পালঘর (মহারাষ্ট্র), 22 জুলাই : বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল যাত্রীরা । অবশেষে মুম্বাইয়ের নালাসোপাড়া রেলস্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে ।
এক অফিস যাত্রী বলেন, সকাল থেকেই হঠাৎ করে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (MSRTC) বাস চলাচল বন্ধ করে দিয়েছে । এর ফলে বিপাকে পড়েছে বেসরকারি সংস্থার কর্মীরা । গন্তব্যে পৌঁছাতে তারা বাস পরিষেবা অভ্যস্ত । বাস পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন গুলিতে উঠতে পারেনি । পরে অবশ্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । মূলত লোকাল ট্রেন চালু করার দাবিতে রেল রোকো আন্দোলনে নেমেছিল যাত্রা ।
কোরোনা প্রাদুর্ভাবে চলতি বছরের মার্চ মাস থেকে পরিবহন পরিষেবাগুলি বন্ধ ছিল । গত মাসে মুম্বাইতে শহরতলির ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে ।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বাস পরিষেবা না মেলায় সকাল আটটা নাগাদ নালাসোপারা রেলস্টেশনে বাস যাত্রীরা ট্রেন ধরার চেষ্টা করে । ট্রেন থামানোর চেষ্টা করে, রেলওয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
ওই কর্মকর্তা আরও জানান, বাস পরিষেবা হঠাৎ বন্ধ হওয়ায় স্টেশনের বাইরে বাসযাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । তারপর তারা স্টেশনে ঢুকে ট্রেন থামিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল । ফের ট্রেন পরিষেবা চালু করা হয় ।
মুম্বই, থানে, পালঘর এবং রায়গড় থেকে আসা যাত্রীরা দাবি করছে, লোকাল ট্রেন পরিষেবা হল দেশের একমাত্র বাণিজ্যিক সংস্থান । তা অবিলম্বে চালু করা হোক । এবং বিভিন্ন পেশার শ্রমিকদের এক মাস সুলভে ভ্রমণের পরিষেবা দেওয়া হোক ।
মুম্বই, থানে, পালঘর এবং রায়গড় এই চারটি জেলা মুম্বাই মেট্রোপলিটন এলাকার মধ্যে পড়ে । যেখানে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মিলেছে এবং মৃত্যু হয়েছে ।