ETV Bharat / bharat

সুইডিস রাজ দম্পতি ভারসোভা সমুদ্র তট পরিষ্কার করলেন - সুইডিস রাজ দম্পতি ভারসোভা সমুদ্র তট পরিস্কারে সাহায্য করবেন

সমুদ্র তটে গিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁরা এলাকাটি পরিষ্কারের পরিকল্পনা করেন । তাঁদের এলাকার সমস্যাগুলো বুঝিয়ে বলেন মুম্বইয়ের পরিবেশবিদ তথা আইনজীবি আফরোজ শাহ ।

Versova Beach
ভারসোভা তট
author img

By

Published : Dec 4, 2019, 3:15 PM IST

মুম্বই, ৪ ডিসেম্বর : সুইডিস রাজ দম্পতি মঙ্গলবার মুম্বইয়ের সমুদ্র তট পরিষ্কারে সাহায্য করলেন । সুইডিস রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং তাঁর পত্নী রানি সিলভিয়া 5 দিনের ভারত সফরে এসেছেন । তাঁরা আজ মুম্বইয়ে ভারসোভা সমুদ্র তট পরিদর্শনে যান । সেখানে সমুদ্র তটে আবর্জনা দেখে তা পরিষ্কার করতে শুরু করেন তাঁরা ।


সমুদ্র তটে গিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁরা এলাকাটি পরিষ্কারের পরিকল্পনা করেন । তাঁদের এলাকার সমস্যাগুলো বুঝিয়ে বলেন মুম্বইয়ের পরিবেশবিদ তথা আইনজীবি আফরোজ শাহ ।

বছর দুই আগে আফরোজ একাই এই তট পরিষ্কার করতে শুরু করেন । তারপর এখন এই তট পরিষ্কার করতে প্রায় 12 হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন । স্বেচ্ছাসেবকদের এই কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।


সোমবার দিল্লি বিমানবন্দরে নেমে সুইডিস রাজ দম্পতি নিজেরাই তাঁদের জিনিসপত্র বহন করেন । তাঁরা মুম্বইয়ের রাজ্যপাল ভগত সিং কোশারির সঙ্গেও দেখা করেন ।

মুম্বই, ৪ ডিসেম্বর : সুইডিস রাজ দম্পতি মঙ্গলবার মুম্বইয়ের সমুদ্র তট পরিষ্কারে সাহায্য করলেন । সুইডিস রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং তাঁর পত্নী রানি সিলভিয়া 5 দিনের ভারত সফরে এসেছেন । তাঁরা আজ মুম্বইয়ে ভারসোভা সমুদ্র তট পরিদর্শনে যান । সেখানে সমুদ্র তটে আবর্জনা দেখে তা পরিষ্কার করতে শুরু করেন তাঁরা ।


সমুদ্র তটে গিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁরা এলাকাটি পরিষ্কারের পরিকল্পনা করেন । তাঁদের এলাকার সমস্যাগুলো বুঝিয়ে বলেন মুম্বইয়ের পরিবেশবিদ তথা আইনজীবি আফরোজ শাহ ।

বছর দুই আগে আফরোজ একাই এই তট পরিষ্কার করতে শুরু করেন । তারপর এখন এই তট পরিষ্কার করতে প্রায় 12 হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন । স্বেচ্ছাসেবকদের এই কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।


সোমবার দিল্লি বিমানবন্দরে নেমে সুইডিস রাজ দম্পতি নিজেরাই তাঁদের জিনিসপত্র বহন করেন । তাঁরা মুম্বইয়ের রাজ্যপাল ভগত সিং কোশারির সঙ্গেও দেখা করেন ।

New Delhi, Dec 04 (ANI): Equity benchmark indices were largely flat during early hours on Wednesday following gloomy global trends after US President Donald Trump said a trade deal with China may have to wait until after the 2020 presidential election. At 10:15 am, the BSE S-P Sensex was up by 90 points to 40,766 while the Nifty 50 edged higher by 20 points at 12,014. Except for Nifty metal which slipped by nearly 1 per cent, all other sectoral indices at the National Stock Exchange were in the green with thin margins.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.