ETV Bharat / bharat

জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারি না : সুপ্রিম কোর্ট - SSKM

সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল IMA । দ্রুত শুনানির আর্জি করেছিল । সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jun 18, 2019, 11:52 PM IST

দিল্লি ও কলকাতা, 18 জুন : সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন । দ্রুত শুনানির আর্জিও করা হয়েছিল । সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । ডাক্তারদের নিরাপত্তা জরুরি, একথা স্বীকার করে নিয়ে আজ শীর্ষ আদালত জানায়, কলকাতায় ডাক্তারদের কর্মবিরতি উঠে গেছে । সেহেতু জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই । অবকাশকালীন ছুটির পর যথোপযুক্ত বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত করার নির্দেশও দেয় বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ ।

এবিষয়ে আবেদনকারীদের তরফে একজন জানান, ডাক্তারদের নিরাপত্তা যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেকথা স্বীকার করে নিয়েছেন বিচারপতিদ্বয় । সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, এনিয়ে দ্রুত শুনানির প্রয়োজন নেই । আবেদন নিয়ে বিচারপতিরা বলেন, "ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যে আবেদন জমা পড়েছে তা আমরা শুনতে রাজি হয়েছি । কিন্তু, কর্মবিরতি প্রত্যাহার করেছেন ডাক্তাররা । তাই এখনই শুনানির প্রয়োজন নেই ।"

এই সংক্রান্ত খবর : NRS-র ঘটনার জের, সরানো হল আউটপোস্টের OC-কে

সংবাদসংস্থা PTI-এ প্রকাশ, বিচারপতিরা আবেদনকারীদের বলেন, "জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারি না । সমাজের সবদিক দেখতে হবে । তবে আমরা ডাক্তারদের নিরাপত্তা না দেওয়ার পক্ষপাতীও নই ।"

এই সংক্রান্ত খবর :পরিবহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

চলতি মাসের 10 তারিখ NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তারদের একাংশও । অচলাবস্থা তৈরি হয় রাজ্যের হাসপাতালগুলিতে । দেশজুড়ে আন্দোলন শুরু হয় । এরপরই সরকারি হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় IMA ।

দিল্লি ও কলকাতা, 18 জুন : সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন । দ্রুত শুনানির আর্জিও করা হয়েছিল । সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । ডাক্তারদের নিরাপত্তা জরুরি, একথা স্বীকার করে নিয়ে আজ শীর্ষ আদালত জানায়, কলকাতায় ডাক্তারদের কর্মবিরতি উঠে গেছে । সেহেতু জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই । অবকাশকালীন ছুটির পর যথোপযুক্ত বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত করার নির্দেশও দেয় বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ ।

এবিষয়ে আবেদনকারীদের তরফে একজন জানান, ডাক্তারদের নিরাপত্তা যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেকথা স্বীকার করে নিয়েছেন বিচারপতিদ্বয় । সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, এনিয়ে দ্রুত শুনানির প্রয়োজন নেই । আবেদন নিয়ে বিচারপতিরা বলেন, "ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যে আবেদন জমা পড়েছে তা আমরা শুনতে রাজি হয়েছি । কিন্তু, কর্মবিরতি প্রত্যাহার করেছেন ডাক্তাররা । তাই এখনই শুনানির প্রয়োজন নেই ।"

এই সংক্রান্ত খবর : NRS-র ঘটনার জের, সরানো হল আউটপোস্টের OC-কে

সংবাদসংস্থা PTI-এ প্রকাশ, বিচারপতিরা আবেদনকারীদের বলেন, "জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারি না । সমাজের সবদিক দেখতে হবে । তবে আমরা ডাক্তারদের নিরাপত্তা না দেওয়ার পক্ষপাতীও নই ।"

এই সংক্রান্ত খবর :পরিবহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

চলতি মাসের 10 তারিখ NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের উপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তারদের একাংশও । অচলাবস্থা তৈরি হয় রাজ্যের হাসপাতালগুলিতে । দেশজুড়ে আন্দোলন শুরু হয় । এরপরই সরকারি হাসপাতালগুলিতে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় IMA ।

New Delhi, June 18: Pakistan's leading lawyers association came out in protest in Karachi and Lahore against Pakistan military and the government recently. The protests came in wake of government's misconduct case filed against senior judges including Supreme court Justice, Qazi Faez Isa who had been critical of the Pakistan's powerful military establishment for their role in an anti-government protest in 2017. In a landmark ruling on February 6, Faez Isa had directed the Intelligence Services and military's media office to operate within their legal mandate but in contention to the ruling, Pakistan's newly formed government with support of military charged the reputed Supreme court Judge for an alleged misconduct. The government's legal action against Faez Isa drew strong reactions from the lawyers who believe that Pakistan government's case against the reputed judge amounts to character assassination and undermines the institution of Judiciary in the country. Furious at Pakistan's military and the government, the top lawyers held mass protests across the courts in Lahore and Karachi resisting the government's case against the senior Judges.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.