ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে BJP-র শীর্ষ স্থানীয় নেতাকে গুলি করে খুন - বান্ডিপুরা

রাজ্যের শীর্ষ স্থানীয় নেতা ওয়াসিম আহমেদ বারি ও তাঁর বাবা আর ভাইকে গুলি করে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী ৷

image
শীর্ষ স্থানীয় নেতাকে গুলি করে খুন
author img

By

Published : Jul 8, 2020, 10:29 PM IST

বান্ডিপুরা, (জম্মু ও কাশ্মীর), 8 জুলাই : বাড়ির সামনেই খুন BJP নেতা ৷ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা রাজ্যের শীর্ষ স্থানীয় নেতা ওয়াসিম আহমেদ বারি ও তাঁর বাবা আর ভাইকে গুলি করে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে বান্দিপোরায় তাঁর বাড়ির সামনে ৷

আহমেদ বারির বাড়িটি বান্দিপোরা পুলিশ স্টেশনের একেবারে বিপরীত দিকে ৷ তাই সন্ধ্যায় থানার এত কাছে গুলি করে হত্যা করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

BJP-র শীর্ষ স্থানীয় নেতাকে গুলি করে খুন

ঘটনার পরই দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু হাসপাতালে তিন জনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷

পুলিশ জানিয়েছে, আহমেদ বারি, তাঁর বাবা বশির আহমেদ, ও ভাই উমর বারিকে তাঁদের বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে ৷

বান্ডিপুরা, (জম্মু ও কাশ্মীর), 8 জুলাই : বাড়ির সামনেই খুন BJP নেতা ৷ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা রাজ্যের শীর্ষ স্থানীয় নেতা ওয়াসিম আহমেদ বারি ও তাঁর বাবা আর ভাইকে গুলি করে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে বান্দিপোরায় তাঁর বাড়ির সামনে ৷

আহমেদ বারির বাড়িটি বান্দিপোরা পুলিশ স্টেশনের একেবারে বিপরীত দিকে ৷ তাই সন্ধ্যায় থানার এত কাছে গুলি করে হত্যা করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

BJP-র শীর্ষ স্থানীয় নেতাকে গুলি করে খুন

ঘটনার পরই দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু হাসপাতালে তিন জনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷

পুলিশ জানিয়েছে, আহমেদ বারি, তাঁর বাবা বশির আহমেদ, ও ভাই উমর বারিকে তাঁদের বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.