ETV Bharat / bharat

কিছু দল পাকিস্তানের ভাষায় কথা বলছে, বিরোধীদের কটাক্ষ মোদির

author img

By

Published : Dec 11, 2019, 11:22 AM IST

Updated : Dec 11, 2019, 1:14 PM IST

কোনও নির্দিষ্ট দলের প্রতি আঙুল না তুলেও প্রধানমন্ত্রীর কটাক্ষ, বেশ কিছু রাজনৈতিক দল পাকিস্তানের ভাষায় কথা বলছে ৷ এদিনই, রাহুল গান্ধি এই বিলের বিরোধিতা করে টুইট করেন, 'উত্তর-পূর্ব ভারতে এটি একটি দুষ্কৃতিমূলক আক্রমণ ৷'

বিরোধীদের কটাক্ষ মোদির
বিরোধীদের কটাক্ষ মোদির

দিল্লি, 11 ডিসেম্বর : আক্রমণকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী ৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের আগেই নিজেদের সমর্থন মজবুতের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস-বাম সহ একাধিক বিরোধী দল ৷ কোনও নির্দিষ্ট দলের প্রতি আঙুল না তুলেও প্রধানমন্ত্রীর কটাক্ষ, বেশ কিছু রাজনৈতিক দল পাকিস্তানের ভাষায় কথা বলছে ৷ এদিনই, রাহুল গান্ধি এই বিলের বিরোধিতা করে টুইট করেন, 'উত্তর-পূর্ব ভারতে এটি একটি দুষ্কৃতিমূলক আক্রমণ ৷'

আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ দীর্ঘ চড়াই উতরাই টোপকে দিন কয়েক আগেই লোকসভায় এই বিল পাশ হয় ৷ লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় কিন্তু এখনও ব্যাকফুটে টিম মোদি-শাহ ৷ যদিও, তাঁদের দাবি, বিল পাশ করতে প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তাঁদের ৷ কীভাবে, কোন পরিসংখ্যানে রাজ্যসভা থেকে নিরাপদে বিলটা পাশ করাতে পারবে, তা নিয়ে আজ দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ৷ সংসদীয় বৈঠকে রাজ্যসভায় কোন কোন নেতার কী কী ভূমিকা হবে তা নিয়ে আলোচনা হয় ৷ ইতিমধ্যেই, আজকের অধিবেশনে যোগ দেওয়ার জন্য হুইপ জারি করেছে BJP ৷ অমিত শাহদের দাবি, প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা থেকে বেশ কিছু সমর্থন হাসিল করে ফেলেছেন তাঁরা ৷ যদিও, মুখের সঙ্গে বাস্তবের যে ফারাক রয়েছে, তা ভালোভাবেই জানেন মোদি-শাহরা ৷ যাতে, শেষ মুহূর্তে বিল পেশ-পাশ করতে বিন্দুমাত্র সমস্যা না হয়, সে জন্য আজকের সংসদীয় বৈঠক ৷

সরকার পক্ষের দাবি, শিবসেনার মতো বেশ কিছু দলের সমর্থন তাঁরা ইতিমধ্যেই না কি পেয়ে গেছেন ৷ যদিও দলের কোনও নেতা এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি ৷ প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল বাম, কংগ্রেস ও তৃণমূল ৷ বামেদের দাবি ছিল, এই বিলে এমন কিছু দেশের নাম রয়েছে, যা কেবলই বিভেদের রাজনীতির পক্ষেই সাওয়াল করে ৷ আবার, তৃণমূল বা কংগ্রেসের দাবি ছিল, এই বিল পাশ হয়ে গেলে সংখ্যাগরিষ্ঠ জনগন অনেক ক্ষেত্রেই বঞ্চিত হবে ৷ নিজেদের স্বার্থসিদ্ধি ও ভোট ব্যাঙ্ককে মজবুত করতেই অমিত শাহরা এই বিলের জন্য উদগ্রীব, এমন অভিযোগও তুলেছে বিরোধীরা ৷

পরিস্থিতি যে কিছুটা হলেও প্রতিকূলে রয়েছে, তা লোকসভাতে ভালোভাবেই উপলব্ধি করেছেন শাহ-মোদিরা ৷ সংখ্যা গরিষ্ঠতা থাকলেও যেভাবে বিরোধিতার সামনে পড়তে হয়েছিল, তা নিঃসন্দেহে সরকার পক্ষের কাছে সুখকর নয় ৷ যদিও নাগরিকত্ব এই বিলকে ঐতিহাসিক পদক্ষেপ বলেই দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেছেন ৷

দিল্লি, 11 ডিসেম্বর : আক্রমণকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী ৷ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের আগেই নিজেদের সমর্থন মজবুতের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস-বাম সহ একাধিক বিরোধী দল ৷ কোনও নির্দিষ্ট দলের প্রতি আঙুল না তুলেও প্রধানমন্ত্রীর কটাক্ষ, বেশ কিছু রাজনৈতিক দল পাকিস্তানের ভাষায় কথা বলছে ৷ এদিনই, রাহুল গান্ধি এই বিলের বিরোধিতা করে টুইট করেন, 'উত্তর-পূর্ব ভারতে এটি একটি দুষ্কৃতিমূলক আক্রমণ ৷'

আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ দীর্ঘ চড়াই উতরাই টোপকে দিন কয়েক আগেই লোকসভায় এই বিল পাশ হয় ৷ লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় কিন্তু এখনও ব্যাকফুটে টিম মোদি-শাহ ৷ যদিও, তাঁদের দাবি, বিল পাশ করতে প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তাঁদের ৷ কীভাবে, কোন পরিসংখ্যানে রাজ্যসভা থেকে নিরাপদে বিলটা পাশ করাতে পারবে, তা নিয়ে আজ দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ৷ সংসদীয় বৈঠকে রাজ্যসভায় কোন কোন নেতার কী কী ভূমিকা হবে তা নিয়ে আলোচনা হয় ৷ ইতিমধ্যেই, আজকের অধিবেশনে যোগ দেওয়ার জন্য হুইপ জারি করেছে BJP ৷ অমিত শাহদের দাবি, প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা থেকে বেশ কিছু সমর্থন হাসিল করে ফেলেছেন তাঁরা ৷ যদিও, মুখের সঙ্গে বাস্তবের যে ফারাক রয়েছে, তা ভালোভাবেই জানেন মোদি-শাহরা ৷ যাতে, শেষ মুহূর্তে বিল পেশ-পাশ করতে বিন্দুমাত্র সমস্যা না হয়, সে জন্য আজকের সংসদীয় বৈঠক ৷

সরকার পক্ষের দাবি, শিবসেনার মতো বেশ কিছু দলের সমর্থন তাঁরা ইতিমধ্যেই না কি পেয়ে গেছেন ৷ যদিও দলের কোনও নেতা এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি ৷ প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল বাম, কংগ্রেস ও তৃণমূল ৷ বামেদের দাবি ছিল, এই বিলে এমন কিছু দেশের নাম রয়েছে, যা কেবলই বিভেদের রাজনীতির পক্ষেই সাওয়াল করে ৷ আবার, তৃণমূল বা কংগ্রেসের দাবি ছিল, এই বিল পাশ হয়ে গেলে সংখ্যাগরিষ্ঠ জনগন অনেক ক্ষেত্রেই বঞ্চিত হবে ৷ নিজেদের স্বার্থসিদ্ধি ও ভোট ব্যাঙ্ককে মজবুত করতেই অমিত শাহরা এই বিলের জন্য উদগ্রীব, এমন অভিযোগও তুলেছে বিরোধীরা ৷

পরিস্থিতি যে কিছুটা হলেও প্রতিকূলে রয়েছে, তা লোকসভাতে ভালোভাবেই উপলব্ধি করেছেন শাহ-মোদিরা ৷ সংখ্যা গরিষ্ঠতা থাকলেও যেভাবে বিরোধিতার সামনে পড়তে হয়েছিল, তা নিঃসন্দেহে সরকার পক্ষের কাছে সুখকর নয় ৷ যদিও নাগরিকত্ব এই বিলকে ঐতিহাসিক পদক্ষেপ বলেই দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেছেন ৷

New Delhi, Dec 11 (ANI): While giving birth to a baby comes with a number of consequences and difficulties for the mother and child, a new study found that water births are no more risky than land births and that women in the water group sustain fewer first and second-degree tears. University of Michigan researchers analyzed 397 waterbirths and 2025 land births from two midwifery practices. There were no differences in outcomes between waterbirth and land birth for neonatal intensive care admissions, and postpartum haemorrhage rates were similar for both groups. The results of the study were published in the journal Birth. Professional organizations tend to agree that women in labour should have access to water for comfort, but not all support birth in the water. This means hospitals must make women leave the tub before birth. During a water birth, babies take their first breath when removed from the tub. Until then, their lungs are filled with water, which is displaced when they hit the air and breathe.

Last Updated : Dec 11, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.