ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংসের প্রশিক্ষণ নিচ্ছে সেনা - Indian Army

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের হেলিকপ্টার ব্যবহারের আশঙ্কা বাড়ছে । প্রশিক্ষণ নিচ্ছে ভারতীয় সেনাও । তারা ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংসের প্রশিক্ষণ নিচ্ছে ।

jk
jk
author img

By

Published : Oct 14, 2020, 1:51 PM IST

পুলওয়ামা, 10 অক্টোবর : কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের হেলিকপ্টার ব্যবহারের আশঙ্কা বাড়ছে । সেইমতো জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । নতুন প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা । এখন, জওয়ানরা ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংস করতে শিখছে । 15 কর্পস ব্যাটেল স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । প্রশিক্ষকরা সেখানে রয়েছেন ।

প্রশিক্ষকদের মধ্যে একজন জানিয়েছেন, “আমরা জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছি । বর্তমানে জঙ্গিরা ড্রোন ব্যবহার করছে। তাই জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । ”

জম্মু-কাশ্মীরের উপত্যকায় যে জওয়ানদের নিযুক্ত করা হয়, প্রথমে তাঁদের এই ব্যাটেল স্কুলে প্রশিক্ষণ নিতে হয় । সীমান্তে কাজ করার আগে, সেখানে পরিস্থিতি সম্পর্কে জওয়ানদের জানানো হয় । উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় ।

ব্যাটেল স্কুলে দু’রকম প্রশিক্ষণ প্রধানত দেওয়া হয় । প্রথমত, পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখায় যাদের নিয়োগ করা হবে, তাদের সেইমতো প্রশিক্ষণ দেওয়া হয় । দ্বিতীয়ত, উপত্যকায় বিভিন্ন জায়গায় যে জওয়ানদের নিয়োগ করা হয়, তাঁদের সেইমতো প্রশিক্ষণ দেওয়া হয় ।

যারা নিয়ন্ত্রণরেখায় নিযুক্ত হয়, তাদের 14দিনের প্রশিক্ষণ হয় । যারা উপত্যকায় বিভিন্ন অঞ্চলে নিযুক্ত হয়, তাদের 28 দিনের প্রশিক্ষণ দেওয়া হয় । দুই প্রশিক্ষণেই ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

এদিকে পাকিস্তানের তরফেও নানারকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । জঙ্গিদের ড্রোন নিয়ন্ত্রণ করা এবং উপত্যকায় তা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এই মুহূর্তে ভারতীয় সেনাকেও সবরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । জঙ্গিদের মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত হচ্ছে সেনা ।

পুলওয়ামা, 10 অক্টোবর : কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় জঙ্গিদের হেলিকপ্টার ব্যবহারের আশঙ্কা বাড়ছে । সেইমতো জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । নতুন প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা । এখন, জওয়ানরা ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংস করতে শিখছে । 15 কর্পস ব্যাটেল স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । প্রশিক্ষকরা সেখানে রয়েছেন ।

প্রশিক্ষকদের মধ্যে একজন জানিয়েছেন, “আমরা জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছি । বর্তমানে জঙ্গিরা ড্রোন ব্যবহার করছে। তাই জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । ”

জম্মু-কাশ্মীরের উপত্যকায় যে জওয়ানদের নিযুক্ত করা হয়, প্রথমে তাঁদের এই ব্যাটেল স্কুলে প্রশিক্ষণ নিতে হয় । সীমান্তে কাজ করার আগে, সেখানে পরিস্থিতি সম্পর্কে জওয়ানদের জানানো হয় । উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় ।

ব্যাটেল স্কুলে দু’রকম প্রশিক্ষণ প্রধানত দেওয়া হয় । প্রথমত, পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখায় যাদের নিয়োগ করা হবে, তাদের সেইমতো প্রশিক্ষণ দেওয়া হয় । দ্বিতীয়ত, উপত্যকায় বিভিন্ন জায়গায় যে জওয়ানদের নিয়োগ করা হয়, তাঁদের সেইমতো প্রশিক্ষণ দেওয়া হয় ।

যারা নিয়ন্ত্রণরেখায় নিযুক্ত হয়, তাদের 14দিনের প্রশিক্ষণ হয় । যারা উপত্যকায় বিভিন্ন অঞ্চলে নিযুক্ত হয়, তাদের 28 দিনের প্রশিক্ষণ দেওয়া হয় । দুই প্রশিক্ষণেই ড্রোন নিয়ন্ত্রণ এবং ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

এদিকে পাকিস্তানের তরফেও নানারকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে । জঙ্গিদের ড্রোন নিয়ন্ত্রণ করা এবং উপত্যকায় তা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এই মুহূর্তে ভারতীয় সেনাকেও সবরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । জঙ্গিদের মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত হচ্ছে সেনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.