ETV Bharat / bharat

কাল ফড়নবিশকে শক্তি পরীক্ষার নির্দেশ, ক্যামেরার সামনে হবে আস্থা ভোট - শিবসেনা বিজেপি বিরোধ

গত শুক্রবার শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ 27 নভেম্বর বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দেয় ।

maharashtra
মহারাষ্ট্র
author img

By

Published : Nov 26, 2019, 1:21 PM IST

Updated : Nov 26, 2019, 3:26 PM IST

দিল্লি , 26 নভেম্বর : আাগমী কাল বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ । আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য প্রো-টেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রো-টেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট । খোলা ব্যালটে হবে আস্থা ভোট । আস্থা ভোটের প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হবে ।

23 নভেম্বর শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

শুক্রবারই শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । এদিকে 'বিশ্বাসঘাতক'-এর তকমা দিয়ে NCP নেতা অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেন শরদ পাওয়ার । তাঁর জায়গায় বসানো হয় শরদ ঘনিষ্ঠ জয়ন্ত পাটিলকে ।

রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলে শীর্ষ আদালত ।

সোমবার দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি সুপ্রিম কোর্টে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তুষার মেহতা এজলাসে জানান, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে NCP-র 54 , 11 জন নির্দল ও আরও বেশ কিছু বিধায়কের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

সোমবারই তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, " অতীতে এই রকম ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয় । " এর পর তাঁরা জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP- সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণের কটাক্ষ, আজকেই দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ করা উচিত । শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন , " আগামী কাল সত্য সবার সামনে চলে আসবে । শীর্ষ আদালত আমাদের 30 ঘণ্টা সময় দিয়েছে, আমরা 30 মিনিটের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করে দেব ।"

দিল্লি , 26 নভেম্বর : আাগমী কাল বিকেল 5টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ । আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য প্রো-টেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রো-টেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট । খোলা ব্যালটে হবে আস্থা ভোট । আস্থা ভোটের প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হবে ।

23 নভেম্বর শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

শুক্রবারই শিবসেনা, কংগ্রেস এবং NCP যৌথভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল রাজ্যপাল অসাংবিধানিক ভাবে ফড়নবিশকে সরকার গড়তে আহ্বান করেছে । এদিকে 'বিশ্বাসঘাতক'-এর তকমা দিয়ে NCP নেতা অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দেন শরদ পাওয়ার । তাঁর জায়গায় বসানো হয় শরদ ঘনিষ্ঠ জয়ন্ত পাটিলকে ।

রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । রাজ্যপাল কী তথ্যের ভিত্তিতে BJP-কে সরকার গঠনের জন্য ডেকেছে ? সলিসিটর জেনেরেল তুষার মেহতাকে সোমবার সকাল 10.30 টায় সেই নথি ও বিধায়কদের সমর্থনের চিঠি পেশ করতে বলে শীর্ষ আদালত ।

সোমবার দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি সুপ্রিম কোর্টে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তুষার মেহতা এজলাসে জানান, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে রাজ্যপাল সংখ্যগরিষ্ঠ জোটকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন । অজিত পাওয়ার রাজ্যপালকে চিঠি পাঠানোর পর দেবেন্দ্র ফড়নবিশ সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন । তাঁর সঙ্গে NCP-র 54 , 11 জন নির্দল ও আরও বেশ কিছু বিধায়কের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

সোমবারই তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব খান্না বলেন, " অতীতে এই রকম ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যেই ফ্লোর টেস্ট সম্পন্ন হয়েছিল, কিছু ক্ষেত্রে 48 ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্ট সম্পন্ন হয় । " এর পর তাঁরা জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রায় দেওয়া হবে ।

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP- সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণের কটাক্ষ, আজকেই দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ করা উচিত । শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন , " আগামী কাল সত্য সবার সামনে চলে আসবে । শীর্ষ আদালত আমাদের 30 ঘণ্টা সময় দিয়েছে, আমরা 30 মিনিটের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা প্রমান করে দেব ।"

New Delhi, Nov 26 (ANI): Union Women and Child Development Minister Smriti Irani said attribution of malnutrition to poor people is one of the greatest myths in India, adding that it malnutrition was more than just quantity of food or one being sickly thin. "I think one of the greatest myths we have in our country about malnutrition is that it's a problem of the poor... it is a problem only limited to or restricted to children who are sickly thin, it is problem with regards to quantity of food," Irani said at an event titled 'Towards a Malnutrition Free India' in Delhi on November 25.
Last Updated : Nov 26, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.