দিল্লি, 8 সেপ্টেম্বর : ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ুয়ারা স্কুলে যেতে পারবে । আনলক 4-এই গাইডলাইন ঘোষণা করার সময় এ-কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্র । বলা হয়েছিল, 21 সেপ্টেম্বর থেকে অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুলে যেতে পারবে । এবার এই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল (SOP)মেনে কনটেনমেন্ট জ়োনগুলির বাইরে স্কুলগুলিতে চালু করা যাবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের পঠনপাঠন প্রক্রিয়া ।
একনজরে দেখে নেওয়া যাক কী কী গাইডলাইন মেনে স্কুল পঠনপাঠন প্রক্রিয়া চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ।
- গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধির উপর । কমপক্ষে 6 ফুট শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে ।
- ফেস কভার অথবা মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ।
- ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে । কমপক্ষে 40-60 সেকেন্ড ধরে হাত ধুতে হবে । হাত যদি ময়লা নাও থাকে, তাও হাত ধুতে হবে । সম্ভব হলে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত পরিস্কার করতে হবে ।
- হাঁচি বা কাশির সময় টিশু, রুমাল বা হাত ভাঁজ করে মুখ ও নাক ঢাকতে হবে । টিশু ব্যবহার করলে, সেই টিশু ডিসপোজ় করার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে ।
- প্রত্যেককে নিজের শরীরের উপর নজর রাখতে হবে । কোনওরকম সমস্যা দেখা দিলেই তৎক্ষণাৎ তা রিপোর্ট করতে হবে ।
- যত্রতত্র থুতু ফেলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ।
- আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করা ও ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : আনলক 4 : চালু হচ্ছে মেট্রো, অভিভাবকদের অনুমতি থাকলে যাওয়া যাবে স্কুলেও
এর আগে আনলক 4 এর গাইনলাইন ঘোষণা করার সময়ে গবেষণার কাজে যুক্ত বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়াদের ল্যাবরেটরি ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র । এবার 21 সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জ়োনগুলির বাইরে স্কুল চালু করার জন্য ঘোষণা হল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল । তবে শুধুমাত্র ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের পড়ুয়াদের জন্য । বাকি ক্লাসগুলি চালু করার বিষয়ে এখনও কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি কেন্দ্রের তরফে । কেন্দ্রের আনলক 4-এর নির্দেশিকা অনুযায়ী, 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিক পঠন-পাঠন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে