ETV Bharat / bharat

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত ৷

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
author img

By

Published : Dec 13, 2019, 3:22 AM IST

দিল্লি, 13 ডিসেম্বর : অযোধ্যা রায়ের সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি হয় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ।

9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে শীর্ষ আদালতে ৷ ওই মামলার রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে ৷ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। মামলা দায়ের হয় নির্মোহী আখড়ার তরফেও ৷

বৃহস্পতিবার 'ইন চেম্বার হিয়ারিং' (বিচারপতির চেম্বারে শুনানি হয় । সংবাদমাধ্যম ও কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেননি এই শুনানিতে) শুনানিতে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়, ''আমরা আর্জি সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি ৷ রায় পুনর্বিবেচনার কোনও অর্থই খুঁজে পাইনি৷ ''

রায় পুনর্বিবেচনার আর্জির ক্ষেত্রে সাধারণত প্রত্যেক বিচারপতি সবটাই খুঁটিয়ে দেখেন ৷ কোনওরকম গলদ থাকলেই ফের তা প্রকাশ্যে শুনানি শুরু হয় ৷ বৃহস্পতিবারের রায়ের পর আবেদনকারীদের কাছে একটাই পথ ৷ তা হল 'কিউরেটিভ পিটিশন' ৷ তবে তার জন্যও একটা ভিত্তি থাকা দরকার ৷ অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের মামলার 'কিউরেটিভ পিটিশন' ব্যর্থ হয় ৷

গত 2 ডিসেম্বর অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে । রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আসাদ রশিদি । 9 ডিসেম্বর অপর একটি পিটিশন দাখিল করা হয় 40 জন বিশিষ্ট ব্যক্তির তরফে ৷ এঁদের মধ্যে রয়েছেন ইরফান হাবিব, হর্ষ মান্দার, জয়তী ঘোষ, নন্দিনী সুন্দর, জন দয়াল, শবনম হাসমি প্রমুখ ৷ প্রতিটি পুনর্বিবেচনার আর্জিই খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত ৷

দিল্লি, 13 ডিসেম্বর : অযোধ্যা রায়ের সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি হয় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ।

9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে শীর্ষ আদালতে ৷ ওই মামলার রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে ৷ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। মামলা দায়ের হয় নির্মোহী আখড়ার তরফেও ৷

বৃহস্পতিবার 'ইন চেম্বার হিয়ারিং' (বিচারপতির চেম্বারে শুনানি হয় । সংবাদমাধ্যম ও কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেননি এই শুনানিতে) শুনানিতে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়, ''আমরা আর্জি সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি ৷ রায় পুনর্বিবেচনার কোনও অর্থই খুঁজে পাইনি৷ ''

রায় পুনর্বিবেচনার আর্জির ক্ষেত্রে সাধারণত প্রত্যেক বিচারপতি সবটাই খুঁটিয়ে দেখেন ৷ কোনওরকম গলদ থাকলেই ফের তা প্রকাশ্যে শুনানি শুরু হয় ৷ বৃহস্পতিবারের রায়ের পর আবেদনকারীদের কাছে একটাই পথ ৷ তা হল 'কিউরেটিভ পিটিশন' ৷ তবে তার জন্যও একটা ভিত্তি থাকা দরকার ৷ অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের মামলার 'কিউরেটিভ পিটিশন' ব্যর্থ হয় ৷

গত 2 ডিসেম্বর অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে । রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আসাদ রশিদি । 9 ডিসেম্বর অপর একটি পিটিশন দাখিল করা হয় 40 জন বিশিষ্ট ব্যক্তির তরফে ৷ এঁদের মধ্যে রয়েছেন ইরফান হাবিব, হর্ষ মান্দার, জয়তী ঘোষ, নন্দিনী সুন্দর, জন দয়াল, শবনম হাসমি প্রমুখ ৷ প্রতিটি পুনর্বিবেচনার আর্জিই খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত ৷

Guwahati (Assam), Dec 12 (ANI): Governor of Assam, Jagdish Mukhi appealed to people of the state to maintain peace and harmony in the state."I would like to request the students, brothers and sisters, protesting against Citizenship (Amendment) Bill in Assam, to not lose control while registering their protest, and maintain peace in the state, said Governor Jagdish Mukhi. He further added, "Central government has given an assurance on the floor of the House to protect the interests of Assam. They have also given the assurance to protect the culture, language and rights of the natives of Assam as per Clause 6 of the Assam Accord."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.