ETV Bharat / bharat

কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হল কেরালায় । চারমাসের এই বর্ষাকালে দেশের বৃষ্টিপাতের 75 শতাংশ বৃষ্টি হয় ।

author img

By

Published : Jun 1, 2020, 1:01 PM IST

কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি
কেরালায় শুরু দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি

দিল্লি, 1 জুন : কেরালায় শুরু হল দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি । চারমাসের বর্ষাকালের শুরুও হল আজ থেকে । আজ এমনই জানানো হল মৌসম ভবনের তরফে ।

মৌসম ভবনের ডাইরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "কেরেলায় দক্ষিণ-পশ্চিম বর্ষার শুরু হল ।" জুন থেকে সেপ্টেম্বরে চার মাসের বর্ষাকালে দেশের 75 শতাংশ বৃষ্টিপাত হয় ।

স্কাইমেটের তরফে 30 মে বর্ষার পূর্বাভাস করা হয়েছিল । তবে, তার সঙ্গে মেলেনি মৌসম ভবনের পূর্বাভাস । মৌসম ভবনের তরফে বলা হয়েছিল, স্কাইমেটের তরফে সেই সময় করা ঘোষণার জন্য উপযুক্ত যুক্তি ছিল না ।

দিল্লি, 1 জুন : কেরালায় শুরু হল দক্ষিণ-পশ্চিম বর্ষার প্রথম বৃষ্টি । চারমাসের বর্ষাকালের শুরুও হল আজ থেকে । আজ এমনই জানানো হল মৌসম ভবনের তরফে ।

মৌসম ভবনের ডাইরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "কেরেলায় দক্ষিণ-পশ্চিম বর্ষার শুরু হল ।" জুন থেকে সেপ্টেম্বরে চার মাসের বর্ষাকালে দেশের 75 শতাংশ বৃষ্টিপাত হয় ।

স্কাইমেটের তরফে 30 মে বর্ষার পূর্বাভাস করা হয়েছিল । তবে, তার সঙ্গে মেলেনি মৌসম ভবনের পূর্বাভাস । মৌসম ভবনের তরফে বলা হয়েছিল, স্কাইমেটের তরফে সেই সময় করা ঘোষণার জন্য উপযুক্ত যুক্তি ছিল না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.