ETV Bharat / bharat

কুর্নুলে 144 ধারা অমান্য করে লাঠিখেলা, জখম প্রায় 50

এবছর এই লাঠি খেলা রুখতে তৎপর ছিল পুলিশ ৷ জারি ছিল 144 ধারা ৷ শহরের প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছিল ।

Stick fight festival held in Andhra's Kurnool despite ban, 50 injured
কুরনুলে 144 ধারা অমান্য করে লাঠিখেলা, জখম প্রায় 50
author img

By

Published : Oct 27, 2020, 9:02 PM IST

কুর্নুল, 27 অক্টোবর : বন্নি উৎসবে অংশ নিয়ে আহত হল প্রায় 50 জন ৷ অন্ধ্রপ্রদেশের বন্নি উৎসব বা লাঠি খেলা উৎসবে অংশ নিয়ে আহত হয়েছে তারা ৷ কুর্নুলের দেভারাগাট্টু গ্রামে এবছর লাঠি খেলা উৎসব পালিত হয় ৷ প্রতি বছর দশেরার পর দিন এই লাঠি খেলার আয়োজন করা হয় ৷ যদিও এবছর কোরোনা সংক্রমণের কারণে প্রশাসন থেকে এই লাঠি খেলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

এবছর এই লাঠি খেলা রুখতে তৎপর ছিল পুলিশ ৷ জারি ছিল 144 ধারা ৷ শহরের প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছিল । তাও কোনওভাবেই বন্ধ করা গেল না লাঠি খেলা ৷ পুলিশ ও প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে প্রায় রাত 10টা 30 নাগাদ অনেকে একত্রিত হয়ে লাঠি নিয়ে মারপিট শুরু করে ৷ অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারেনি পুলিশ ৷ প্রায় ভোর পর্যন্ত চলে এই লাঠিখেলা ৷ এরই মাঝে প্রায় 50 জন জখম হয় ৷

কোরোনা সংক্রমণের জেরে চলতি বছর কুর্নুলের দেভারাগাট্টু গ্রামে বাতিল করে দেওয়া হয় এই লাঠি খেলা ৷ স্থানীয় ভাষায় যা বন্নি উৎসব ৷ অন্ধ্রপ্রদেশ - কর্নাটক সীমান্তে 11টি চেকপোস্ট তৈরি করে পুলিশ ৷ বাতিল করা হয় কর্নাটকের RTC বাস পরিষেবাও ৷ কর্নাটক থেকে অলুরু, হোলাগোন্ডা ও হারাহারভি মন্ডলের বাস বাতিল করা হয় ৷ দেভারাগাট্টু ও আশপাশের এলাকায় পুলিশ 144 ধারা জারি করে ৷

কুর্নুল, 27 অক্টোবর : বন্নি উৎসবে অংশ নিয়ে আহত হল প্রায় 50 জন ৷ অন্ধ্রপ্রদেশের বন্নি উৎসব বা লাঠি খেলা উৎসবে অংশ নিয়ে আহত হয়েছে তারা ৷ কুর্নুলের দেভারাগাট্টু গ্রামে এবছর লাঠি খেলা উৎসব পালিত হয় ৷ প্রতি বছর দশেরার পর দিন এই লাঠি খেলার আয়োজন করা হয় ৷ যদিও এবছর কোরোনা সংক্রমণের কারণে প্রশাসন থেকে এই লাঠি খেলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ৷

এবছর এই লাঠি খেলা রুখতে তৎপর ছিল পুলিশ ৷ জারি ছিল 144 ধারা ৷ শহরের প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হচ্ছিল । তাও কোনওভাবেই বন্ধ করা গেল না লাঠি খেলা ৷ পুলিশ ও প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে প্রায় রাত 10টা 30 নাগাদ অনেকে একত্রিত হয়ে লাঠি নিয়ে মারপিট শুরু করে ৷ অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারেনি পুলিশ ৷ প্রায় ভোর পর্যন্ত চলে এই লাঠিখেলা ৷ এরই মাঝে প্রায় 50 জন জখম হয় ৷

কোরোনা সংক্রমণের জেরে চলতি বছর কুর্নুলের দেভারাগাট্টু গ্রামে বাতিল করে দেওয়া হয় এই লাঠি খেলা ৷ স্থানীয় ভাষায় যা বন্নি উৎসব ৷ অন্ধ্রপ্রদেশ - কর্নাটক সীমান্তে 11টি চেকপোস্ট তৈরি করে পুলিশ ৷ বাতিল করা হয় কর্নাটকের RTC বাস পরিষেবাও ৷ কর্নাটক থেকে অলুরু, হোলাগোন্ডা ও হারাহারভি মন্ডলের বাস বাতিল করা হয় ৷ দেভারাগাট্টু ও আশপাশের এলাকায় পুলিশ 144 ধারা জারি করে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.