ETV Bharat / bharat

স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে আত্মঘাতী জওয়ান - বিষ্ণু কুমার শর্মা (33) নামে এই অশ্বারোহী সৈনিক গুজরাতে সেনাবাহিনীতে চাকরি করতেন

ডেঙ্গিতে মাস দুয়েক ধরে তিনি আক্রান্ত ছিলেন ওই জওয়ান । এজন্য ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন । অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বিষ্ণুর ব্যবহার স্বাভাবিক ছিল না । পটনা থেকে ডাক্তার দেখিয়ে তাঁর নিজের গ্রাম আঁরাতে ফেরার সময় এই ঘটনা ঘটে ।

Soldier kills wife
আত্মঘাতী এক সৈনিক
author img

By

Published : Dec 2, 2019, 11:27 AM IST

পাটনা, 2 ডিসেম্বর : স্ত্রী ও শ্য়ালিকাকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন এক অশ্বারোহী সৈনিক । গতকাল পটনার কাছে সৈদাবাদ এলাকায় এক চলন্ত গাড়ির মধ্যে এই ঘটনা ঘটেছে । এই মর্মান্তিক ঘটনার সময় গাড়ির মধ্যে উপস্থিত ছিল ওই জওয়ানের দুই সন্তানও ।

ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন ওই জওয়ান । পালিগজ্ঞের DSP মনোজ কুমার পাণ্ডে জানান , বিষ্ণু কুমার শর্মা (33) নামে এই অশ্বারোহী সৈনিক গুজরাতে সেনাবাহিনীতে চাকরি করতেন । ডেঙ্গিতে মাস দুয়েক ধরে তিনি আক্রান্ত ছিলেন । এজন্য ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন । অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বিষ্ণুর ব্যবহার স্বাভাবিক ছিল না । পটনা থেকে ডাক্তার দেখিয়ে তাঁর নিজের গ্রাম আঁরাতে ফেরার সময় এই ঘটনা ঘটে । তিনি আরও জানান , ঘটনার সময় বিষ্ণুর দুই সন্তান গাড়ির সামনের সিটে তাঁর ঠাকুমার সঙ্গে বসে ছিল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃত জওয়ানের পিস্তলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ।

পাটনা, 2 ডিসেম্বর : স্ত্রী ও শ্য়ালিকাকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন এক অশ্বারোহী সৈনিক । গতকাল পটনার কাছে সৈদাবাদ এলাকায় এক চলন্ত গাড়ির মধ্যে এই ঘটনা ঘটেছে । এই মর্মান্তিক ঘটনার সময় গাড়ির মধ্যে উপস্থিত ছিল ওই জওয়ানের দুই সন্তানও ।

ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন ওই জওয়ান । পালিগজ্ঞের DSP মনোজ কুমার পাণ্ডে জানান , বিষ্ণু কুমার শর্মা (33) নামে এই অশ্বারোহী সৈনিক গুজরাতে সেনাবাহিনীতে চাকরি করতেন । ডেঙ্গিতে মাস দুয়েক ধরে তিনি আক্রান্ত ছিলেন । এজন্য ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন । অসুস্থতার কারণে কয়েক দিন ধরে বিষ্ণুর ব্যবহার স্বাভাবিক ছিল না । পটনা থেকে ডাক্তার দেখিয়ে তাঁর নিজের গ্রাম আঁরাতে ফেরার সময় এই ঘটনা ঘটে । তিনি আরও জানান , ঘটনার সময় বিষ্ণুর দুই সন্তান গাড়ির সামনের সিটে তাঁর ঠাকুমার সঙ্গে বসে ছিল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মৃত জওয়ানের পিস্তলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে ।

Thiruvananthapuram (Kerala), Dec 01 (ANI): Alhad, a 22-year-old transwoman post graduate student in Kerala University approached the college authorities to change of room from men's hostel. "Although, this is a very first case to us but we are trying to as much help as we can to Alhad. We are happy that Alhad came up with the real identity," said Kerala University's assistant professor Anu Unni.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.