ETV Bharat / bharat

অর্থনীতি পুনরুদ্ধার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়া গান্ধির

author img

By

Published : Apr 25, 2020, 8:38 PM IST

দেশের অর্থনৈতিক দিকটি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট ৷ আজ দেশের MSME খাতের ব্যবসার পুনরুদ্ধারের জন্য এই চিঠি দেন তিনি ৷

Sonia Gandhi writes to PM Modi; seeks economic package for revival of MSME
অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়া গান্ধির

দিল্লি, 25 এপ্রিল : দেশের অর্থনৈতিক দিকটি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট ৷ আজ দেশের MSME খাতের ব্যবসার পুনরুদ্ধারের জন্য এই চিঠি দেন সোনিয়া গান্ধী ৷ জানা গেছে, চিঠিতে উল্লেখ রয়েছে বিষয়টি অগ্রাহ্য করা হলে দেশের অর্থনীতিতে ধ্বংসাত্মক ও বিস্তৃত প্রভাব পড়তে পারে এ কথা ৷

চিঠিতে MSME অর্থাৎ দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির স্বার্থে কিছু পরামর্শও দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সোনিয়া গান্ধি "MSME ওয়েজ প্রোটেকশন" খাতে 1 লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়ার পরামর্শ দেন ৷ এছাড়াও এই সংকটময় পরিস্থিতিতে তিনি একটি 24 ঘণ্টার হেল্পলাইন খোলারও কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, লকডাউনের কারণে প্রতিদিন প্রায় 30 হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এই সেক্টরে ৷ এই শিল্পগুলি দেশের অর্থনীতির মেরুদণ্ড ৷ এই শিল্পকে পুনরুজ্জীবনে সহায়তা করা উচিত ৷

তিনি আরও বলেন, "এই বিষয়টি অগ্রাহ্য করা হলে দেশের অর্থনীতিতে ধ্বংসাত্মক ও বিস্তৃত প্রভাব পড়তে পারে ৷ কোরোনার বিরুদ্ধে দেশবাসীর লড়াই চালানোর জন্য অর্থনীতির ঊর্ধ্বগামিতা জরুরি ৷ সরকারের উচিত এবিষয়ে মনোযোগ দেওয়া ৷ "

দিল্লি, 25 এপ্রিল : দেশের অর্থনৈতিক দিকটি পুনরুদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট ৷ আজ দেশের MSME খাতের ব্যবসার পুনরুদ্ধারের জন্য এই চিঠি দেন সোনিয়া গান্ধী ৷ জানা গেছে, চিঠিতে উল্লেখ রয়েছে বিষয়টি অগ্রাহ্য করা হলে দেশের অর্থনীতিতে ধ্বংসাত্মক ও বিস্তৃত প্রভাব পড়তে পারে এ কথা ৷

চিঠিতে MSME অর্থাৎ দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির স্বার্থে কিছু পরামর্শও দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সোনিয়া গান্ধি "MSME ওয়েজ প্রোটেকশন" খাতে 1 লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়ার পরামর্শ দেন ৷ এছাড়াও এই সংকটময় পরিস্থিতিতে তিনি একটি 24 ঘণ্টার হেল্পলাইন খোলারও কথা বলেছেন ৷ তিনি জানিয়েছেন, লকডাউনের কারণে প্রতিদিন প্রায় 30 হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এই সেক্টরে ৷ এই শিল্পগুলি দেশের অর্থনীতির মেরুদণ্ড ৷ এই শিল্পকে পুনরুজ্জীবনে সহায়তা করা উচিত ৷

তিনি আরও বলেন, "এই বিষয়টি অগ্রাহ্য করা হলে দেশের অর্থনীতিতে ধ্বংসাত্মক ও বিস্তৃত প্রভাব পড়তে পারে ৷ কোরোনার বিরুদ্ধে দেশবাসীর লড়াই চালানোর জন্য অর্থনীতির ঊর্ধ্বগামিতা জরুরি ৷ সরকারের উচিত এবিষয়ে মনোযোগ দেওয়া ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.