ETV Bharat / bharat

BCCI প্রেসিডেন্টের দৌড়ে সৌরভও - BCCI AGM

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরছে ৷ তবে গতকালের বৈঠকের পর সভাপতির দৌড়ে হঠাৎ উঠে এসেছেন ব্রিজেশ প্যাটেল ৷ এদিকে সচিব পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন অমিত শাহ তনয় জয় শাহ ৷

সৌরভ
author img

By

Published : Oct 13, 2019, 2:20 PM IST

মুম্বই , 13 অক্টোবর : আগামী 23 অক্টোবর BCCI-এর বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা ৷ নতুন কার্যকর্তারা দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেটের ৷ লোধা কমিশনের সুপারিশ মতো ভারতীয় ক্রিকেট বোর্ডে কমিটি ভেঙে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেই জমানার ইতি পড়তে চলেছে 23 অক্টোবর ৷


ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী শীর্ষকর্তাদের নাম ঠিক করতে রবিবার রাতে মুম্বইতে রুদ্ধদ্বার বৈঠক বসতে চলেছে ৷ এদিকে দিল্লিতে শনিবার বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের বেশ কিছু নাম ৷ ছিলেন সৌরভ গাঙ্গুলি, অনুরাগ ঠাকুর, নিরঞ্জন শাহ , রাজীব শুক্লা ৷ সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েছিলেন এন শ্রীনিবাসন ৷ সেই বৈঠকে বোর্ডের সভাপতি ও সচিব পদের জন্য তিনজনের নাম উঠে এসেছে ৷ দৌড়ে রয়েছেন CAB সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব ব্রিজেশ প্যাটেল ৷

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরছে ৷ তবে গতকালের বৈঠকের পর সভাপতির দৌড়ে হঠাৎ উঠে এসেছেন ব্রিজেশ প্যাটেল ৷ এদিকে সচিব পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন অমিত শাহ তনয় জয় শাহ ৷

সোমবার (14 অক্টোবর) BCCI নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ তাই রবিবারের বৈঠকে অফিস বেয়ারার পদের তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ আজকের বৈঠকেই চূড়ান্ত হবে তালিকা ৷ শোনা যাচ্ছে, নির্বাচনে না অংশগ্রহণ করেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসন ৷

মুম্বই , 13 অক্টোবর : আগামী 23 অক্টোবর BCCI-এর বহু প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা ৷ নতুন কার্যকর্তারা দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেটের ৷ লোধা কমিশনের সুপারিশ মতো ভারতীয় ক্রিকেট বোর্ডে কমিটি ভেঙে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট ৷ সেই জমানার ইতি পড়তে চলেছে 23 অক্টোবর ৷


ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী শীর্ষকর্তাদের নাম ঠিক করতে রবিবার রাতে মুম্বইতে রুদ্ধদ্বার বৈঠক বসতে চলেছে ৷ এদিকে দিল্লিতে শনিবার বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের বেশ কিছু নাম ৷ ছিলেন সৌরভ গাঙ্গুলি, অনুরাগ ঠাকুর, নিরঞ্জন শাহ , রাজীব শুক্লা ৷ সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েছিলেন এন শ্রীনিবাসন ৷ সেই বৈঠকে বোর্ডের সভাপতি ও সচিব পদের জন্য তিনজনের নাম উঠে এসেছে ৷ দৌড়ে রয়েছেন CAB সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব ব্রিজেশ প্যাটেল ৷

বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে ঘুরছে ৷ তবে গতকালের বৈঠকের পর সভাপতির দৌড়ে হঠাৎ উঠে এসেছেন ব্রিজেশ প্যাটেল ৷ এদিকে সচিব পদের জন্য অনেকটা এগিয়ে রয়েছেন অমিত শাহ তনয় জয় শাহ ৷

সোমবার (14 অক্টোবর) BCCI নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ তাই রবিবারের বৈঠকে অফিস বেয়ারার পদের তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ আজকের বৈঠকেই চূড়ান্ত হবে তালিকা ৷ শোনা যাচ্ছে, নির্বাচনে না অংশগ্রহণ করেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসন ৷

Ahmedabad (Gujarat), Oct 13 (ANI): Specially-abled from Gujarat's Ahmedabad make diyas and lamps ahead of the festival of lights 'Diwali'. While speaking to ANI, "We have been making these diyas since years and people buy them from us and light up their homes." Besides diyas, handicraft items and paper bags were being displayed for the locals to buy. This year, the festival will be celebrated on October 27.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.