ETV Bharat / bharat

চার দশকে বড় আর্থিক সংকটের মুখে দক্ষিণ এশিয়া, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের - World Bank

দক্ষিণ এশিয়া যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা হল ঠিক ঝড়ের আগের পরিস্থিতি । কোরোনার জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলি বড়সড় আর্থিক সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 4:48 PM IST

দিল্লি, 12 এপ্রিল : যত দিন যাচ্ছে বিশ্বের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হচ্ছে । আর গত চার দশকে সবথেকে বড় আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে দক্ষিণ এশিয়া । এমনই আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক ।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ অন্য উন্নয়নশীল দেশ, যেখানে জনঘনত্ব বেশি এমন অনেক শহর রয়েছে , সেখানে সংক্রমণের হার প্রথম বিশ্বের দেশগুলির তুলনায় অনেকটাই কম । কিন্তু বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, কোরোনার পরবর্তী হটস্পট হতে চলেছে এইসব দেশগুলিই ।

দক্ষিণ এশিয়ার এই দেশগুলির স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই সীমিত । এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় ভারত সহ পার্শ্ববর্তী একাধিক দেশ দীর্ঘমেয়াদি লকডাউনের পথে হাঁটছে । স্তব্ধ হয়ে গেছে স্বাভাবিক জনজীবন । রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের । গরিবরা আরও গরিব হতে শুরু করেছে ।

এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের এক রিপোর্ট আশঙ্কা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল । রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এখন পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়েছে, তা ঠিক ঝড়ের আগের পরিস্থিতি । পর্যটন বন্ধ । পণ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত । জামাকাপড়ের চাহিদা নিম্নমুখী । উপভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী, বাজার থেকে মুখ ফিরিয়েছে সকলেই । সেখানে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক আর্থিক বৃদ্ধি গত বছরে ছিল 6.3 শতাংশ । কোরোনার জেরে এবছর সেই বৃদ্ধি কমে 1.8-2.8 শতাংশের আশপাশে ঘোরাফেরা করবে বলে আশঙ্কা । এখানেই শেষ নয় । দক্ষিণ এশিয়ার অর্ধেক দেশই চরম আর্থিক মন্দার মুখোমুখি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

সবথেকে বেশি সমস্যায় পড়তে পারে মালদ্বীপ । সেদেশের GDP-র সিংহভাগটাই নির্ভর করে পর্যটনের উপর । এক ধাক্কায় অনেকটাই নামতে পারে মালদ্বীপের GDP । এরপরই রয়েছে আফগানিস্তান । সেখানে 5.9 শতাংশ GDP কমার আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক । পাকিস্তানেরও GDP 2.2 শতাংশ কমতে পারে বলতে আশঙ্কা করা হচ্ছে ।

যদিও অন্য কয়েকটি দেশের তুলনায় ভারতের আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো । গত আর্থিক বছরে দেশে আর্থিক বৃদ্ধির হার ছিল 4.8-5.0 শতাংশ । আর চলতি আর্থিক বছরে 1.5-2.8 শতাংশ আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক

দিল্লি, 12 এপ্রিল : যত দিন যাচ্ছে বিশ্বের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হচ্ছে । আর গত চার দশকে সবথেকে বড় আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে দক্ষিণ এশিয়া । এমনই আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক ।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ অন্য উন্নয়নশীল দেশ, যেখানে জনঘনত্ব বেশি এমন অনেক শহর রয়েছে , সেখানে সংক্রমণের হার প্রথম বিশ্বের দেশগুলির তুলনায় অনেকটাই কম । কিন্তু বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, কোরোনার পরবর্তী হটস্পট হতে চলেছে এইসব দেশগুলিই ।

দক্ষিণ এশিয়ার এই দেশগুলির স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই সীমিত । এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলায় ভারত সহ পার্শ্ববর্তী একাধিক দেশ দীর্ঘমেয়াদি লকডাউনের পথে হাঁটছে । স্তব্ধ হয়ে গেছে স্বাভাবিক জনজীবন । রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের । গরিবরা আরও গরিব হতে শুরু করেছে ।

এই পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের এক রিপোর্ট আশঙ্কা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল । রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এখন পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়েছে, তা ঠিক ঝড়ের আগের পরিস্থিতি । পর্যটন বন্ধ । পণ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত । জামাকাপড়ের চাহিদা নিম্নমুখী । উপভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী, বাজার থেকে মুখ ফিরিয়েছে সকলেই । সেখানে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক আর্থিক বৃদ্ধি গত বছরে ছিল 6.3 শতাংশ । কোরোনার জেরে এবছর সেই বৃদ্ধি কমে 1.8-2.8 শতাংশের আশপাশে ঘোরাফেরা করবে বলে আশঙ্কা । এখানেই শেষ নয় । দক্ষিণ এশিয়ার অর্ধেক দেশই চরম আর্থিক মন্দার মুখোমুখি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

সবথেকে বেশি সমস্যায় পড়তে পারে মালদ্বীপ । সেদেশের GDP-র সিংহভাগটাই নির্ভর করে পর্যটনের উপর । এক ধাক্কায় অনেকটাই নামতে পারে মালদ্বীপের GDP । এরপরই রয়েছে আফগানিস্তান । সেখানে 5.9 শতাংশ GDP কমার আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক । পাকিস্তানেরও GDP 2.2 শতাংশ কমতে পারে বলতে আশঙ্কা করা হচ্ছে ।

যদিও অন্য কয়েকটি দেশের তুলনায় ভারতের আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো । গত আর্থিক বছরে দেশে আর্থিক বৃদ্ধির হার ছিল 4.8-5.0 শতাংশ । আর চলতি আর্থিক বছরে 1.5-2.8 শতাংশ আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.