গুয়াহাটি, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লাখের বেশি আবেদনকারীর মধ্যে রয়েছে ভারতের অনেক প্রকৃত নাগরিক, বিশেষ করে বাঙালি হিন্দু । চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর আজ এ কথা বলেন কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । এই বিষয়ে BJP-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে গগৈ বলেন, "কী কারণে এমনটা হল, তার জবাব BJP-কেই দিতে হবে ।"
আজ জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, "যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে, এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?"
এই বিষয়ে গগৈ বলেন, "BJP এখন কাঁদছে । তাহলে সঠিক ভাবে NRC তৈরির দায়িত্ব কার ? রাজ্য সরকার এই তালিকা প্রকাশ করেছে । আমাদের এই বিষয়ে অবস্থান স্পষ্ট । হিন্দু হোক বা মুসলমান, কোনও বিদেশিকেই নাগরিকপঞ্জিভুক্ত করা যাবে না । কিন্তু হয়েছে উলটো । প্রচুর ভূমিপুত্রর নাম বাদ গেছে । এটা কীভাবে হতে পারে? আমাদের আর এই NRC-তে আগ্রহ নেই ।"
জাতীয় নাগরিকপঞ্জির খসড়া পেশের পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল সমালোচনা । অসমে বিরোধীরা সরকারের কাছে এ নিয়ে জবাব চেয়েছিল । আজ চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর অসমে বিরোধীদের পাশাপাশি শাসকদলের অভ্যন্তরেও এনিয়ে প্রশ্ন উঠেছে ।