ETV Bharat / bharat

NRC-তে অনেক বাঙালি হিন্দু নেই, জবাব দিতে হবে BJP-কে : তরুণ গগৈ - bjp

ভারতের অনেক প্রকৃত নাগরিক, বিশেষ করে বাঙালি হিন্দুরা বাদ পড়েছে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি থেকে, অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ।

NRC-তে অনেক বাঙালি হিন্দু নেই, জবাব দিতে হবে BPJ-কে : তরুণ গগৈ
author img

By

Published : Aug 31, 2019, 5:32 PM IST

Updated : Aug 31, 2019, 5:55 PM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লাখের বেশি আবেদনকারীর মধ্যে রয়েছে ভারতের অনেক প্রকৃত নাগরিক, বিশেষ করে বাঙালি হিন্দু । চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর আজ এ কথা বলেন কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । এই বিষয়ে BJP-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে গগৈ বলেন, "কী কারণে এমনটা হল, তার জবাব BJP-কেই দিতে হবে ।"

আজ জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, "যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে, এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?"

এই বিষয়ে গগৈ বলেন, "BJP এখন কাঁদছে । তাহলে সঠিক ভাবে NRC তৈরির দায়িত্ব কার ? রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করেছে । আমাদের এই বিষয়ে অবস্থান স্পষ্ট । হিন্দু হোক বা মুসলমান, কোনও বিদেশিকেই নাগরিকপঞ্জিভুক্ত করা যাবে না । কিন্তু হয়েছে উলটো । প্রচুর ভূমিপুত্রর নাম বাদ গেছে । এটা কীভাবে হতে পারে? আমাদের আর এই NRC-তে আগ্রহ নেই ।"

জাতীয় নাগরিকপঞ্জির খসড়া পেশের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল সমালোচনা । অসমে বিরোধীরা সরকারের কাছে এ নিয়ে জবাব চেয়েছিল । আজ চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর অসমে বিরোধীদের পাশাপাশি শাসকদলের অভ্যন্তরেও এনিয়ে প্রশ্ন উঠেছে ।

গুয়াহাটি, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লাখের বেশি আবেদনকারীর মধ্যে রয়েছে ভারতের অনেক প্রকৃত নাগরিক, বিশেষ করে বাঙালি হিন্দু । চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর আজ এ কথা বলেন কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । এই বিষয়ে BJP-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে গগৈ বলেন, "কী কারণে এমনটা হল, তার জবাব BJP-কেই দিতে হবে ।"

আজ জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, "যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে, এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?"

এই বিষয়ে গগৈ বলেন, "BJP এখন কাঁদছে । তাহলে সঠিক ভাবে NRC তৈরির দায়িত্ব কার ? রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করেছে । আমাদের এই বিষয়ে অবস্থান স্পষ্ট । হিন্দু হোক বা মুসলমান, কোনও বিদেশিকেই নাগরিকপঞ্জিভুক্ত করা যাবে না । কিন্তু হয়েছে উলটো । প্রচুর ভূমিপুত্রর নাম বাদ গেছে । এটা কীভাবে হতে পারে? আমাদের আর এই NRC-তে আগ্রহ নেই ।"

জাতীয় নাগরিকপঞ্জির খসড়া পেশের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল সমালোচনা । অসমে বিরোধীরা সরকারের কাছে এ নিয়ে জবাব চেয়েছিল । আজ চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর অসমে বিরোধীদের পাশাপাশি শাসকদলের অভ্যন্তরেও এনিয়ে প্রশ্ন উঠেছে ।

Mumbai, Aug 31 (ANI): Much-awaited Prabhas and Shraddha Kapoor starrer 'Saaho' has finally hit the theatres. The film is getting phenomenal reviews from the moviegoers. One of the moviegoers said that the movie is mind blowing and he liked Prabhas the most. Other one said, "Movie is amazing and is really unique. It was a good experience to watch it. Everyone gave the best performance. Chunkey Panday's character is amazing and Shraddha Kapoor looked so gorgeous. The movie gave the feel of a Hollywood movie. Even after interval, it became more amazing." Other felt that the movie should never end and appreciated the level of suspense the movie created throughout. One of the moviegoers called it better than 'Hollywood movie' and said, "It was really fun to watch the movie and it seems like some Hollywood movie or may be better than Hollywood movie. Story-wise, it may be weak but overall was good."

Last Updated : Aug 31, 2019, 5:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.