ETV Bharat / bharat

"আমরা ভিখারি নই" - উদ্ধব ঠাকরে

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে বকেয়া GST দেওয়ার বিষয়ে আলোচনা হয় । সেই সময়ই মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ।

GST
GST
author img

By

Published : Aug 26, 2020, 7:57 PM IST

Updated : Aug 26, 2020, 9:32 PM IST

দিল্লি, 26 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) বকেয়া রাখার জন্য কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারগুলির । মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা আজ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে বকেয়া GST দেওয়ার বিষয়ে আলোচনা হয় । সেই সময়ই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ভিখারি নই । ভিক্ষা চাইছি না। এগুলি আমাদের বকেয়া । পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রের কাছ থেকে 53,000 কোটি টাকা পায়নি । কোনও তহবিল নেই । শ্রমিকদের বেতন দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে । এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি ।”

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, “রাজ্যের আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল । বর্তমানের হিসেব বলছে, পঞ্জাব চলতি অর্থ বছরে 25,000 কোটি টাকার ঘাটতি দিয়ে শেষ করবে । কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করার জন্য আমার কাছে অর্থ নেই । কীভাবে বেতন এবং অন্যান্য ক্ষতিপূরণ দেব জানি না । আমরা ইতিমধ্যে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় 500 কোটি টাকা ব্যয় করেছি । কেন্দ্র বকেয়া GST এখনও পূরণ করেনি ।" মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও অন্যান্য মুখ্যমন্ত্রীদের তাঁদের অধিকারের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন । তাঁর কথায়, “প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের অধিকারের জন্য লড়বেন না পিছিয়ে আসব । যদি আমাদের লড়াই করতে হয় তবে আমাদের যেকোনও মূল্যে তা করতে হবে । এপ্রিল থেকে রাজ্যগুলি বকেয়া GST পায়নি । এই বকেয়া করের পরিমাণ দিনের পর দিন বাড়ছে । কেন্দ্রকে বহুবার চিঠি দেওয়া হয়েছে । কখনও উত্তর মেলে, কখনও মেলে না ।”

সোনিয়া গান্ধি বৈঠকে বলেন, “11 অগাস্ট অর্থ স্থায়ী কমিটির বৈঠকে ভারত সরকারের অর্থসচিব বলেছিলেন, কেন্দ্র চলতি বছরের জন্য 14% বাধ্যতামূলক GST দেওয়ার মতো জায়গায় নেই । এটি মোদি সরকারের বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু নয় ।” এদিকে, কেন্দ্রের রিলিজ়ে বেশি প্রভাবিত রাজ্যগুলিতে GST দেওয়া নিয়ে আগামীকাল বৈঠক করবে GST কাউন্সিল ।

দিল্লি, 26 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) বকেয়া রাখার জন্য কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারগুলির । মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা আজ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে পঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে বকেয়া GST দেওয়ার বিষয়ে আলোচনা হয় । সেই সময়ই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ভিখারি নই । ভিক্ষা চাইছি না। এগুলি আমাদের বকেয়া । পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রের কাছ থেকে 53,000 কোটি টাকা পায়নি । কোনও তহবিল নেই । শ্রমিকদের বেতন দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে । এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি ।”

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, “রাজ্যের আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল । বর্তমানের হিসেব বলছে, পঞ্জাব চলতি অর্থ বছরে 25,000 কোটি টাকার ঘাটতি দিয়ে শেষ করবে । কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করার জন্য আমার কাছে অর্থ নেই । কীভাবে বেতন এবং অন্যান্য ক্ষতিপূরণ দেব জানি না । আমরা ইতিমধ্যে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় 500 কোটি টাকা ব্যয় করেছি । কেন্দ্র বকেয়া GST এখনও পূরণ করেনি ।" মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও অন্যান্য মুখ্যমন্ত্রীদের তাঁদের অধিকারের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন । তাঁর কথায়, “প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের অধিকারের জন্য লড়বেন না পিছিয়ে আসব । যদি আমাদের লড়াই করতে হয় তবে আমাদের যেকোনও মূল্যে তা করতে হবে । এপ্রিল থেকে রাজ্যগুলি বকেয়া GST পায়নি । এই বকেয়া করের পরিমাণ দিনের পর দিন বাড়ছে । কেন্দ্রকে বহুবার চিঠি দেওয়া হয়েছে । কখনও উত্তর মেলে, কখনও মেলে না ।”

সোনিয়া গান্ধি বৈঠকে বলেন, “11 অগাস্ট অর্থ স্থায়ী কমিটির বৈঠকে ভারত সরকারের অর্থসচিব বলেছিলেন, কেন্দ্র চলতি বছরের জন্য 14% বাধ্যতামূলক GST দেওয়ার মতো জায়গায় নেই । এটি মোদি সরকারের বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু নয় ।” এদিকে, কেন্দ্রের রিলিজ়ে বেশি প্রভাবিত রাজ্যগুলিতে GST দেওয়া নিয়ে আগামীকাল বৈঠক করবে GST কাউন্সিল ।

Last Updated : Aug 26, 2020, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.