ETV Bharat / bharat

শ্রীলঙ্কায় ISIS দমন অভিযান : 6 শিশু সহ খতম 15 - colombo

কলম্বোয় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে মৃত্যু হল মোট 15 জনের । এরমধ্যে তিন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 8:27 AM IST

Updated : Apr 27, 2019, 10:02 AM IST

কলম্বো, 27 এপ্রিল : জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে মৃত্যু হল মোট 15 জনের । এরমধ্যে তিন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় । এর জেরে 3 মহিলা ও 6 শিশুর মৃত্যু হয়েছে । বাকিদের গুলি করে খতম করা হয়েছে । গতকাল রাত থেকেই শ্রীলঙ্কার পূর্বে কালমুনাই শহরে চলছে জঙ্গি দমন অভিযান ।

রাতে একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী । জওয়ানদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । জবাব দেয় সেনা । এরপরই তিনটি আত্মঘাতী বিস্ফোরণ হয় । মহিলা, শিশুসহ মৃত্যু হয় মোট 12 জনের । পরে সেনার গুলিতে আরও 3 জঙ্গি খতম হয় ।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, "আমরা আত্মঘাতী বোমারু সহ মোট 15 জনের দেহ উদ্ধার করেছি । জঙ্গিদের গুলিতে একজন নাগরিকও মারা গেছে । তিনজন জখম । তবে, নিরাপত্তারক্ষী বাহিনীর ক্ষয়ক্ষতি হয়নি । "

কালমুনাইতে আগে থেকেই যৌথ অভিযান চলছিল । কারণ, বিস্ফোরণের আগে এখান থেকেই ভিডিয়ো রেকর্ড করে ISIS নেতা আবু বকর-আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছিল ইসলামিক চরমপন্থী সংগঠনের জঙ্গিরা । গতকালের অভিযানের পর ওই বাড়ি থেকে ISIS-র পতাকা, 150টি ডায়নামাইট ও প্রায় 1 লাখ বল বিয়ারিং বাজেয়াপ্ত হয়েছে ।

এর আগে ইস্টার সানডের দিন কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ হয় । মৃত্যু হয় 253 জনের । হামলার দায় স্বীকার করে ISIS । হামলার পরপরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় । বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করে পুলিশ ।

কলম্বো, 27 এপ্রিল : জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে মৃত্যু হল মোট 15 জনের । এরমধ্যে তিন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় । এর জেরে 3 মহিলা ও 6 শিশুর মৃত্যু হয়েছে । বাকিদের গুলি করে খতম করা হয়েছে । গতকাল রাত থেকেই শ্রীলঙ্কার পূর্বে কালমুনাই শহরে চলছে জঙ্গি দমন অভিযান ।

রাতে একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী । জওয়ানদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । জবাব দেয় সেনা । এরপরই তিনটি আত্মঘাতী বিস্ফোরণ হয় । মহিলা, শিশুসহ মৃত্যু হয় মোট 12 জনের । পরে সেনার গুলিতে আরও 3 জঙ্গি খতম হয় ।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, "আমরা আত্মঘাতী বোমারু সহ মোট 15 জনের দেহ উদ্ধার করেছি । জঙ্গিদের গুলিতে একজন নাগরিকও মারা গেছে । তিনজন জখম । তবে, নিরাপত্তারক্ষী বাহিনীর ক্ষয়ক্ষতি হয়নি । "

কালমুনাইতে আগে থেকেই যৌথ অভিযান চলছিল । কারণ, বিস্ফোরণের আগে এখান থেকেই ভিডিয়ো রেকর্ড করে ISIS নেতা আবু বকর-আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছিল ইসলামিক চরমপন্থী সংগঠনের জঙ্গিরা । গতকালের অভিযানের পর ওই বাড়ি থেকে ISIS-র পতাকা, 150টি ডায়নামাইট ও প্রায় 1 লাখ বল বিয়ারিং বাজেয়াপ্ত হয়েছে ।

এর আগে ইস্টার সানডের দিন কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ হয় । মৃত্যু হয় 253 জনের । হামলার দায় স্বীকার করে ISIS । হামলার পরপরই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় । বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করে পুলিশ ।

Varanasi (Uttar Pradesh), Apr 26, (ANI): Parkash Singh Badal accompanied Prime Minister Narendra Modi at Collectorate office on Friday for filing nominations today. While talking to ANI he said, "Shiromani Akali Dal is the oldest party of India. Our relation with BJP is very close, the relation is not political, and it is very pure relation. We were the first party to support BJP and we are supporting them till now. 'Mahagathbandhan' is nothing and these types of alliances always break. People of India have to think, who should be their next Prime Minister. Name anyone, who can compete against PM Narendra Modi. Rahul Gandhi in front of Narendra Modi is like an ant in front of an elephant".

Last Updated : Apr 27, 2019, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.