ETV Bharat / bharat

ভিনরাজ্যে আটকে পড়া 1.9 লাখ মানুষকে গন্তব্যে পৌঁছে দিয়েছে দক্ষিণ-পশ্চিম রেল

author img

By

Published : May 24, 2020, 3:44 PM IST

পর্যাপ্ত খাবারের প্যাকেট, জল সরবরাহ করা হচ্ছে সকলের মধ্যে । পাশাপাশি আগামীদিনে এই যাত্রা যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্য বাচ্চাদের দেওয়া হচ্ছে খেলনা ।

ছবি
ছবি

বেঙ্গালুরু, 24 মে : এখনও পর্যন্ত ভিনরাজ্যের 1.9 লাখ মানুষকে নির্দিষ্ট রাজ্যে পৌঁছে দিয়েছে দক্ষিণ- পশ্চিম রেল । লকডাউনের তৃতীয় দফা চলাকালীনই বিশেষ ট্রেন চালানোর অনুমতি মিললে তারা পরিষেবা চালু করে । এর জন্য এখনও পর্যন্ত 135 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে তারা ।

রেলের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাদি এবিষয়ে জানিয়েছেন, দক্ষিণ- পশ্চিম রেলের তরফে উপযুক্ত ব্যবস্থার সঙ্গে শ্রমিক ও ভিনরাজ্যে আটকে মানুষদের ফেরাতে আরও বিশেষ ট্রেন চালানো হবে । রাজ্যগুলির যেরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী বিশেষ ট্রেন চালানো হবে। এবং নিজেদের রাজ্যে ফিরতে পারবেন সকলে । এক্ষেত্রে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কোনও স্টপেজ ছাড়াই ট্রেন চলবে ।

দক্ষিণ-পশ্চিম রেলের তরফে কোরোনার সমস্ত নির্দেশিকা মেনে যাত্রীদের ট্রেনে তোলা হচ্ছে । চলছে থার্মাল স্ক্রিনিং । পর্যাপ্ত খাবারের প্যাকেট, জল সরবরাহ করা হচ্ছে সকলের মধ্যে । এর পাশাপাশি আগামীদিনে এই যাত্রা যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্য বাচ্চাদের দেওয়া হচ্ছে খেলনা ।

বেঙ্গালুরু, 24 মে : এখনও পর্যন্ত ভিনরাজ্যের 1.9 লাখ মানুষকে নির্দিষ্ট রাজ্যে পৌঁছে দিয়েছে দক্ষিণ- পশ্চিম রেল । লকডাউনের তৃতীয় দফা চলাকালীনই বিশেষ ট্রেন চালানোর অনুমতি মিললে তারা পরিষেবা চালু করে । এর জন্য এখনও পর্যন্ত 135 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে তারা ।

রেলের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাদি এবিষয়ে জানিয়েছেন, দক্ষিণ- পশ্চিম রেলের তরফে উপযুক্ত ব্যবস্থার সঙ্গে শ্রমিক ও ভিনরাজ্যে আটকে মানুষদের ফেরাতে আরও বিশেষ ট্রেন চালানো হবে । রাজ্যগুলির যেরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী বিশেষ ট্রেন চালানো হবে। এবং নিজেদের রাজ্যে ফিরতে পারবেন সকলে । এক্ষেত্রে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কোনও স্টপেজ ছাড়াই ট্রেন চলবে ।

দক্ষিণ-পশ্চিম রেলের তরফে কোরোনার সমস্ত নির্দেশিকা মেনে যাত্রীদের ট্রেনে তোলা হচ্ছে । চলছে থার্মাল স্ক্রিনিং । পর্যাপ্ত খাবারের প্যাকেট, জল সরবরাহ করা হচ্ছে সকলের মধ্যে । এর পাশাপাশি আগামীদিনে এই যাত্রা যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্য বাচ্চাদের দেওয়া হচ্ছে খেলনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.