ETV Bharat / bharat

দিল্লিতে ফের বহুতলে আগুন, মৃত 9 - দিল্লি

ফের দিল্লিতে বহুতলে আগুন লাগল । মৃত্যু হয়েছে নয় জনের । আহত তিন জন ।

fire
দিল্লিতে আগুন
author img

By

Published : Dec 23, 2019, 7:54 AM IST

দিল্লি, 23 ডিসেম্বর : দিল্লিতে ফের বহুতলে আগুন । ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের । আহত তিন জন । তাঁদের দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসা চলছে । আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর ।

দিল্লির কিরারি এলাকার একটি বহুতলের নিচের অংশে কাপড়ের কারখানা রয়েছে । গত রাতে ওই কারখানাতেই প্রথমে আগুন লাগে । পরে সেই আগুন থেকে একটি সিলিন্ডার ফেটে যায় । আর তাতেই আগুন ছড়িয়ে যায় ওই বহুতলের উপরের অংশে । আগুনের কবলে পড়ে যায় বহুতলের আবাসিকরা ।

fire
আগুনে ভস্মীভূত কাপড়

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকল । আগুন নিয়ন্ত্রণে এলে প্রথমে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় । গুরুতর আহত অবস্থায় বাকি নয় জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ছয় জনের । বাকি তিন জনকে সঞ্জয় গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে তাঁরা চিকিৎসাধীন ।

প্রসঙ্গত, 8 ডিসেম্বর দিল্লির আনাজ মান্ডিতে একটি বহুতলের কারখানায় আগুন লাগে । যাতে মৃত্যু হয় 43 জনের । দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনার একদিন পরই দিল্লির কিরারি এলাকায় একটি আসবাবপত্রের বাজারে আগুন লাগে ।

দিল্লি, 23 ডিসেম্বর : দিল্লিতে ফের বহুতলে আগুন । ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের । আহত তিন জন । তাঁদের দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসা চলছে । আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর ।

দিল্লির কিরারি এলাকার একটি বহুতলের নিচের অংশে কাপড়ের কারখানা রয়েছে । গত রাতে ওই কারখানাতেই প্রথমে আগুন লাগে । পরে সেই আগুন থেকে একটি সিলিন্ডার ফেটে যায় । আর তাতেই আগুন ছড়িয়ে যায় ওই বহুতলের উপরের অংশে । আগুনের কবলে পড়ে যায় বহুতলের আবাসিকরা ।

fire
আগুনে ভস্মীভূত কাপড়

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকল । আগুন নিয়ন্ত্রণে এলে প্রথমে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় । গুরুতর আহত অবস্থায় বাকি নয় জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ছয় জনের । বাকি তিন জনকে সঞ্জয় গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে তাঁরা চিকিৎসাধীন ।

প্রসঙ্গত, 8 ডিসেম্বর দিল্লির আনাজ মান্ডিতে একটি বহুতলের কারখানায় আগুন লাগে । যাতে মৃত্যু হয় 43 জনের । দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনার একদিন পরই দিল্লির কিরারি এলাকায় একটি আসবাবপত্রের বাজারে আগুন লাগে ।

Intro:दिल्ली के किराड़ी इलाके में एक कपड़े के गोदाम में भीषण आग लग गई. जिसमे अब तक 9 लोगों की मौत हो चुकी है. और 3 घायल हैं. इसी गोदाम के ऊपर था रिहायसी मकान भी था।




Body:दर्ज़न से ज्यादा लोग आग की चपेट में...

यह हादसा किराड़ी इलाके के इन्द्र इंक्लेव में एक चार मंजिला मकान के निचले हिस्से में बने गोदाम में देर रात भयानक आग लग गई, -- करीब 12:30 बजे लगी इस आग की चपेट में एक दर्जन से ज्यादा लोग आ गए.

घायलों को पहुँचाया गया अस्पताल...

फायर के अनुसार इनमें से 3 लोगों की जली बॉडी पहले निकाल ली गई थी. बाकी 9 लोगों को नजदीक के हॉस्पिटल में ले जाया गया था. जहां बाद में 6 और लोगों की मौत हो गई. घायलों को संजय गांधी और पास के एक निजी अस्पताल ले जाया गया है ..

बढ़ सकती है मृतकों की संख्या...

वही फायर कर्मचारियों के अनुसार घायलों का इलाज जारी है, लेकिन मृतकों की संख्या बढ़ सकती है.
Conclusion:आग लगने के करण ब्लास्ट हुआ सिलेंडर...

मौके से मिली जानकारी के अनुसार चार मंजिला इस बिल्डिंग के निचले हिस्से में गोदाम है. जहां सबसे पहले आग लगी और बाद में हिट की वजह से एक सिलेंडर भी ब्लास्ट हुआ. मरने वाले और घायल सभी ऊपरी मंजिल पर अपने घर में सो रहे थे ..इन्हे भागने का भी मौका भी नहीं मिला..

बाइट-- दुर्गानंद ठाकुर , चश्मदीद
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.