ETV Bharat / bharat

কাল মহারাষ্ট্র নিয়ে রায় সুপ্রিম কোর্টের - supreme court

দেখুন
author img

By

Published : Nov 25, 2019, 10:49 AM IST

Updated : Nov 25, 2019, 1:55 PM IST

13:42 November 25

দিল্লি , 25 নভেম্বর : সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় শুনানি । গতকাল কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । সরকার গঠনের আহ্বান জানিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি শীর্ষ আদালতে পেশ করতে বলা হয় । আজ ফের হয় শুনানি । কাল এই মামলায় রায় দেবে শীর্ষ আদালত ৷

মহারাষ্ট্র নিয়ে কাল রায় সুপ্রিম কোর্টের । আজ দু'পক্ষের বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, আগামীকাল সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।

12:03 November 25

পার্লামেন্ট চত্বরে সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ । মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভে সামিল কংগ্রেস সাংসদরা । 

12:02 November 25

কোর্টে BJP-র আইনজীবী মুকুল রোহতগি বলেল কোর্ট রাজ্যপালকে 24 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট নিতে নির্দেশ দিতে পারে না । কালও ফ্লোর টেস্ট সম্ভব নয় । ফ্লোর টেস্টের জন্য 7 দিন সময় দরকার । রাজ্যপাল 14 দিনের সময় দিয়েছিলেন ।  

11:32 November 25

তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অতীতে এই রকম ক্ষেত্রে  24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয়।

11:20 November 25

সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন , "এরপর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান । অনুরোধ করেন রাষ্ট্রপতি শাসন তুলে নিতে । রাজ্যপাল তখন বৃহত্তম দলের নেতাকে আহ্বান করেন । দেবেন্দ্র ফড়নবিশের কাছে 170 জনের সমর্থন রয়েছে ।"

11:20 November 25

তুষার মেহতা কোর্টে বলেন, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি হল, রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ারের চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ  সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে 11 জন নির্দল ও আরও বেশকিছু বিধায়কের সমর্থন ছিল ।

11:08 November 25

তুষার মেহতা বলেন , "22 নভেম্বর অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠান । তাতে তিনি লেখেন, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার , রাষ্ট্রপতি শাসন চলতে পারে না । BJP-র পক্ষ থেকে অজিত পাওয়ারকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলা হয় । কিন্তু সেই সময় তিনি তা প্রত্যাখান করেছিলেন । কারণ সেই সময় পর্যাপ্ত NCP বিধায়করা তাঁকে সমর্থন করেননি ।"  

11:08 November 25

দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করলেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ।

10:55 November 25

সুপ্রিম কোর্টে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "আমার কাছে অরিজিনাল নথি রয়েছে । শিবসেনার 56 , NCP 54 , ও কংগ্রেসের 44 জন বিধায়ক রয়েছে । বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠছে ।  রাজ্যপাল নিশ্চয় কিছু বুঝতে পেরেছিলেন । এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর আলোচনা দরকার । তার জন্য কিছু সময় দরকার ।"

10:24 November 25

মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে । এদিকে মুম্বইতে রাজভবনে কংগ্রেস-শিবসেনা-NCP । বিধায়কদের সই নিয়ে হাজির তিন দলের নেতারা । রয়েছেন উদ্ধব ঠাকরে , শরদ পাওয়ার । 

13:42 November 25

দিল্লি , 25 নভেম্বর : সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় শুনানি । গতকাল কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । সরকার গঠনের আহ্বান জানিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি শীর্ষ আদালতে পেশ করতে বলা হয় । আজ ফের হয় শুনানি । কাল এই মামলায় রায় দেবে শীর্ষ আদালত ৷

মহারাষ্ট্র নিয়ে কাল রায় সুপ্রিম কোর্টের । আজ দু'পক্ষের বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, আগামীকাল সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।

12:03 November 25

পার্লামেন্ট চত্বরে সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ । মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভে সামিল কংগ্রেস সাংসদরা । 

12:02 November 25

কোর্টে BJP-র আইনজীবী মুকুল রোহতগি বলেল কোর্ট রাজ্যপালকে 24 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট নিতে নির্দেশ দিতে পারে না । কালও ফ্লোর টেস্ট সম্ভব নয় । ফ্লোর টেস্টের জন্য 7 দিন সময় দরকার । রাজ্যপাল 14 দিনের সময় দিয়েছিলেন ।  

11:32 November 25

তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অতীতে এই রকম ক্ষেত্রে  24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয়।

11:20 November 25

সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন , "এরপর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান । অনুরোধ করেন রাষ্ট্রপতি শাসন তুলে নিতে । রাজ্যপাল তখন বৃহত্তম দলের নেতাকে আহ্বান করেন । দেবেন্দ্র ফড়নবিশের কাছে 170 জনের সমর্থন রয়েছে ।"

11:20 November 25

তুষার মেহতা কোর্টে বলেন, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি হল, রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ারের চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ  সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে 11 জন নির্দল ও আরও বেশকিছু বিধায়কের সমর্থন ছিল ।

11:08 November 25

তুষার মেহতা বলেন , "22 নভেম্বর অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠান । তাতে তিনি লেখেন, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার , রাষ্ট্রপতি শাসন চলতে পারে না । BJP-র পক্ষ থেকে অজিত পাওয়ারকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলা হয় । কিন্তু সেই সময় তিনি তা প্রত্যাখান করেছিলেন । কারণ সেই সময় পর্যাপ্ত NCP বিধায়করা তাঁকে সমর্থন করেননি ।"  

11:08 November 25

দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করলেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ।

10:55 November 25

সুপ্রিম কোর্টে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "আমার কাছে অরিজিনাল নথি রয়েছে । শিবসেনার 56 , NCP 54 , ও কংগ্রেসের 44 জন বিধায়ক রয়েছে । বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠছে ।  রাজ্যপাল নিশ্চয় কিছু বুঝতে পেরেছিলেন । এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর আলোচনা দরকার । তার জন্য কিছু সময় দরকার ।"

10:24 November 25

মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে । এদিকে মুম্বইতে রাজভবনে কংগ্রেস-শিবসেনা-NCP । বিধায়কদের সই নিয়ে হাজির তিন দলের নেতারা । রয়েছেন উদ্ধব ঠাকরে , শরদ পাওয়ার । 

Dharamshala (Himachal Pradesh), Nov 25 (ANI): The north Indian hill town Dharamshala in Himachal Pradesh witnessed rains after small intervals for the last two days and similarly Dhauladhar Mountains are receiving fresh snowfall. The rainy and cloudy weather has declined the temperature up to 4 degree Celsius in many surrounding areas here. The minimum temperature on Sunday morning was recorded 5 degree Celsius in Dharamshala. Akash, a local resident says, "It"s snowing on the mountains and raining in lower areas but people are feeling relieved with this weather as we were waiting for rain."
Last Updated : Nov 25, 2019, 1:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.