ETV Bharat / bharat

আন্তর্জাতিক বিমানে খালি রাখতে হবে মাঝের সিট : সুপ্রিম কোর্ট - এয়ার ইন্ডিয়া

আগামী 10 দিন বিশেষ আন্তর্জাতিক বিমানে প্রতি ভাগে তিনটি সিটেই যাত্রী বহন করা গেলেও তারপর থেকে মাঝের সিটটি ফাঁকা রাখতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের ৷

Supreme court says middle seats on international flights must be kept empty
আন্তর্জাতিক বিমানে খালি রাখতে হবে মাঝের সিট, সিদ্ধান্ত সুপ্রীম কোর্টের
author img

By

Published : May 25, 2020, 7:18 PM IST

দিল্লি, 25 মে : বিশেষ আন্তর্জাতিক উড়ানগুলিতে খালি রাখতে হবে মাঝের সিট, জানিয় দিল সুপ্রিম কোর্ট ৷ আজ কোর্টের তরফ থেকে বলা হয়, ‘‘কোরোনা ভাইরাস রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন ৷ সেটা সবাই জানে ৷ এয়ার ইন্ডিয়া আগামী 10 দিন মাঝের সিটগুলিতে যাত্রী নিয়ে আসতে পারলেও এরপর থেকে খালি রাখতে হবে সেগুলি ৷

আজ প্রধান বিচারপতি এস এ বোবদে এয়ার ইন্ডিয়াকে কড়া ভাষায় বলেন, ‘‘এটি অতি সাধারণ বিষয় যে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজনীয় ৷ বাইরে কমপক্ষে ছয় ফিট দূরত্ব বজায় রাখার নিয়ম রয়েছে ৷ বিমানের ভিতর সেই নিয়মের কী হল? কী করে বলতে পারছেন যে যাত্রীরা আক্রান্ত হবে না? ভাইরাস কী জানে যে, বিমানের ভিতরে রয়েছে এবং তার উচিত যাত্রীদের সংক্রমিত না করা? যদি পাশাপাশি বসেন, তাহলে সংক্রমণ হবেই ৷’’

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যখন জানানো হয়, আগামী 16 জুন পর্যন্ত সমস্ত সিটের বুকিং নেওয়া হয়ে গিয়েছে ৷ তখন আদালতের তরফ থেকে জানানো হয়, ‘‘যতদিন পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে, ততদিন মাঝের সিটেও যাত্রী বহন করা গেলেও এরপর থেকে মাঝের সিটে যাত্রী নেওয়া যাবে না ৷’’

এয়ার ইন্ডিয়ার এক পাইলট দেবেন যোগেশ কানানি 23 মার্চ বম্বে হাইকোর্টের দারস্থ হয়ে জানান, ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে প্রকাশিত সার্কুলারের নিয়ম এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানগুলিতে মানা হচ্ছে না ৷ বিদেশে আটকে পড়া দেশবাসীদের ফেরত আনতে এয়ার ইন্ডিয়ার তরফে 7 মে থেকে যে ‘‘বন্দে ভারত’’ মিশন চালানো হচ্ছে, তাতে মাঝের সিটগুলি ফাঁকা রাখা হচ্ছে না ৷

অন্যদিকে সরকারের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, ‘‘সংক্রমণ রুখতে সবথেকে ভালো উপায় হল পরীক্ষা করা ও কোয়ারানটিন ৷ মাঝের সিট ফাঁকা রাখা নয় ৷’’

আন্তর্জাতিক বিমানে মাঝের সিট ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হলেও প্রশ্ন উঠছে অন্তর্দেশীয় বিমানগুলিতে বসার ব্যবস্থা নিয়ে ৷ আজ থেকে শুরু হওয়া অন্তর্দেশীয় বিমানগুলিতে খালি রাখা হচ্ছে না মাঝের সিট ৷

প্রসঙ্গত, গত সপ্তাহে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী মাঝের সিট ফাঁকা রাখার প্রসঙ্গ খারিজ করে দিয়ে বলেন, মাঝের সিট ফাঁকা রাখলে বিমানের টিকিট ভাড়া বাড়বে অনেকটাই ৷

দিল্লি, 25 মে : বিশেষ আন্তর্জাতিক উড়ানগুলিতে খালি রাখতে হবে মাঝের সিট, জানিয় দিল সুপ্রিম কোর্ট ৷ আজ কোর্টের তরফ থেকে বলা হয়, ‘‘কোরোনা ভাইরাস রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন ৷ সেটা সবাই জানে ৷ এয়ার ইন্ডিয়া আগামী 10 দিন মাঝের সিটগুলিতে যাত্রী নিয়ে আসতে পারলেও এরপর থেকে খালি রাখতে হবে সেগুলি ৷

আজ প্রধান বিচারপতি এস এ বোবদে এয়ার ইন্ডিয়াকে কড়া ভাষায় বলেন, ‘‘এটি অতি সাধারণ বিষয় যে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজনীয় ৷ বাইরে কমপক্ষে ছয় ফিট দূরত্ব বজায় রাখার নিয়ম রয়েছে ৷ বিমানের ভিতর সেই নিয়মের কী হল? কী করে বলতে পারছেন যে যাত্রীরা আক্রান্ত হবে না? ভাইরাস কী জানে যে, বিমানের ভিতরে রয়েছে এবং তার উচিত যাত্রীদের সংক্রমিত না করা? যদি পাশাপাশি বসেন, তাহলে সংক্রমণ হবেই ৷’’

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যখন জানানো হয়, আগামী 16 জুন পর্যন্ত সমস্ত সিটের বুকিং নেওয়া হয়ে গিয়েছে ৷ তখন আদালতের তরফ থেকে জানানো হয়, ‘‘যতদিন পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে, ততদিন মাঝের সিটেও যাত্রী বহন করা গেলেও এরপর থেকে মাঝের সিটে যাত্রী নেওয়া যাবে না ৷’’

এয়ার ইন্ডিয়ার এক পাইলট দেবেন যোগেশ কানানি 23 মার্চ বম্বে হাইকোর্টের দারস্থ হয়ে জানান, ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে প্রকাশিত সার্কুলারের নিয়ম এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানগুলিতে মানা হচ্ছে না ৷ বিদেশে আটকে পড়া দেশবাসীদের ফেরত আনতে এয়ার ইন্ডিয়ার তরফে 7 মে থেকে যে ‘‘বন্দে ভারত’’ মিশন চালানো হচ্ছে, তাতে মাঝের সিটগুলি ফাঁকা রাখা হচ্ছে না ৷

অন্যদিকে সরকারের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, ‘‘সংক্রমণ রুখতে সবথেকে ভালো উপায় হল পরীক্ষা করা ও কোয়ারানটিন ৷ মাঝের সিট ফাঁকা রাখা নয় ৷’’

আন্তর্জাতিক বিমানে মাঝের সিট ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হলেও প্রশ্ন উঠছে অন্তর্দেশীয় বিমানগুলিতে বসার ব্যবস্থা নিয়ে ৷ আজ থেকে শুরু হওয়া অন্তর্দেশীয় বিমানগুলিতে খালি রাখা হচ্ছে না মাঝের সিট ৷

প্রসঙ্গত, গত সপ্তাহে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী মাঝের সিট ফাঁকা রাখার প্রসঙ্গ খারিজ করে দিয়ে বলেন, মাঝের সিট ফাঁকা রাখলে বিমানের টিকিট ভাড়া বাড়বে অনেকটাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.