ETV Bharat / bharat

কোরোনা গাইডলাইন মেনে খুলল তাজমহল

প্রতি বছর প্রায় 7 মিলিয়ন মানুষ আসেন তাজমহল দর্শনে । যার মধ্যে একটা বড় অংশের বিদেশি রয়েছে ।

Taj Mahal
Taj Mahal
author img

By

Published : Sep 21, 2020, 5:59 PM IST

দিল্লি, 21 সেপ্টেম্বর : কোরোনা প্রটোকল মেনে আজ থেকে খুলল তাজমহল । প্রতিদিন 5 হাজার দর্শনার্থীর প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে । আজ থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে, বন্ধ রাখা হয়েছে টিকিট কাউন্টারগুলি । অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় গত প্রায় 6 মাস বন্ধ ছিল ঐতিহাসিক এই স্থানগুলি । মার্চের 17 তারিখ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । এক আধিকারিক জানান, " কেন্দ্রের তরফে কোরোনার যে সমস্ত বিধি-নিষেধ দেওয়া হয়েছে তা মেনেই খোলা হয়েছে তাজমহল । সামাজিক দূরত্ব মানা হচ্ছে । মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে হাত স্যানিটাইজ় করাও । "

এদিন তাজমহলে আসা এক দর্শনার্থী বলেন, "এই প্রথমবার 6 মাসের বেশি তাজমহল বন্ধ থাকল । আমরা এই পরিবর্তনের সাক্ষ্য থাকলাম । নিউ নর্মালের যা নিয়ম আছে তা আমাদের ভালোর জন্য । আমি অনলাইনে টিকিট কেটে পরিবারকে নিয়ে আজ এখানে ঘুরতে এসেছি । বেশ ভালো লাগছে নতুন নিয়ম দেখে ।" প্রতিবছর প্রায় 7 মিলিয়ন মানুষ আসেন তাজমহল দর্শনে । যার মধ্যে একটা বড় অংশ রয়েছে বিদেশি ।

প্রসঙ্গত, কোরোনা সংক্রমণে দেশের মধ্যে 5 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ । প্রায় 3.48 লাখ মানুষ আক্রান্ত এই ভাইরাসে ।

দিল্লি, 21 সেপ্টেম্বর : কোরোনা প্রটোকল মেনে আজ থেকে খুলল তাজমহল । প্রতিদিন 5 হাজার দর্শনার্থীর প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে । আজ থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে, বন্ধ রাখা হয়েছে টিকিট কাউন্টারগুলি । অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে ।

কোরোনা মোকাবিলায় গত প্রায় 6 মাস বন্ধ ছিল ঐতিহাসিক এই স্থানগুলি । মার্চের 17 তারিখ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । এক আধিকারিক জানান, " কেন্দ্রের তরফে কোরোনার যে সমস্ত বিধি-নিষেধ দেওয়া হয়েছে তা মেনেই খোলা হয়েছে তাজমহল । সামাজিক দূরত্ব মানা হচ্ছে । মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে হাত স্যানিটাইজ় করাও । "

এদিন তাজমহলে আসা এক দর্শনার্থী বলেন, "এই প্রথমবার 6 মাসের বেশি তাজমহল বন্ধ থাকল । আমরা এই পরিবর্তনের সাক্ষ্য থাকলাম । নিউ নর্মালের যা নিয়ম আছে তা আমাদের ভালোর জন্য । আমি অনলাইনে টিকিট কেটে পরিবারকে নিয়ে আজ এখানে ঘুরতে এসেছি । বেশ ভালো লাগছে নতুন নিয়ম দেখে ।" প্রতিবছর প্রায় 7 মিলিয়ন মানুষ আসেন তাজমহল দর্শনে । যার মধ্যে একটা বড় অংশ রয়েছে বিদেশি ।

প্রসঙ্গত, কোরোনা সংক্রমণে দেশের মধ্যে 5 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ । প্রায় 3.48 লাখ মানুষ আক্রান্ত এই ভাইরাসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.