ETV Bharat / bharat

জামিন পাবেন চিদম্বরম ? আজ শুনানি - আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 26, 2019, 8:04 AM IST

Updated : Aug 26, 2019, 9:37 AM IST

দিল্লি, 26 অগাস্ট : আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি । INX দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন CBI হেপাজতে । এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেছেন চিদম্বরমের আইনজীবীরা ।

শুক্রবার ED-র দায়ের করা আর্থিক তছরুপের মামলায় শুনানি হয় । সেক্ষেত্রেও অবশ্য রক্ষাকবচ দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে । ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সোমবার (আজ) পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তাঁকে । এই সংক্রান্ত মামলার শুনানিও হবে আজ ।

সেইসঙ্গে বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে আজ আরও একটি মামলা উঠতে পারে । এই ক্ষেত্রে মামলাটি দায়ের করা হয়েছে চিদম্বরমের পক্ষ থেকে । তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন । আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : CBI হেপাজতেই চিদম্বরম, সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন । কিন্তু, শীর্ষ আদালত তাঁর বক্তব্য শোনেনি । এদিকে, 21 অগাস্ট রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে । এতে 'নির্দোষ' চিদম্বরমের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা ।

এই সংক্রান্ত আরও খবর : সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের

শুক্রবার ED-র হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । বলেন, "চিদম্বরম ও তাঁর সহকর্মীরা অনেক চিৎকার করছেন, বলছেন এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা । কিন্তু, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বিশাল বড় আর্থিক তছরুপের ঘটনা ।" তিনি আরও বলেন, "CBI ইন্দ্রাণী মুখার্জির (INX মিডিয়া কো-ফাউন্ডার) বক্তব্য রেকর্ড করেছে । তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে চিদম্বরমের কাছে FIPB (ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড)-এর অনুমতির জন্য গেছিলেন । তিনি (চিদম্বরম) বলেছিলেন, "আমার ছেলেকে (কার্তি চিদম্বরম) দেখো ।"

এই সংক্রান্ত আরও খবর : নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের !

INX দুর্নীতি মামলায় CBI প্রথম FIR দায়ের করে 2017 সালের 15 মে । অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷ 2017-তেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । যদিও চিদম্বরম বারবার জানিয়েছিলেন, তিনি নির্দোষ । তবে, তাঁর দাবি ধোপে টেকেনি ।

এই সংক্রান্ত আরও খবর : INX দুর্নীতি মামলায় কোন পথে গ্রেপ্তার পি চিদম্বরম

অবশেষে নানা টালবাহানার পর বুধবার রাতে চিদম্বরমকে গ্রেপ্তার করেন CBI আধিকারিকরা । বৃহস্পতিবার তাঁকে বিশেষ আদালতে তোলা হয় । আদালতে সোমবার পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দেয় ।

এই সংক্রান্ত আরও খবর : চিদম্বরমকে গ্রেপ্তার করল CBI, আগামীকাল আদালতে পেশ

দিল্লি, 26 অগাস্ট : আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি । INX দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন CBI হেপাজতে । এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেছেন চিদম্বরমের আইনজীবীরা ।

শুক্রবার ED-র দায়ের করা আর্থিক তছরুপের মামলায় শুনানি হয় । সেক্ষেত্রেও অবশ্য রক্ষাকবচ দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে । ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সোমবার (আজ) পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তাঁকে । এই সংক্রান্ত মামলার শুনানিও হবে আজ ।

সেইসঙ্গে বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে আজ আরও একটি মামলা উঠতে পারে । এই ক্ষেত্রে মামলাটি দায়ের করা হয়েছে চিদম্বরমের পক্ষ থেকে । তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন । আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : CBI হেপাজতেই চিদম্বরম, সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন । কিন্তু, শীর্ষ আদালত তাঁর বক্তব্য শোনেনি । এদিকে, 21 অগাস্ট রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে । এতে 'নির্দোষ' চিদম্বরমের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা ।

এই সংক্রান্ত আরও খবর : সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের

শুক্রবার ED-র হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । বলেন, "চিদম্বরম ও তাঁর সহকর্মীরা অনেক চিৎকার করছেন, বলছেন এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা । কিন্তু, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বিশাল বড় আর্থিক তছরুপের ঘটনা ।" তিনি আরও বলেন, "CBI ইন্দ্রাণী মুখার্জির (INX মিডিয়া কো-ফাউন্ডার) বক্তব্য রেকর্ড করেছে । তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে চিদম্বরমের কাছে FIPB (ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড)-এর অনুমতির জন্য গেছিলেন । তিনি (চিদম্বরম) বলেছিলেন, "আমার ছেলেকে (কার্তি চিদম্বরম) দেখো ।"

এই সংক্রান্ত আরও খবর : নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের !

INX দুর্নীতি মামলায় CBI প্রথম FIR দায়ের করে 2017 সালের 15 মে । অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷ 2017-তেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । যদিও চিদম্বরম বারবার জানিয়েছিলেন, তিনি নির্দোষ । তবে, তাঁর দাবি ধোপে টেকেনি ।

এই সংক্রান্ত আরও খবর : INX দুর্নীতি মামলায় কোন পথে গ্রেপ্তার পি চিদম্বরম

অবশেষে নানা টালবাহানার পর বুধবার রাতে চিদম্বরমকে গ্রেপ্তার করেন CBI আধিকারিকরা । বৃহস্পতিবার তাঁকে বিশেষ আদালতে তোলা হয় । আদালতে সোমবার পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দেয় ।

এই সংক্রান্ত আরও খবর : চিদম্বরমকে গ্রেপ্তার করল CBI, আগামীকাল আদালতে পেশ

Koderma (Jharkhand), Aug 26 (ANI): A woman in Dengodih village of Jharkhand's Koderma was allegedly stripped and her hair was chopped off on the decision of panchayat on suspicion of her having an illicit relationship with her nephew. The alleged incident took place a day after she filed a complaint against her 22-year-old nephew for taking advantage of her. While speaking to ANI, police official said, "A total of 11 accused have been identified in this case and a case has been registered against them. No person has been arrested so far. Investigation is underway."
Last Updated : Aug 26, 2019, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.