণ রাওয়ের ৷ আর প্রকাশিত গ্রন্থের সংখ্যা 24 ৷

tea-seller-bestseller-author-lakshman-rao
tea-seller-bestseller-author-lakshman-rao
author img

By

Published : Oct 10, 2020, 7:01 AM IST

তিনি চা বিক্রেতা ৷ তিনি অ্যামাজনের মতো অনলাইন বই বাজারের বেস্টসেলার লেখকও বটে ৷ নিশ্চয়ই অবাক হচ্ছেন ! অবাক হওয়ারই কথা ৷ তবে, লক্ষ্মণ রাও চা বিক্রেতা হলেও আর পাঁচজন চা বিক্রেতার সঙ্গে বিস্তর অমিল রয়েছে ৷ দেশের বই বাজারের প্রকাশকরা অবশ্য লক্ষ্মণকে পাত্তা দেননি ৷ আর সেই মানুষটাই অ্যামাজনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ৷

দিল্লি শহরে ফুটপাথে খোলা আকাশের নিচে চায়ের দোকান লক্ষ্মণ রাওয়ের ৷ অন্যদিকে এই লেখকের এখনও পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা 24 ৷ 24টি উপন্যাস লিখেছেন লক্ষ্মণ রাও ৷ অনলাইন বাজার ছাড়াও চায়ের দোকানে বিক্রি হয় চা-ওয়ালার বই ৷

মহারাষ্ট্রের কৃষক পরিবারে জন্ম লক্ষ্মণ রাওয়ের ৷ হিন্দি ভাষায় স্নাতক ৷ দূর শিক্ষণে স্নাতোকত্তর করেন ৷ দিল্লি আসেন 1975 সাল নাগাদ ৷ চোখে ছিল লেখক হওয়ার স্বপ্ন ৷ শুনেছিলেন দিল্লিতে হিন্দি বইয়ের অনেক প্রকাশক, বই ছাপতে অসুবিধা হবে না ৷ যদিও ভাগ্যের পরিহাসে তাঁর কপাল থেকে চা-ওয়ালা পরিচয় মুছছিল না কিছুতেই ৷ নাকউঁচু প্রকাশকরা বারবার ফিরিয়ে দিচ্ছিল ৷ এমত অবস্থায় 1979 নাগাদ টাকা জমিয়ে নিজেই নিজের বই প্রকাশ করেন ৷ 1992 সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস "রামদাস" ৷ যে বই পাঠকের ভালো লাগে, বিক্রি হয় দ্রুত ৷ এমনকী পাঠকের চাহিদায় দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ৷ বর্তমানে বাজারে রয়েছে "রামদাস"-এর তৃতীয় সংস্করণ ৷ এখনও অবধি বইটির 4 হাজার কপি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে ৷ অ্যামাজনেও লক্ষ্মণ রাওয়ের বইগুলির মধ্যে "রামদাস"-এর বিক্রিই সবচেয়ে বেশি ৷

লক্ষ্মণ রাও নরেন্দ্র মোদির মতো চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পারেননি বটে, তবে ইতিমধ্যে বহু পুরস্কার জিতেছেন ৷ বিশেষ সম্মান পেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছ থেকে ৷ শোনা যায়, যুবক বয়সে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৷

তিনি চা বিক্রেতা ৷ তিনি অ্যামাজনের মতো অনলাইন বই বাজারের বেস্টসেলার লেখকও বটে ৷ নিশ্চয়ই অবাক হচ্ছেন ! অবাক হওয়ারই কথা ৷ তবে, লক্ষ্মণ রাও চা বিক্রেতা হলেও আর পাঁচজন চা বিক্রেতার সঙ্গে বিস্তর অমিল রয়েছে ৷ দেশের বই বাজারের প্রকাশকরা অবশ্য লক্ষ্মণকে পাত্তা দেননি ৷ আর সেই মানুষটাই অ্যামাজনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ৷

দিল্লি শহরে ফুটপাথে খোলা আকাশের নিচে চায়ের দোকান লক্ষ্মণ রাওয়ের ৷ অন্যদিকে এই লেখকের এখনও পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা 24 ৷ 24টি উপন্যাস লিখেছেন লক্ষ্মণ রাও ৷ অনলাইন বাজার ছাড়াও চায়ের দোকানে বিক্রি হয় চা-ওয়ালার বই ৷

মহারাষ্ট্রের কৃষক পরিবারে জন্ম লক্ষ্মণ রাওয়ের ৷ হিন্দি ভাষায় স্নাতক ৷ দূর শিক্ষণে স্নাতোকত্তর করেন ৷ দিল্লি আসেন 1975 সাল নাগাদ ৷ চোখে ছিল লেখক হওয়ার স্বপ্ন ৷ শুনেছিলেন দিল্লিতে হিন্দি বইয়ের অনেক প্রকাশক, বই ছাপতে অসুবিধা হবে না ৷ যদিও ভাগ্যের পরিহাসে তাঁর কপাল থেকে চা-ওয়ালা পরিচয় মুছছিল না কিছুতেই ৷ নাকউঁচু প্রকাশকরা বারবার ফিরিয়ে দিচ্ছিল ৷ এমত অবস্থায় 1979 নাগাদ টাকা জমিয়ে নিজেই নিজের বই প্রকাশ করেন ৷ 1992 সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস "রামদাস" ৷ যে বই পাঠকের ভালো লাগে, বিক্রি হয় দ্রুত ৷ এমনকী পাঠকের চাহিদায় দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ৷ বর্তমানে বাজারে রয়েছে "রামদাস"-এর তৃতীয় সংস্করণ ৷ এখনও অবধি বইটির 4 হাজার কপি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে ৷ অ্যামাজনেও লক্ষ্মণ রাওয়ের বইগুলির মধ্যে "রামদাস"-এর বিক্রিই সবচেয়ে বেশি ৷

লক্ষ্মণ রাও নরেন্দ্র মোদির মতো চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পারেননি বটে, তবে ইতিমধ্যে বহু পুরস্কার জিতেছেন ৷ বিশেষ সম্মান পেয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছ থেকে ৷ শোনা যায়, যুবক বয়সে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.