মহারাষ্ট্র নিয়ে কাল রায় সুপ্রিম কোর্টের । আজ দু'পক্ষের বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, আগামীকাল সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।
কাল মহারাষ্ট্র নিয়ে রায় সুপ্রিম কোর্টের - supreme court
![কাল মহারাষ্ট্র নিয়ে রায় সুপ্রিম কোর্টের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5167242-thumbnail-3x2-sc12.jpg?imwidth=3840)
13:42 November 25
দিল্লি , 25 নভেম্বর : সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় শুনানি । গতকাল কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । সরকার গঠনের আহ্বান জানিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি শীর্ষ আদালতে পেশ করতে বলা হয় । আজ ফের হয় শুনানি । কাল এই মামলায় রায় দেবে শীর্ষ আদালত ৷
12:03 November 25
-
Sonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGz
">Sonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGzSonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGz
পার্লামেন্ট চত্বরে সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ । মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভে সামিল কংগ্রেস সাংসদরা ।
12:02 November 25
কোর্টে BJP-র আইনজীবী মুকুল রোহতগি বলেল কোর্ট রাজ্যপালকে 24 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট নিতে নির্দেশ দিতে পারে না । কালও ফ্লোর টেস্ট সম্ভব নয় । ফ্লোর টেস্টের জন্য 7 দিন সময় দরকার । রাজ্যপাল 14 দিনের সময় দিয়েছিলেন ।
11:32 November 25
তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অতীতে এই রকম ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয়।
11:20 November 25
সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন , "এরপর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান । অনুরোধ করেন রাষ্ট্রপতি শাসন তুলে নিতে । রাজ্যপাল তখন বৃহত্তম দলের নেতাকে আহ্বান করেন । দেবেন্দ্র ফড়নবিশের কাছে 170 জনের সমর্থন রয়েছে ।"
11:20 November 25
তুষার মেহতা কোর্টে বলেন, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি হল, রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ারের চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে 11 জন নির্দল ও আরও বেশকিছু বিধায়কের সমর্থন ছিল ।
11:08 November 25
তুষার মেহতা বলেন , "22 নভেম্বর অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠান । তাতে তিনি লেখেন, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার , রাষ্ট্রপতি শাসন চলতে পারে না । BJP-র পক্ষ থেকে অজিত পাওয়ারকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলা হয় । কিন্তু সেই সময় তিনি তা প্রত্যাখান করেছিলেন । কারণ সেই সময় পর্যাপ্ত NCP বিধায়করা তাঁকে সমর্থন করেননি ।"
11:08 November 25
দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করলেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ।
10:55 November 25
সুপ্রিম কোর্টে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "আমার কাছে অরিজিনাল নথি রয়েছে । শিবসেনার 56 , NCP 54 , ও কংগ্রেসের 44 জন বিধায়ক রয়েছে । বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠছে । রাজ্যপাল নিশ্চয় কিছু বুঝতে পেরেছিলেন । এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর আলোচনা দরকার । তার জন্য কিছু সময় দরকার ।"
10:24 November 25
মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে । এদিকে মুম্বইতে রাজভবনে কংগ্রেস-শিবসেনা-NCP । বিধায়কদের সই নিয়ে হাজির তিন দলের নেতারা । রয়েছেন উদ্ধব ঠাকরে , শরদ পাওয়ার ।
13:42 November 25
দিল্লি , 25 নভেম্বর : সুপ্রিম কোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় শুনানি । গতকাল কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । সরকার গঠনের আহ্বান জানিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো রাজ্যপালের চিঠি এবং বিধায়কদের সমর্থনের কথা জানিয়ে লেখা দেবেন্দ্র ফড়নবিশের চিঠি শীর্ষ আদালতে পেশ করতে বলা হয় । আজ ফের হয় শুনানি । কাল এই মামলায় রায় দেবে শীর্ষ আদালত ৷
মহারাষ্ট্র নিয়ে কাল রায় সুপ্রিম কোর্টের । আজ দু'পক্ষের বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, আগামীকাল সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।
12:03 November 25
-
Sonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGz
">Sonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGzSonia Gandhi leads Congress protest on the Maharashtra issue in Parliament premises
— ANI Digital (@ani_digital) November 25, 2019
Read @ANI Story | https://t.co/qOLNQdEMWg pic.twitter.com/nuXnDJbaGz
পার্লামেন্ট চত্বরে সোনিয়া গান্ধির নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ । মহারাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভে সামিল কংগ্রেস সাংসদরা ।
12:02 November 25
কোর্টে BJP-র আইনজীবী মুকুল রোহতগি বলেল কোর্ট রাজ্যপালকে 24 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট নিতে নির্দেশ দিতে পারে না । কালও ফ্লোর টেস্ট সম্ভব নয় । ফ্লোর টেস্টের জন্য 7 দিন সময় দরকার । রাজ্যপাল 14 দিনের সময় দিয়েছিলেন ।
11:32 November 25
তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অতীতে এই রকম ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয়।
11:20 November 25
সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন , "এরপর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান । অনুরোধ করেন রাষ্ট্রপতি শাসন তুলে নিতে । রাজ্যপাল তখন বৃহত্তম দলের নেতাকে আহ্বান করেন । দেবেন্দ্র ফড়নবিশের কাছে 170 জনের সমর্থন রয়েছে ।"
11:20 November 25
তুষার মেহতা কোর্টে বলেন, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি হল, রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ারের চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে 11 জন নির্দল ও আরও বেশকিছু বিধায়কের সমর্থন ছিল ।
11:08 November 25
তুষার মেহতা বলেন , "22 নভেম্বর অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠান । তাতে তিনি লেখেন, মহারাষ্ট্রে স্থায়ী সরকার দরকার , রাষ্ট্রপতি শাসন চলতে পারে না । BJP-র পক্ষ থেকে অজিত পাওয়ারকে তাঁদের সঙ্গে যোগ দিতে বলা হয় । কিন্তু সেই সময় তিনি তা প্রত্যাখান করেছিলেন । কারণ সেই সময় পর্যাপ্ত NCP বিধায়করা তাঁকে সমর্থন করেননি ।"
11:08 November 25
দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করলেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা ।
10:55 November 25
সুপ্রিম কোর্টে সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "আমার কাছে অরিজিনাল নথি রয়েছে । শিবসেনার 56 , NCP 54 , ও কংগ্রেসের 44 জন বিধায়ক রয়েছে । বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠছে । রাজ্যপাল নিশ্চয় কিছু বুঝতে পেরেছিলেন । এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর আলোচনা দরকার । তার জন্য কিছু সময় দরকার ।"
10:24 November 25
মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে । এদিকে মুম্বইতে রাজভবনে কংগ্রেস-শিবসেনা-NCP । বিধায়কদের সই নিয়ে হাজির তিন দলের নেতারা । রয়েছেন উদ্ধব ঠাকরে , শরদ পাওয়ার ।