ETV Bharat / bharat

পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান - পুঞ্চ

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান । পুঞ্চ জেলার মেন্দার মহকুমার বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় তারা ৷ ঘটনায় শহিদ হন এক জওয়ান ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 1, 2020, 12:00 PM IST

পুঞ্চ, 1 অগাস্ট : পুঞ্চে আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ গতকাল পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা । ঘটনায় শহিদ হন এক ভারতীয় জওয়ান ৷ পুঞ্চের মেন্ধর মহকুমার বালাকোট সেক্টরের ঘটনা।

এর আগে 23 জুলাই পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনা । 17 জুলাইও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান । ফলে, এক পরিবারের তিন সদস্য নিহত হন ।

এছাড়া 14 জুলাই রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াই চলে । অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় চলে গোলা বর্ষণ ।

পুঞ্চ, 1 অগাস্ট : পুঞ্চে আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ গতকাল পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা । ঘটনায় শহিদ হন এক ভারতীয় জওয়ান ৷ পুঞ্চের মেন্ধর মহকুমার বালাকোট সেক্টরের ঘটনা।

এর আগে 23 জুলাই পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনা । 17 জুলাইও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান । ফলে, এক পরিবারের তিন সদস্য নিহত হন ।

এছাড়া 14 জুলাই রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াই চলে । অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় চলে গোলা বর্ষণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.