ETV Bharat / bharat

কোরোনা সংক্রান্ত নির্দেশিকা মানছে না একাংশ পড়ুয়া, নোটিস জারি JNU-র - Corona

ক্যাম্পাস চত্বরে অনেকেই সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন বা একসঙ্গে হাঁটতে বেরোচ্ছেন । বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রযোজ্য COVID 19 নির্দেশিকা লঙ্ঘন করায় পড়ুয়াদের উদ্দেশ্যে নোটিস জারি করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 18, 2020, 11:35 AM IST

দিল্লি, 18 এপ্রিল : বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কোরোনার নির্দেশিকা না মানায় নোটিস জারি করলেন JNU কর্তৃপক্ষ । তাতে বলা হয়েছে, নির্দেশিকা অমান্যকারী পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

নোটিসে JNU কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কমিউনিটির প্রয়োজনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন কাজ করছেন । তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে নজর রাখা হয়েছে । কিন্তু অনেক পড়ুয়াই আছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ের জারি করা COVID 19 সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করছেন । তাঁদের নির্দেশিকার ব্য়াপারে বার বার মনে করিয়ে দেওয়ার পরও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন । এর জেরে তাঁরা শুধু নিজেদেরই নয়, আশপাশের সকলকেও বিপদের মুখে ফেলছেন ।

বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রোক্টরের অফিস থেকে জারি করা নেটিসটিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিষেবার সঙ্গে যুক্ত দোকানদার বা নিরাপত্তারক্ষীদের কোনও আবেদন বা অনুরোধ মানছেন না এই পড়ুয়ারা । বিশেষ করে যখন কোনও দোকানে যাচ্ছেন তখম মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কোনওরকম নির্দেশিকারই তোয়াক্কা করছেন না । ক্যাম্পাস চত্বরে অনেকেই সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন বা একসঙ্গে হাঁটতে বেরোচ্ছেন । নোটিস জারি করে তাঁদের সকলকে COVID 19 নির্দেশিকা সক্রিয়ভাবে মেনে চলার কথা বলা হচ্ছে । এবং কেউ যদি এই নির্দেশিকা না মানেন তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

দিল্লি, 18 এপ্রিল : বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কোরোনার নির্দেশিকা না মানায় নোটিস জারি করলেন JNU কর্তৃপক্ষ । তাতে বলা হয়েছে, নির্দেশিকা অমান্যকারী পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

নোটিসে JNU কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কমিউনিটির প্রয়োজনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন কাজ করছেন । তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে নজর রাখা হয়েছে । কিন্তু অনেক পড়ুয়াই আছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ের জারি করা COVID 19 সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করছেন । তাঁদের নির্দেশিকার ব্য়াপারে বার বার মনে করিয়ে দেওয়ার পরও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন । এর জেরে তাঁরা শুধু নিজেদেরই নয়, আশপাশের সকলকেও বিপদের মুখে ফেলছেন ।

বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রোক্টরের অফিস থেকে জারি করা নেটিসটিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিষেবার সঙ্গে যুক্ত দোকানদার বা নিরাপত্তারক্ষীদের কোনও আবেদন বা অনুরোধ মানছেন না এই পড়ুয়ারা । বিশেষ করে যখন কোনও দোকানে যাচ্ছেন তখম মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কোনওরকম নির্দেশিকারই তোয়াক্কা করছেন না । ক্যাম্পাস চত্বরে অনেকেই সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন বা একসঙ্গে হাঁটতে বেরোচ্ছেন । নোটিস জারি করে তাঁদের সকলকে COVID 19 নির্দেশিকা সক্রিয়ভাবে মেনে চলার কথা বলা হচ্ছে । এবং কেউ যদি এই নির্দেশিকা না মানেন তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

For All Latest Updates

TAGGED:

JNUCOVID 19
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.