দিল্লি, 28 মে : তাবলিঘির জামাতের ঘটনায় আরও 12টি নতুন চার্জশিট ফাইল করবে দিল্লি পুলিশের ক্রাইম বাঞ্চ । 536 জন বিদেশির বিরুদ্ধে আজ সকেট কোর্টে এই 12টি চার্জশিট ফাইল করা হবে । দিল্লির নিজ়ামউদ্দিনে তাবলিঘি জামাতের সঙ্গে এঁদের যোগ রয়েছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ।
এই 536 জন তিনটি দেশের নাগরিক । ইতিমধ্যেই 374 জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে 35টি চার্জশিট ফাইল করেছে দিল্লি পুলিশ । ভিসার নিয়ম লঙ্ঘন করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে । কেন্দ্রের তরফে তাঁদের ভিসা বাতিল করা হয়েছে এবং ব্ল্যাকলিস্টেড করা হয়েছে । অভিযোগ, এপিডেমিক ডিজ়িজ় অ্যাক্টের আইন লঙ্ঘন করেছেন এঁরা । পাশাপাশি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে । 144 ধারার নিষেধাজ্ঞাও মানেননি এই অভিযুক্তরা ।
দিল্লি পুলিশের বিবৃতি অনুযায়ী, “ভারতীয় দণ্ডবিধির 269 ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাঁদের এই ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে । কোয়ারানটিনের নিয়ম ভাঙার জন্য ভারতীয় দণ্ডবিধির 271 ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ।”