ETV Bharat / bharat

রাজনৈতিক স্বার্থে কুমিরের কান্না কাঁদছেন সোনিয়া, মন্তব্য নির্মলার - jamia milia incident over caa

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন সোনিয়া গান্ধি । ছাত্রদের বিক্ষোভ ও CAA-র প্রতিবাদে কংগ্রেসের অবস্থান ও জনসভা নিয়ে অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে এভাবেই আক্রমণ করলেন নির্মলা সীতারমন ।

sonia
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 8:28 AM IST

দিল্লি, 17 ডিসেম্বর: ছাত্র বিক্ষোভে সোনিয়া গান্ধির সমর্থন নিয়ে কটাক্ষ করলেন নির্মলা সীতারমন ৷ অর্থমন্ত্রীর দাবি, কুমিরের কান্না কাঁদছেন সোনিয়া এবং তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ৷

সোনিয়া গান্ধির দাবি, নরেন্দ্র মোদি সরকার আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করছে ৷ যুবশক্তির কণ্ঠরোধ করতে চাইছে BJP ৷ তবে, মোদি সরকারের শেষ দেখে ছাড়বে দেশের যুবশক্তিই ৷ সোনিয়া জানিয়েছিলেন, নিজেদের মানুষের সঙ্গেই যুদ্ধ করছে সরকার ৷

পালটা জবাব দেন নির্মলা সীতারমন । তাঁর কথায়, সোনিয়া গান্ধির মন্তব্য, 'দায়িত্বজ্ঞানহীন' ৷ তিনি 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ' করতে চাইছেন ৷ সীতারমন জানান,সোনিয়া এমন অভিযোগ করছেন যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছেন ৷ সরকারই হিংসার মূল কারণ । এটি সম্পূর্ণ ভুল ৷ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কংগ্রেস ও সোনিয়া গান্ধিকে দেশবাসীকে শান্তি রক্ষা করার আহ্বান জানানো উচিত ৷ হিংসায় মদত দেওয়া উচিত না বিরোধী দলের ৷ কিন্তু সোনিয়া তা করছেন না ৷

সোনিয়াকে কটাক্ষ করে শিখ-বিরোধী দাঙ্গার কথাও উল্লেখ করেন নির্মলা ৷ তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তর-পূর্বের অভিজ্ঞ নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন, তা কিন্তু সোনিয়া উল্লেখ করছেন না ৷ ইন্দিরা গান্ধির আমলে দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি তিহার জেলে পাঠানো হয়নি ? একটা গোটা শিক্ষাবর্ষ কি নষ্ট হয়নি? এমন প্রশ্নও তোলেন নির্মলা ৷

দিল্লি, 17 ডিসেম্বর: ছাত্র বিক্ষোভে সোনিয়া গান্ধির সমর্থন নিয়ে কটাক্ষ করলেন নির্মলা সীতারমন ৷ অর্থমন্ত্রীর দাবি, কুমিরের কান্না কাঁদছেন সোনিয়া এবং তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ৷

সোনিয়া গান্ধির দাবি, নরেন্দ্র মোদি সরকার আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করছে ৷ যুবশক্তির কণ্ঠরোধ করতে চাইছে BJP ৷ তবে, মোদি সরকারের শেষ দেখে ছাড়বে দেশের যুবশক্তিই ৷ সোনিয়া জানিয়েছিলেন, নিজেদের মানুষের সঙ্গেই যুদ্ধ করছে সরকার ৷

পালটা জবাব দেন নির্মলা সীতারমন । তাঁর কথায়, সোনিয়া গান্ধির মন্তব্য, 'দায়িত্বজ্ঞানহীন' ৷ তিনি 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ' করতে চাইছেন ৷ সীতারমন জানান,সোনিয়া এমন অভিযোগ করছেন যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরি করছেন ৷ সরকারই হিংসার মূল কারণ । এটি সম্পূর্ণ ভুল ৷ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কংগ্রেস ও সোনিয়া গান্ধিকে দেশবাসীকে শান্তি রক্ষা করার আহ্বান জানানো উচিত ৷ হিংসায় মদত দেওয়া উচিত না বিরোধী দলের ৷ কিন্তু সোনিয়া তা করছেন না ৷

সোনিয়াকে কটাক্ষ করে শিখ-বিরোধী দাঙ্গার কথাও উল্লেখ করেন নির্মলা ৷ তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তর-পূর্বের অভিজ্ঞ নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন, তা কিন্তু সোনিয়া উল্লেখ করছেন না ৷ ইন্দিরা গান্ধির আমলে দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি তিহার জেলে পাঠানো হয়নি ? একটা গোটা শিক্ষাবর্ষ কি নষ্ট হয়নি? এমন প্রশ্নও তোলেন নির্মলা ৷

Mumbai, Dec 17 (ANI): The makers and the star cast of 'Darbar' launched its trailer in Mumbai. Rajinikanth attended the event in simple casual attire. Veteran actor Suniel Shetty looked dapper at the event. The film is helmed by AR Murugadoss.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.