দিল্লি, 16 জুন : জ্বালানির দাম কমানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । তিনি বলেন, “কোরোনা পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি সম্পূর্ণ অমানবিক এবং বিবেচনাহীন ।”
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থে কিছু করছে না । আমি অত্যন্ত দুঃখিত যে এই কঠিন সময় কেন্দ্রীয় সরকার শুধু অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে । পেট্রল এবং ডিজ়েলের দাম বৃদ্ধি হচ্ছে । পরপর দশদিন জ্বালানির দাম বৃদ্ধি করা হল ।” তাঁর অভিযোগ, “পেট্রল এবং ডিজ়েলের দাম বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 2.6 লাখ কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে । পাশাপাশি শুল্ক বাড়িয়ে দেওয়ায় বাড়তি রাজস্ব আয় করছে কেন্দ্র । আমি জ্বালানির দাম কমানোর আর্জি জানাচ্ছি । তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে উপকৃত হতে দিক কেন্দ্রীয় সরকার ।”
তিনি আরও বলেন, “কেন্দ্র যদি দেশকে আত্মনির্ভর করতে চায় তাহলে তাদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া বন্ধ হোক । সাধারণ মানুষকে উন্নতির পথের এগিয়ে যেতে দেওয়া হোক ।” তাঁর আরও দাবি, দেশে যেসব সম্পদ রয়েছে তা ব্যবহার করুক কেন্দ্রীয় সরকার এবং সাধারণ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাক । এই কঠিন সময়ে যা অত্যন্ত জরুরি । আজ নিয়ে টানা 10 দিন বাড়ল পেট্রলের দাম । প্রতি লিটারে দাম বেড়েছে 47 পয়সা ৷ ডিজ়েলের দাম বাড়ল প্রতি লিটারে 57 পয়সা ৷ আগামীদিনে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷