দিল্লি, 27 মে : বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । 1 মে থেকে চলছে এই পরিষেবা । তারপর থেকেই এই পরিষেবা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে । উঠেছে একাধিক প্রশ্ন । খাবার, জল ও অতিরিক্ত গরমের জেরে কয়েকজনের মৃত্যুর খবরও সামনে এসেছে । এই পরিস্থিতিতে আজ পরিযায়ী শ্রমিকদের নিয়ে পাঁচটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আজ সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে নিজ নিজ রাজ্যে যাওয়ার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে । সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি হল-
- পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেন বা বাসের কোনও ভাড়া নেওয়া যাবে না । এই ভাড়া রাজ্যগুলিকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে ।
- আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য সংশ্লিষ্ট রাজ্যের তরফে খাবারের ব্যবস্থা করতে হবে । পাশাপাশি, নিজ রাজ্যে ফেরার জন্য অপেক্ষা করার সময়ও সংশ্লিষ্ট রাজ্যে তাদের খাবারের ব্যবস্থা করবে । এই বিষয়টিও প্রচার করতে হবে ।
- যে রাজ্য থেকে তারা ট্রেনে উঠছে সেখানকার প্রশাসন তাদের খাবার ও জল সরবরাহ করবে । ভারতীয় রেলও তাদের খাবার ও জল সরবরাহ করবে । বাসে যারা যাত্রা করবে, তাদের জন্যও খাবার ও জলের ব্যবস্থা থাকবে ।
- রাজ্য পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের তদারকি করবে । রেজিস্ট্রেশনের পর তারা কোন তারিখে বাস বা ট্রেনে যাত্রা করতে পারবে তা রাজ্যের তরফে আগেই জানাতে হবে ।
- সম্পূর্ণ তথ্য পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রচার করতে হবে ।
আজ কেন্দ্র ও রাজ্যকে এই বিষয়ে কমপক্ষে 50টি প্রশ্ন করে সুপ্রিম কোর্ট । পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য কেন্দ্র ও রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে সেগুলিও জানতে চাওয়া হয় । খাবার, আশ্রয় ও পরিবহন ব্যবস্থা নিয়েও করা হয় একাধিক প্রশ্ন ।