ETV Bharat / bharat

সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা রানিগঞ্জে - সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো রানিগঞ্জে

রাজ্য সরকারের সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা ছড়াল রানিগঞ্জে । গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলনের জেরে বন্ধ সোলার প্ল্যান্টের কাজ । ঘটনাস্থানে যায় রানিগঞ্জ থানার পুলিশ ।

Solar project raniganj
সোলার প্রযেক্ট ঘিরে উত্তেজনা
author img

By

Published : Dec 20, 2019, 10:50 PM IST

রানিগঞ্জ, 20 ডিসেম্বর : রাজ্য সরকারের সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা ছড়াল রানিগঞ্জে । গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলনের জেরে বন্ধ সোলার প্ল্যান্টের কাজ । রানিগঞ্জের চলবলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে । আজ সকাল থেকে গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলনের জেরে রাজ্য সরকারের সোলার প্ল্যান্ট তৈরির কাজ ঘিরে উত্তেজনা ছড়াল । গ্রামবাসীদের আন্দোলনের জেরে সোলার প্লান্ট তৈরির কাজ আপাতত বন্ধ । ঘটনাস্থলে যায় রানিগঞ্জ থানার পুলিশ ।

বিক্ষোভকারীরা প্রজেক্ট ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় । তাদের বক্তব্য "কয়েকদিন ধরে চলবলপুর গ্রামে বিক্রম সোলার প্লান্ট নামে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে । 52 একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে প্ল্যান্ট । বড় বড় মেশিনপত্র থেকে শুরু করে লোহার খুঁটি বসানো হয়েছে মাটির মধ্যে । 52 একর জায়গাজুড়ে লোহার তারের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে গোটা জায়গাটিকে ।"

সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা

যেখানে প্ল্যান্ট তৈরির কাজ চলছে সেখানে গ্রামের মানুষ কৃষিকাজ করে অর্থ উপার্জন করত । তিনটি পুকুর রয়েছে ওই জায়গাটি উপর । পুকুরের জল প্রয়োজনীয় কাজে ব্যবহার করে গ্রামবাসীরা । পুকুরগুলো ভরাট করলে জলের সমস্যা গ্রামে । অন্যদিকে প্রচুর পুরানো বড় বড় গাছ কাটার অভিযোগ ওঠে সরকারের সোলার প্লান্ট প্রজেক্ট এর বিরুদ্ধে । একদিকে চাষের জন্য নষ্ট জমি, অন্যদিকে পুকুর ও গাছ কেটে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা । বাসিন্দাদের অভিযোগ, "গ্রামের মানুষের সঙ্গে আলোচনা না করেই সোলার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার ।"

সোলার প্লান্ট প্রজেক্ট ম্যানেজার ধীরাজ কুমার সিং বলেন, "এই কাজ WBSEDCL- এর 10 মেগাওয়াটের প্রজেক্ট । যে জায়গার উপর প্রজেক্ট তৈরি হচ্ছে সেই জায়গাটা ফাঁকা জায়গা । কোনও চাষাবাদের জমি নেই । সোলার প্লান্ট প্রজেক্ট তৈরি হওয়ার আগে তিনবার বৈঠক করা হয় চলবলপুর পঞ্চায়েত দপ্তরে । এমন কী রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসেও বৈঠক হয় ।" গ্রামবাসীদের আন্দোলনের জেরে প্রজেক্ট তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ক্ষতির আশঙ্কা করছেন তিনি ।

রানিগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, " বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷" খুব শিগগিরই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী তিনি ।

রানিগঞ্জ, 20 ডিসেম্বর : রাজ্য সরকারের সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা ছড়াল রানিগঞ্জে । গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলনের জেরে বন্ধ সোলার প্ল্যান্টের কাজ । রানিগঞ্জের চলবলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে । আজ সকাল থেকে গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলনের জেরে রাজ্য সরকারের সোলার প্ল্যান্ট তৈরির কাজ ঘিরে উত্তেজনা ছড়াল । গ্রামবাসীদের আন্দোলনের জেরে সোলার প্লান্ট তৈরির কাজ আপাতত বন্ধ । ঘটনাস্থলে যায় রানিগঞ্জ থানার পুলিশ ।

বিক্ষোভকারীরা প্রজেক্ট ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় । তাদের বক্তব্য "কয়েকদিন ধরে চলবলপুর গ্রামে বিক্রম সোলার প্লান্ট নামে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে । 52 একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে প্ল্যান্ট । বড় বড় মেশিনপত্র থেকে শুরু করে লোহার খুঁটি বসানো হয়েছে মাটির মধ্যে । 52 একর জায়গাজুড়ে লোহার তারের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে গোটা জায়গাটিকে ।"

সোলার প্ল্যান্ট তৈরিকে ঘিরে উত্তেজনা

যেখানে প্ল্যান্ট তৈরির কাজ চলছে সেখানে গ্রামের মানুষ কৃষিকাজ করে অর্থ উপার্জন করত । তিনটি পুকুর রয়েছে ওই জায়গাটি উপর । পুকুরের জল প্রয়োজনীয় কাজে ব্যবহার করে গ্রামবাসীরা । পুকুরগুলো ভরাট করলে জলের সমস্যা গ্রামে । অন্যদিকে প্রচুর পুরানো বড় বড় গাছ কাটার অভিযোগ ওঠে সরকারের সোলার প্লান্ট প্রজেক্ট এর বিরুদ্ধে । একদিকে চাষের জন্য নষ্ট জমি, অন্যদিকে পুকুর ও গাছ কেটে পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা । বাসিন্দাদের অভিযোগ, "গ্রামের মানুষের সঙ্গে আলোচনা না করেই সোলার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার ।"

সোলার প্লান্ট প্রজেক্ট ম্যানেজার ধীরাজ কুমার সিং বলেন, "এই কাজ WBSEDCL- এর 10 মেগাওয়াটের প্রজেক্ট । যে জায়গার উপর প্রজেক্ট তৈরি হচ্ছে সেই জায়গাটা ফাঁকা জায়গা । কোনও চাষাবাদের জমি নেই । সোলার প্লান্ট প্রজেক্ট তৈরি হওয়ার আগে তিনবার বৈঠক করা হয় চলবলপুর পঞ্চায়েত দপ্তরে । এমন কী রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসেও বৈঠক হয় ।" গ্রামবাসীদের আন্দোলনের জেরে প্রজেক্ট তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ক্ষতির আশঙ্কা করছেন তিনি ।

রানিগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, " বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷" খুব শিগগিরই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী তিনি ।

Intro:রাজ্য সরকারের সোলার প্লান্ট তৈরিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো রানীগঞ্জে ! দফায় দফায় গ্রামবাসীদের আন্দোলনের জেরে বন্ধ রাজ্য সরকারের তৈরী সোলার প্লান্টের কাজ । ঘটনাটি রানীগঞ্জের চলবলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ ।

আজ সকাল থেকে গ্রামবাসীদের দফায় দফায় আন্দোলন রাজ্য সরকারের সোলার প্লান্ট তৈরিকে ঘিরে । প্রজেক্ট ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । গ্রামবাসীদের আন্দোলনের জেরে সোলার প্লান্ট তৈরির কাজ বন্ধ । ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে ।

বিক্ষোভকারী গ্রামবাসীরা জানান " গত কয়েকদিন ধরে চলবলপুর গ্রামে বিক্রম সোলার প্লান্ট নামক একটি প্রজেক্ট তৈরি হচ্ছে । ৫২ একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে প্লান্টি। বড় বড় মেশিন পত্র থেকে শুরু করে লোহার পোল বসানো হয়েছে মাটির মধ্যে । ৫২ একর জায়গা জুড়ে লোহার তারের বেরিকেড দিয়ে ঘেরা হয়েছে গোটা জায়গাটিকে ।

ওই জায়গার ওপর গ্রামের মানুষ চাষবাস করে অর্থ উপার্জন করতো । তিনটি পুকুর রয়েছে ওই জায়গাটি উপর । পুকুরের জল প্রয়োজনীয় কাজে ব্যবহার করে গ্রামবাসীরা । পুকুরগুলো ভরাট করলে জলের সমস্যা গ্রামে । অন্যদিকে প্রচুর পুরনো বড় বড় গাছ কাটার অভিযোগ ওঠে সরকারের সোলার প্লান্ট প্রজেক্ট এর বিরুদ্ধে । একদিকে চাষের জন্য নষ্ট অন্যদিকে পুকুর ও গাছ কেটে পরিবেশ নষ্টের অভিযোগ উঠল রাজ্য সরকারের তৈরি সোলার প্লান্ট প্রজেক্ট এর বিরুদ্ধে ।

অন্যদিকে গ্রাম বাসিন্দাদের অভিযোগ ' গ্রামের মানুষের সঙ্গে বৈঠক অথবা আলোচনা না করেই সোলার প্ল্যান তৈরি করছে ।

সোলার প্লান্ট প্রজেক্ট ম্যানেজার ধীরাজ কুমার সিং জানান " WBSEDCL- প্রজেক্ট ! 10 মেগাওয়াটের প্রজেক্ট । যে জায়গার ওপর প্রজেক্ট তৈরি হচ্ছে সেই জায়গাটা ফাঁকা জায়গা। নেই কোন চাষাবাদের জমি । সোলার প্লান্ট প্রজেক্ট তৈরি হওয়ার আগে তিনবার বৈঠক ও আলোচনা হয় চলবলপুর পঞ্চায়েত দপ্তরের । এমনকি রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসেও বৈঠক হয় । গ্রামবাসীদের আন্দোলনের জেরে প্রজেক্ট তৈরীর কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ক্ষতি আশঙ্কা মনে করছেন তিনি ।


রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান " বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ! খুব শিগগিরই সমস্যা মিটে যাবে বলে জানান তিনি ।



Body:।


Conclusion:।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.