ETV Bharat / bharat

ফুটপাথে ঘুমন্ত 7 জনকে পিষে দিল বাস - Uttarpradesh road accident

গঙ্গাস্নান সেরে বাড়ি ফেরার পথে রাতে ফুটপাথে ঘুমিয়েছিলেন 7 জন ৷ দ্রুতগতিতে আসা একটি বাস তাঁদের পিষে দেয় ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গঙ্গাঘাট এলাকার ৷

ছবি
author img

By

Published : Oct 11, 2019, 8:30 AM IST

Updated : Oct 11, 2019, 12:18 PM IST

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 11 অক্টোবর : ফুটপাথে ঘুমন্ত একই পরিবারের 7 জনকে পিষে দিল বাস ৷ মৃতদের মধ্যে 4 জন মহিলা এবং তিন শিশু ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গঙ্গাঘাট এলাকার ৷

জানা গেছে, গঙ্গায় স্নানের জন্য তিন শিশুসহ ওই সাতজন হাথরস থেকে নরৌরা ঘাট এসেছিলেন ৷ রাতে গঙ্গাঘাট এলাকায় তাঁরা ফুটপাথে ঘুমিয়েছিলেন ৷ আজ ভোরে দ্রুতগতিতে এসে বাসটি ফুটপাথে উঠে সবাইকে পিষে দেয় ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যান ৷

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃতদের নাম- ফুলবতী সিং (65), মালা দেবী (32), শীলা দেবী (35), রেনু (22), সঞ্জনা (4), কল্পনা (3), যোগিতা (5) ৷

বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 11 অক্টোবর : ফুটপাথে ঘুমন্ত একই পরিবারের 7 জনকে পিষে দিল বাস ৷ মৃতদের মধ্যে 4 জন মহিলা এবং তিন শিশু ৷ দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার গঙ্গাঘাট এলাকার ৷

জানা গেছে, গঙ্গায় স্নানের জন্য তিন শিশুসহ ওই সাতজন হাথরস থেকে নরৌরা ঘাট এসেছিলেন ৷ রাতে গঙ্গাঘাট এলাকায় তাঁরা ফুটপাথে ঘুমিয়েছিলেন ৷ আজ ভোরে দ্রুতগতিতে এসে বাসটি ফুটপাথে উঠে সবাইকে পিষে দেয় ৷ দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যান ৷

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ মৃতদের নাম- ফুলবতী সিং (65), মালা দেবী (32), শীলা দেবী (35), রেনু (22), সঞ্জনা (4), কল্পনা (3), যোগিতা (5) ৷

Moroni (Comoros), Oct 11 (ANI): Vice President Venkaiah Naidu arrived in Comoros's Moroni on October 10. He is on a five-day visit to the Union of Comoros and Sierra Leone with an aim to intensify India's bilateral ties with the African continent. While addressing the Indian Diaspora in Comoros's Moroni on October 10, Vice President M Venkaiah Naidu said, "Happy to know that Indian cultural heritage has been kept alive and that most of the Indian festivals are celebrated by entire community." "I am happy that Indian Diaspora enjoys reputation of being peace-loving community," Naidu added.
Last Updated : Oct 11, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.