দিল্লি, 23 ডিসেম্বর : দিল্লিতে ফের বহুতলে আগুন । ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের । আহত তিন জন । তাঁদের দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসা চলছে । আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর ।
দিল্লির কিরারি এলাকার একটি বহুতলের নিচের অংশে কাপড়ের কারখানা রয়েছে । গত রাতে ওই কারখানাতেই প্রথমে আগুন লাগে । পরে সেই আগুন থেকে একটি সিলিন্ডার ফেটে যায় । আর তাতেই আগুন ছড়িয়ে যায় ওই বহুতলের উপরের অংশে । আগুনের কবলে পড়ে যায় বহুতলের আবাসিকরা ।
![fire](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5462430_wb_fire.jpg)
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকল । আগুন নিয়ন্ত্রণে এলে প্রথমে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় । গুরুতর আহত অবস্থায় বাকি নয় জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় ছয় জনের । বাকি তিন জনকে সঞ্জয় গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে তাঁরা চিকিৎসাধীন ।
প্রসঙ্গত, 8 ডিসেম্বর দিল্লির আনাজ মান্ডিতে একটি বহুতলের কারখানায় আগুন লাগে । যাতে মৃত্যু হয় 43 জনের । দমকলের 30 টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনার একদিন পরই দিল্লির কিরারি এলাকায় একটি আসবাবপত্রের বাজারে আগুন লাগে ।