দিল্লি , 16 অক্টোবর : কাশ্মীরের বর্তমান পরিস্থিতে নীরব কেন্দ্র ৷ গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্টের নির্দেশকেও ৷ এই নিয়ে আজ অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ কেন্দ্রের সব পদক্ষেপ মেনে নেওয়া হবে না ৷ আদালতকে এত সহজভাবে নেওয়ার কারণ নেই , কেন্দ্রকে সাফ জানাল সুপ্রিম কোর্ট ৷
দীর্ঘদিন কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কেন? প্রায় বন্দী-দশায় কেন কাশ্মীর? এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে কেন্দ্রকে ৷ জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷ নির্দেশ ছিল আজই তাদের পদক্ষেপের পক্ষে হলফনামা জমা দিতে হবে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারকে৷ কিন্তু সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানেনি কেন্দ্র ৷ আজ শুনানি শুরু হলেও হলফনামা জমা করেনি ৷ এতেই ক্ষুব্ধ বিচারপতি ৷
কেন এখনও জমা পড়েনি হলফনামা , এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ উত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান , পাঁচ মিনিটের মধ্যে হলফনামা জমা করতে পারেন তাঁরা ৷
370 ধারা প্রত্যাহারের পদক্ষেপকে বিরোধিতা করে একাধিক আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে ৷ কাশ্মীরের মানুষদের বন্দী বানিয়ে রাখা হচ্ছে ৷ তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে এরকমটাই অভিযোগ ছিল আবেদনকারীদের ৷ এর উত্তরে 16 সেপ্টেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর অধীনে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জম্মু-কাশ্মীর সরকার ও কেন্দ্রকে হলফনামা জমা করতে বলেছিল ৷ কিন্তু সেই নির্দেশ মানেনি তারা ৷
মোবাইল পরিষেবা চালু হলেও আবার বিচ্ছিন্ন হয়ে যায় ৷ কিন্তু তারপরেও মোবাইলের বিল মেটানোর জন্য গ্রাহকদের জোর করা হচ্ছে বলে অভিযোগ ৷ এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ৷ 24 অক্টোবর আবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷