দিল্লি, 18 ডিসেম্বর : নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত অক্ষয় কুমার সিংয়ের শাস্তির পুনর্বিবেচনার আর্জি শুনছে সুপ্রিম কোর্ট । আজ আর ভানুমতী, অশোক ভূষণ ও এস এ বোপান্নার তিন বিচারপতির বেঞ্চে এই আর্জির শুনানি চলছে ।
- অক্ষয় কুমার সিংয়ের ফাঁসির সাজা বহাল রাখল শীর্ষ আদালত ।
- পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ।
- অক্ষয় কুমারের আইনজীবী জানায়, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে চায় অক্ষয় । সেজন্য তিন সপ্তাহের সময় চাওয়া হয় । এর প্রেক্ষিতে সলিশিটর জেনেরাল তুষার মেহতা বলেন, পুনর্বিবেচনা ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে । আদালত জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন । এখন সবার দৃষ্টি পাতিয়ালা হাউজ় কোর্টে । যেখানে নির্ভয়া মামলার অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদনের শুনানি হবে দুপুর দুটোয়।
- দুপুর 1টা নাগাদ পুনর্বিবেচনার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ।
- তুষার মেহতা বলেন, এই ধরনের ঘটনায় কোনও ক্ষমা হয় না ।
- সলিশিটর জেনেরাল তুষার মেহতা অপরাধীর বিরুদ্ধে সওয়াল শুরু করেন ।
- অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী বলেন, ধর্ষকরা জন্মায় না । সমাজ তৈরি করে ।
- এ পি সিংয়ের সওয়াল, ভুয়ো রিপোর্ট তৈরি করা হয়েছিল। অক্ষয় কুমার সিংকে এই মামলায় ফাঁসানো হয়েছে । সমস্ত দিক সাজিয়ে পরিকল্পনামাফিক তাকে ফাঁদে ফেলা হয়েছে ।
-
2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court - "Forged reports were prepared. Akshay Kumar Singh was falsely implicated in the case. All was fabricated to book him". https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court - "Forged reports were prepared. Akshay Kumar Singh was falsely implicated in the case. All was fabricated to book him". https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 20192012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court - "Forged reports were prepared. Akshay Kumar Singh was falsely implicated in the case. All was fabricated to book him". https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 2019
-
- এ পি সিং বলেন, প্রথম বয়ানে নির্যাতিতা অভিযুক্ত হিসেবে কারও নাম নেয়নি । মৃত্যুর কারণ সেপটিসেমিয়া ও অতিরিক্ত মাদক ।
-
2012 Delhi gang rape case: Lawyer arguing for convict Akshay Kumar Singh, says before SC - On the first dying declaration, she (2012 Delhi gang rape victim) couldn't name anyone as the accused, who had committed the offence. The cause of death was Septicemia and drug overdose. https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2012 Delhi gang rape case: Lawyer arguing for convict Akshay Kumar Singh, says before SC - On the first dying declaration, she (2012 Delhi gang rape victim) couldn't name anyone as the accused, who had committed the offence. The cause of death was Septicemia and drug overdose. https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 20192012 Delhi gang rape case: Lawyer arguing for convict Akshay Kumar Singh, says before SC - On the first dying declaration, she (2012 Delhi gang rape victim) couldn't name anyone as the accused, who had committed the offence. The cause of death was Septicemia and drug overdose. https://t.co/C8vnhmyF0c
— ANI (@ANI) December 18, 2019
-
- এ পি সিং বলেন,নির্যাতিতার বয়ান নিয়ে সন্দেহ রয়েছে । এটি শেখানো । নিজস্ব বয়ান ছিল না । এমনকী নির্যাতিতা অক্ষয়ের নামও নেয়নি ।
-
2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court -Dying declaration was doubtful. This was tutored. This was not voluntary. She (2012 gang rape victim) hasn't named Akshay as the accused who had committed the offence pic.twitter.com/wlhTgxuCoy
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court -Dying declaration was doubtful. This was tutored. This was not voluntary. She (2012 gang rape victim) hasn't named Akshay as the accused who had committed the offence pic.twitter.com/wlhTgxuCoy
— ANI (@ANI) December 18, 20192012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says before Supreme Court -Dying declaration was doubtful. This was tutored. This was not voluntary. She (2012 gang rape victim) hasn't named Akshay as the accused who had committed the offence pic.twitter.com/wlhTgxuCoy
— ANI (@ANI) December 18, 2019
-
- আইনজীবী এ পি সিংয়ের সওয়াল, দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দেওয়া উচিত । অক্ষয়কে এই মামলায় ফাঁসানো হয়েছে ।
- অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী এ পি সিংয়ের সওয়াল, অক্ষয় একজন নিরীহ ও গরিব মানুষ ।
-
2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says that this case is a case, where Akshay is an innocent and poor man.
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says that this case is a case, where Akshay is an innocent and poor man.
— ANI (@ANI) December 18, 20192012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, says that this case is a case, where Akshay is an innocent and poor man.
— ANI (@ANI) December 18, 2019
-
- নির্ভয়া মামলার অন্যতম সাক্ষী অমরিন্দর পান্ডের বয়ানের উপর প্রশ্ন তুলেছেন অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী এ পি সিং । তিনি বলেন, এই মামলায় সাক্ষীর জমা করা তথ্য-প্রমাণ নির্ভরযোগ্য নয়।
-
2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, raised question on the star witness, Amarinder Pandey, and said, his evidence and submissions in the case is unreliable. https://t.co/dRi6ZeEuxu
— ANI (@ANI) December 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, raised question on the star witness, Amarinder Pandey, and said, his evidence and submissions in the case is unreliable. https://t.co/dRi6ZeEuxu
— ANI (@ANI) December 18, 20192012 Delhi gang rape case: Dr AP Singh, lawyer arguing for convict Akshay Kumar Singh, raised question on the star witness, Amarinder Pandey, and said, his evidence and submissions in the case is unreliable. https://t.co/dRi6ZeEuxu
— ANI (@ANI) December 18, 2019
-
গতকাল শুনানি শুরুও হয়েছিল তিন বিচারপতির বেঞ্চে ৷ কিন্তু কিছুক্ষণ পর তা স্থগিত হয়ে যায় ৷ প্রধান বিচারপতি এসএ বোবদে ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে যান ৷ নির্ভয়ার পরিবারের হয়ে সওয়াল করতে এসেছিলেন তাঁর ভাইপো অর্জুন বোবদে। তাই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তিনি জানান, নতুন বেঞ্চে মামলার শুনানি হবে ৷
পেরিয়ে গেছে সাত বছর ৷ 2012 সালের 16 ডিসেম্বর যুবতি গণধর্ষণে অপরাধী সাব্যস্ত হয়েছে চার জনই ৷ গণধর্ষণ করে দিল্লিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে । সেই ঘটনায় ছ’জন অভিযুক্তের মধ্যে চার জনের বিরুদ্ধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে । রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল । আজ সুপ্রিম কোর্টে সেই আবেদনেরই শুনানি ।