ETV Bharat / bharat

2005 সালের আগেও পৈত্রিক সম্পত্তিতে মেয়ের অধিকার থাকবে: সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

2005 সালের আগেও পৈত্রিক সম্পত্তিতে ছেলের মতোই সমানাধিকার পাবে মেয়েরা ৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷

supreme court backs women's equal right to property
supreme court backs women's equal right to property
author img

By

Published : Aug 11, 2020, 7:34 PM IST

দিল্লি, 11 অগাস্ট: 2005 সালের আগেও পৈত্রিক সম্পত্তিতে হিন্দু মহিলারাও সমানাধিকার পাবে ৷ জানাল সুপ্রিম কোর্ট । রায় দিতে গিয়ে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, "একজন মেয়ে সারাজীবনের জন্য মেয়েই থাকে ৷"

পৈত্রিক সম্পত্তিতে হিন্দু মহিলাদের সমানাধিকার আগেই দেওয়া হয়েছিল ৷ কিন্তু 2005 সালের আগে কারও বাবা মারা গেলে সেই সম্পত্তিতে মেয়ের অধিকার থাকবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ আজ সেই ধোঁয়াশা দূর করে সুপ্রিম কোর্ট বলে, "2005 সালের আগে কেউ মারা গেলে সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমানাধিকার থাকবে ৷"

1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে 2005 সালে নতুন আইন কার্যকর হয় ৷ সেখানে বলা হয়, ছেলেদের মতো পৈত্রিক সম্পত্তিতে মেয়েরাও সমানাধিকার পাবে ৷ 2005 সালের আগে এই আইন কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ এই নিয়ে বিভিন্ন আদালতে মামলা শুরু হয় ৷ সেইসব মামলা নিয়েই আজ বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দিয়েছে ৷

বেঞ্চ জানায়, "2005 সালের 9 সেপ্টেম্বরে আইন কার্যকর হওয়ার আগে যদি কারও বাবার মৃত্যু হয়ে থাকে তাহলেও মেয়েরা তাদের অধিকার দাবি করতে পারবে। 2004 সালের 20 ডিসেম্বরে আগে যদি কারও বিয়ে হয়ে থাকে কিংবা কেউ যদি আলাদা হয়ে যান কিংবা পরিবারের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলেও তিনি তাঁর অধিকার দাবি করতে পারবেন । এর জন্য 2005 সাল পর্যন্ত তাঁর বাবার বেঁচে থাকা জরুরি নয় । অর্থাৎ আইন কার্যকরের আগে যদি কারও বাবার মৃত্যু হয় তাহলেও তিনি অধিকার দাবি করতে পারবেন ।"

এই রায়ে হিন্দু উত্তরাধিকার আইন, 1956-এর সংশোধনীতে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে । এর ফলে মেয়েদের পৈত্রিক সম্পত্তিতে সমানাধিকার আরও পোক্ত হয়েছে । বেঞ্চের পর্যবেক্ষণ, "মেয়েরা 6 নম্বর ধারা অনুসারে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত হতে পারে না । সুতরাং আমরা অনুরোধ করছি যে এই বিষয়ে জমে থাকা মামলাগুলো যথাসম্ভব ছয় মাসের মধ্যেই রায় দেওয়া উচিত।"

দিল্লি, 11 অগাস্ট: 2005 সালের আগেও পৈত্রিক সম্পত্তিতে হিন্দু মহিলারাও সমানাধিকার পাবে ৷ জানাল সুপ্রিম কোর্ট । রায় দিতে গিয়ে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, "একজন মেয়ে সারাজীবনের জন্য মেয়েই থাকে ৷"

পৈত্রিক সম্পত্তিতে হিন্দু মহিলাদের সমানাধিকার আগেই দেওয়া হয়েছিল ৷ কিন্তু 2005 সালের আগে কারও বাবা মারা গেলে সেই সম্পত্তিতে মেয়ের অধিকার থাকবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ আজ সেই ধোঁয়াশা দূর করে সুপ্রিম কোর্ট বলে, "2005 সালের আগে কেউ মারা গেলে সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমানাধিকার থাকবে ৷"

1956 সালের হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে 2005 সালে নতুন আইন কার্যকর হয় ৷ সেখানে বলা হয়, ছেলেদের মতো পৈত্রিক সম্পত্তিতে মেয়েরাও সমানাধিকার পাবে ৷ 2005 সালের আগে এই আইন কার্যকর হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ এই নিয়ে বিভিন্ন আদালতে মামলা শুরু হয় ৷ সেইসব মামলা নিয়েই আজ বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দিয়েছে ৷

বেঞ্চ জানায়, "2005 সালের 9 সেপ্টেম্বরে আইন কার্যকর হওয়ার আগে যদি কারও বাবার মৃত্যু হয়ে থাকে তাহলেও মেয়েরা তাদের অধিকার দাবি করতে পারবে। 2004 সালের 20 ডিসেম্বরে আগে যদি কারও বিয়ে হয়ে থাকে কিংবা কেউ যদি আলাদা হয়ে যান কিংবা পরিবারের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলেও তিনি তাঁর অধিকার দাবি করতে পারবেন । এর জন্য 2005 সাল পর্যন্ত তাঁর বাবার বেঁচে থাকা জরুরি নয় । অর্থাৎ আইন কার্যকরের আগে যদি কারও বাবার মৃত্যু হয় তাহলেও তিনি অধিকার দাবি করতে পারবেন ।"

এই রায়ে হিন্দু উত্তরাধিকার আইন, 1956-এর সংশোধনীতে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে । এর ফলে মেয়েদের পৈত্রিক সম্পত্তিতে সমানাধিকার আরও পোক্ত হয়েছে । বেঞ্চের পর্যবেক্ষণ, "মেয়েরা 6 নম্বর ধারা অনুসারে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত হতে পারে না । সুতরাং আমরা অনুরোধ করছি যে এই বিষয়ে জমে থাকা মামলাগুলো যথাসম্ভব ছয় মাসের মধ্যেই রায় দেওয়া উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.