ETV Bharat / bharat

স্বর্ণপদক প্রত্যাখান, সমাবর্তন অনুষ্ঠানে বাদ কৃতি ছাত্রী

author img

By

Published : Dec 24, 2019, 10:37 AM IST

Updated : Dec 24, 2019, 11:13 AM IST

পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক নেওয়ার কথা ছিল কৃতি ছাত্রীর ৷ কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি ৷ অভিযোগ, তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় ৷

রবিহা আবদুরহিম
রবিহা আবদুরহিম

পুদুচেরি, 24 ডিসেম্বর : পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অনুষ্ঠানে স্বর্ণপদক নেওয়ার কথা ছিল M.A-তে স্বর্ণপদকজয়ী রাবিহা আবদুরহিমের ৷ কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি ৷ অভিযোগ, তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় ৷

রাবিহা জানান, "কেন আমাকে বাইরে পাঠানো হয় জানি না ৷ তবে, পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের আমাকে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চায় ৷ তারা বলে, অন্যরকমভাবে স্কার্ফ পরার কারণে হয়তো ঢুকতে দেওয়া হয়নি ৷ আমার মনে হয়, এ'কারণেই আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে কেউই আমাকে মুখের উপর কিছু বলেনি ৷"

তিনি আরও জানান, "তারা যখন স্বর্ণপদক পাওয়ার জন্য মঞ্চে আসতে বলেছিল ৷ আমি তা প্রত্যাখ্যান করেছি ৷ আমি স্বর্ণপদক চাইনি কারণ, ভারতে যা ঘটছে তা আরও খারাপ ৷ NRC, CAA-র বিরুদ্ধে যারা শান্তিপূর্ণভাবে লড়াই করে চলেছে, আমি তাদের পক্ষে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷"

পুদুচেরি, 24 ডিসেম্বর : পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অনুষ্ঠানে স্বর্ণপদক নেওয়ার কথা ছিল M.A-তে স্বর্ণপদকজয়ী রাবিহা আবদুরহিমের ৷ কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তা প্রত্যাখ্যান করেন তিনি ৷ অভিযোগ, তাঁকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় ৷

রাবিহা জানান, "কেন আমাকে বাইরে পাঠানো হয় জানি না ৷ তবে, পুলিশ অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের আমাকে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চায় ৷ তারা বলে, অন্যরকমভাবে স্কার্ফ পরার কারণে হয়তো ঢুকতে দেওয়া হয়নি ৷ আমার মনে হয়, এ'কারণেই আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে কেউই আমাকে মুখের উপর কিছু বলেনি ৷"

তিনি আরও জানান, "তারা যখন স্বর্ণপদক পাওয়ার জন্য মঞ্চে আসতে বলেছিল ৷ আমি তা প্রত্যাখ্যান করেছি ৷ আমি স্বর্ণপদক চাইনি কারণ, ভারতে যা ঘটছে তা আরও খারাপ ৷ NRC, CAA-র বিরুদ্ধে যারা শান্তিপূর্ণভাবে লড়াই করে চলেছে, আমি তাদের পক্ষে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি ৷"

New Delhi, Dec 24 (ANI): People took refuge in night shelters as mercury level dips in the national capital. They took night shelter near Hanuman Mandir in Yamuna Bazar area. These government-supported night shelters have become heaven for homeless people. They are provided with free blankets, pillows. Temperature has dropped down in Delhi due to snowfall in parts of North India.
Last Updated : Dec 24, 2019, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.